গ্রুপ লিগ থেকেই চড়চড় করে বেড়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের টিআরপি! ছোট দলগুলোর প্রবল প্রতিরোধে জেরবার নামীদামি তারকাদের বড় ক্লাবগুলো।
বুধবার ছিল তার বেশ কিছু নজির। চেলসির ইনজুরি টাইমের শেষ মিনিটে গোল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৮০ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ৩-১ জয়। তবে এ দিনের আসল চমক দিল আর এক ব্রিটিশ ক্লাব--স্কটল্যান্ডের সেলটিক। ২-১ হারাল লিও মেসির বার্সেলোনাকে। ম্যাঞ্চেস্টারেরও আগে প্রথম ব্রিটিশ দল হিসেবে ইউরোপিয়ান কাপ জিতেছিল সেল্টিক। তাদের ১২৫তম বর্ষপূর্তির পরের দিন নিঃসন্দেহে এটাই সেরা উপহার। প্রথমার্ধে ওয়ানইয়ামার গোলে এগিয়েছিল স্কটিশ ক্লাব। ৭২ মিনিটে পরিবর্ত হিসেবে নেমে দশ মিনিটের মধ্যে ২-০ করেন প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামা আঠারো বছরের টনি ওয়াট। ইনজুরি টাইমে মেসির গোলে স্কোর ১-২। মরসুমে এটি বার্সেলোনার দ্বিতীয় হার। বার্সা (৯ পয়েন্ট) গ্রুপ শীর্ষে। তবে সেলটিক (৪ ম্যাচে ৭ পয়েন্ট) নক আউটে ওঠার পথে বিরাট লাফ দিল। তাদের ম্যানেজার নিল লেনন মাঠেই পাগলের মতো লাফালাফি করেন। জাভিরা ৭২ শতাংশ বল পজেশন রেখে গোলে ২৪টা শট নিয়েছিল। সেলটিক বিপক্ষ গোলে মাত্র পাঁচটা শট নেয়। মিডিয়া সেল্টিকের গোলকিপার ফ্রেজার ফস্টারকে ‘গ্রেট ওয়াল’ আখ্যা দিয়েছে। মূলত তাঁর হাতের তালুতেই আটকে গিয়েছে বার্সা। |
অন্য দিকে মালাগা, পোর্তোর পর তৃতীয় দল হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে উঠল ম্যান ইউ। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। ৮০ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও রুনি-ফান পার্সিরা ব্রাগাকে হারালেন ৩-১। বিরতির পর ব্রাগাকে এগিয়ে দেন অ্যালান। ৮০ মিনিটে ১-১ করেন ফান পার্সি। চার মিনিট পর রুনির পেনাল্টি গোল। ইনজুরি টাইমে ৩-১ চিচারিতোর গোলে। ফ্লাডলাইট-বিভ্রাটে মিনিট কয়েকের জন্য অন্ধকার হয়ে গিয়েছিল মাঠ। আলো ফের জ্বলার পরই রুনিদেরও জ্বলে ওঠার শুরু।
শাখতার ডোনেস্ককে ঘরের মাঠে ৩-২ হারাতে চেলসির অপেক্ষা ছিল ৯৪ মিনিট। তোরেস আর অস্কারের গোলে চেলসি দু’বার এগোলেও দু’বারই সমতা ফেরান উইলিয়ান। অস্কারের পরিবর্ত মোসেস ৯৪ মিনিটে হেডে ৩-২ করে নীল জার্সির ‘প্রাণ’ বাঁচান। চার ম্যাচে দু’দলেরই ৭ পয়েন্ট। তবে জুভেন্তাস ৪-০ নর্ডসজিল্যান্ডকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে ওই দু’দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কাল গোলের বন্যার মধ্যে (৮ ম্যাচে ৩৫ গোল) সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে বেয়ার্ন। পিজারোর হ্যাটট্রিক ও রবেন, ক্রুজ, সোয়াইনস্টাইগারের গোলে বের্য়ান ৬-১ চুরমার করেছে লিলি-কে। অন্য ম্যাচে ভালেন্সিয়া ৪-২ বাতেকে, বেনফিকা ২-০ স্পার্টাককে, গালাতাসারে ৩-১ ক্লুজকে হারায়।
|
চ্যাম্পিয়ন্স লিগের নাটকীয় রাত |
• ১৭টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার পর মেসির বার্সেলোনার প্রথম হার।
• ৮০ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে শেষ দশ মিনিটে তিন গোল করে জয় ম্যান ইউয়ের।
• ২৮ শতাংশ মাত্র বল পজেশন রেখেও বার্সার বিরুদ্ধে বাজিমাত সেলটিকের।
• ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পরিবর্ত ফুটবলারের গোলে জয় চ্যাম্পিয়ন চেলসির। না জিতলে এই প্রথম আগের চ্যাম্পিয়ন প্রাথমিক গ্রুপ থেকেই বিদায় নিত। |
|