টুকরো খবর
শুনানিতে বিক্ষোভ
রেলপথ তৈরির কাজে জমি দিতে আপত্তি না থাকলেও রেল মন্ত্রক নির্ধারিত সরকারি ক্ষতিপূরণ পছন্দ না-হওয়ায় শুনানির সময়ে বিক্ষোভ দেখালেন চাষিরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে রায়গঞ্জ স্টেশন সংলগ্ন উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মাণ বিভাগের উপ মুখ্য বাস্তুকারের ক্যাম্প অফিসে। গত রেল বাজেটে ঘোষণা অনুযায়ী, রায়গঞ্জ থেকে ইটাহার ২২.১৬ কিলোমিটার রেলপথ তৈরির কাজ শুরু করার জন্য এদিন রেল কর্তৃপপক্ষ ধর্মডাঙ্গি, পশ্চিম গোয়ালগাঁও ও পিপলান মৌজার কয়েকশো চাষির বক্তব্য শুনতে শুনানির আয়োজন করে। শুনানিতে রেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা সরকার নির্ধারিত জমির দাম জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন চাষিরা। তাঁরা ওই ক্ষতিপূরণ নেবেন না বলে জানিয়ে দেন। বহু চাষি এরপর লিখিতভাবে তাঁদের আপত্তির কথা রেল কর্তৃপক্ষকে জানিয়ে শুনানি সভা ছেড়ে চলে যান। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলের মালদহ সার্কেলের সিনিয়ার সেকশন বাস্তুকার সন্দীপ সিংহ বলেন, “আমরা রাজ্য সরকারের সঙ্গে কথা বলে প্রস্তাবিত জমির মান অনুযায়ী চাষিদের আরও বেশি ক্ষতিপূরণ দেওয়া যায় কি না তা খতিয়ে দেখছি।” রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত ও ইটাহারের তৃণমূল কংগ্রেস বিধায়ক অমল আচার্য পৃথকভাবে জানান, তাঁরা বিষয়টি খোঁজ নিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন।

স্মারকলিপি
হলদিবাড়ির সঙ্গে চ্যাংরাবান্ধার রেল যোগাযোগ স্থাপন, হলদিবাড়ি থেকে পদাতিক এক্সপ্রেস চালু করা, হলদিবাড়ি স্টেশন থেকে আরও লোকাল ট্রেন চালু করা সমেত মোট ১০ দফা দবিতে হলদিবাড়ি স্টেশনে স্মারকলিপি দিল এসইউসিআই। মঙ্গলবার সকালে হলদিবাড়ি স্টেশনে তারা তাদের দাবিপত্রটি জমা দেন। এই দলের হলদিবাড়ি ব্লকের সম্পাদক রহুল আমিন সরকার বলেন, “আমরা চাই আমদের দাবিগুলি পূরণ করার জন্যে রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।” হলদিবাড়ি স্টেশন সুত্রে জানা যায় যে তারা তাদের দাবিপত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিয়োগে জট হাসপাতালে
কর্মী সঙ্কট মোচনে চুক্তিতে অ্যাকাউন্টস অফিসার এবং সাত জন কম্পিউটার অপারেটার নিয়োগ করে বিপাকে মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তৃণমূল কর্মী সংগঠন ইউনিফায়েড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন ওই ৮ জন কর্মী কাজে যোগ দিতে দিচ্ছে না। গত অক্টোবর মাস থেকে অচলাবস্থা চলছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “মেডিক্যাল কলেজে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ নিয়ে সমস্যা হচ্ছে বলে শুনেছি। তবে নিয়োগ ঠিকমত হয়নি বলেও শুনেছি। আমি জেলার বাইরে আছি। জেলায় ফিরে মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে এই সমস্যা সমাধান করব।”

মিটল সমস্যা
সর্বদল বৈঠকে মিটল ব্যবসায়ী পুনর্বাসন-সমস্যা। মঙ্গলবার পুরসভায় বৈঠক হয়। অত্যাধুনিক মাছবাজার তৈরিতে সম্প্রতি তাঁদের উঠে যাওয়ার নোটিস দেওয়া হয়।

হামলার অভিযোগ
গ্রেটার কোচবিহার পিপলস পার্টির সমর্থকের দোকানে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে মঙ্গলবার হাড়িভাঙায়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.