|
|
|
|
পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ মুরারইয়ে |
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
স্থানীয় একটি টোল আদায় কেন্দ্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ। বৃহস্পতিবার রাজগ্রাম-মুরারই রাস্তায় রূপরামপুর মোড়ের ঘটনা। পরে পুলিশ গিয়ে সভাপতিকে কংগ্রেসের প্রদাপকুমার ভকতকে উদ্ধার করে।
প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, পণ্যবাহী যান থেকে টোল আদায়ের জন্য রাজগ্রাম-মোহনপুর রাস্তায় রাজগ্রাম রেলগেট সংলগ্ন এলাকায় একটি টোল আদায় কেন্দ্র তৈরির বরাত পান বেশ কিছু স্থানীয় যুবক। অনুমোদন দেয় মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতি। কিন্তু প্রদীপবাবুর দাবি, “আমাদের কাছে স্থানীয় ট্রাক মালিক সমিতি ও অন্যান্যেরা অভিযোগ করেছিলেন রাজগ্রাম-মোহনপুর রাস্তার পাশাপাশি ওই টোল থেকে রাজগ্রাম-মহুরাপুর রাস্তায় যাতায়াতকারী গাড়ি থেকেও টাকা আদায় করা হচ্ছে। তাই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বৈঠকে ওই টোলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” কিন্তু অভিযোগ পেয়ে তা খতিয়ে না দেখেই কেন ব্যবস্থা নেওয়া হল? বিক্ষোভকারীদের এই অভিযোগ নিয়ে অবশ্য কিছু বলেননি সভাপতি। অন্য দিকে, বিক্ষোভকারীদের একজন স্থানীয় পলশা গ্রামের তৃণমূল কর্মী আব্দুল হাসিবের অভিযোগ, “সভাপতি নিজের এলাকার যুবকদের টোল আদায়ের সুযোগ দিতে না পেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন।” সভাপতির ওই সিদ্ধান্তের প্রতিবাদ করতেই এ দিন তাঁরা গাড়ি আটকেছেন বলে জানালেন।
বিক্ষোভকারীরা অন্য রাস্তার গাড়ি থেকে টোল আদায়ের অভিযোগ অস্বীকার করার পাশাপাশি দাবি করেন, বছরে ১২ লক্ষ ৫০১ টাকা জমা দেওয়ার শর্তে পঞ্চায়েত সমিতিই রাজগ্রাম রেলগেটে টোল করার অনুমোদন দিয়েছিল। অনুমোদন দেওয়ার পর এত তাড়াতাড়ি তারা এ ভাবে তা সরিয়ে নিতে পারে না। এ দিকে বিক্ষোভকারীরা আজ, শুক্রবার এ নিয়ে সংশ্লিষ্ট বিডিওকে স্মারকলিপি দেবেন বলে জানিয়েছেন। |
|
|
|
|
|