টুকরো খবর
সদস্য বাড়িয়ে ঘুরে দাঁড়াতে চাইছে সিটু
চা বাগান এবং পরিবহণ শিল্পে নতুন সদস্য সংগ্রহ করে দার্জিলিং জেলায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। গত সপ্তাহে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শেষ হওয়া সংগঠন ষষ্ঠ জেলা সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠন সূত্রে জানা গিয়েছে, ওই দুই শিল্পে আগামী দুই বছরে ১৮ হাজার সদস্য সংগ্রহের লক্ষমাত্রা ঠিক করা হয়েছে। গত দুই বছরে তরাইয়ের চা বাগানগুলিতে আদিবাসী বিকাশ পরিষদ, মোর্চা উত্থানের পর কিছুটা ধাক্কা খায় সিটু। পাশাপাশি, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে পরিবহণ শিল্পের সঙ্গে জড়িতদের অধিকাংশই সিটু ছেড়ে শাসক দলে নাম লেখানোয় সমস্যা বেড়েছে। এমনকি, পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে সম্মলনে প্রকাশ্য মঞ্চে সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তীতে বলতে হয়েছে, দীর্ঘদিন পরেও এই জেলায় সিটু আত্মনির্ভর হতে পারেনি। সংগঠন সূত্রের খবর, জেলায় পরিস্থিতি সামাল দিতে দুটি পন্থা নিয়েছেন দলীয় নেতৃত্ব। প্রথমত, সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রবীণ নেতাদের সরিয়ে নবীন প্রজন্মকে সামনে আনা হয়েছে। দুই দশকের উপর জেলা সম্পাদকের দায়িত্বে থাকা অজিত সরকারকে সভাপতি বসিয়ে প্রাক্তন সাংসদ সমন পাঠককে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে চিয়া কামান মজদুর ইউনিয়নে তরুণ নেতা গৌতম ঘোষকে সামনের সারিতে রাখা হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে শ্রমিকদের বিভিন্ন অভাব, অভিযোগকে কাজে লাগিয়ে প্রচার তীব্র করে সংগঠন গোছাতে চাইছে সিটু। সমনবাবু বলেন, “চা বাগান এবং পরিবহণ শিল্প আমাদের মূল্য লক্ষ্য। এর মাধ্যমে আমাদের সংগঠনের ভিত্তি আরও বাড়াতে হবে। নতুন সদস্য সংগ্রহ, পুরানোদের ফেরানোর চেষ্টা হবে।” বছর দু’য়েক পরে সিটুকে অনেকটাই শক্তিশালি করা যাবে বলে সমনবাবুর আশা।

দ্বিতীয় দিনও অটো থমকে
ভাড়া বৃদ্ধিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে আলিপুরদুয়ার শহরে দ্বিতীয় দিনও অটো চলাচল বন্ধ থাকল। মঙ্গলবার সকালে কিছু অটো চলাচল করলেও বেলা বাড়তেই তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভাড়া বৃদ্ধি নিয়ে প্রশাসনের তরফে বৈঠকের আশ্বাস দিলেও এক শ্রেণির অটো চালক গায়ের জোরে অটো চলাচল বন্ধ করেন বলে তৃণমূলের অভিযোগ। মহকুমাশাসক অমলকান্তি রায় বলেন, “গত সোমবার থেকে অটো চলাচলে সমস্যা হচ্ছে। এদিন অটো চলেনি। যাত্রীদের অসুবিধা হচ্ছে। পুলিশকে বিষয়টি দেখতে বলেছি।” অটো চলাচল স্বাভাবিক রাখতে রাস্তায় পুলিশ মোতায়েন করা হচ্ছে বলে আলিপুরদুয়ারের আইসি সুদীপ ভট্টাচার্য। আজ, বুধবার বিষয়টি নিয়ে প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। ১ নভেম্বর থেকে শহরের অটো ভাড়ার বৃদ্ধির সিদ্ধান্ত নেয় অটো মালিক সংগঠন। প্রতিবাদে তৃণমূলের শ্রমিক সংগঠন পাল্টা ভাড়ার তালিকা প্রকাশ করে। অটো চালকদের হাতে মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের দুই রকম ভাড়ার তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। চালক ও যাত্রীদের মধ্যে বচসা হতে থাকে। প্রশাসনিক ভাড়ার তালিকার দাবিতে চালকেরা সোমবার থেকে অটো বন্ধ করে দেন। তৃণমূলের আলিপুরদুয়ার সংগঠনিক জেলার সাম্পাদক মনোজ কুণ্ডু জানান, কিছু অটো চালক এ দিন অটো চালানোর চেষ্টা করেন। তাঁদের গাড়ি চালাতে দেওয়া হয়নি। পুলিশকে জানানো হয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি জোয়াকিম বাক্সলা বলেন, “মালিকপক্ষ অনৈতিক ভাবে ভাড়া বাড়ায়। প্রশাসন বিষয়টি নিয়ে বুধবার বৈঠক ডেকেছে। তার পরেও পরিষেবা বন্ধ রাখাটা ঠিক নয়।” ডুয়ার্স অটো ওর্নাস অ্যান্ড অপারেটর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বাবলু বিশ্বাস বলেন, “প্রশাসনের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।”

অভিযোগের তদন্ত শুরু
কংগ্রসে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আনা একশো দিনের প্রকল্পের কাজের টাকা তছরুপের অভিযোগের তদন্ত শুরু করল কালচিনি ব্লক প্রশাসন। তৃণমূল কংগ্রেসের তরফে ব্লকের সাঁতালি গ্রাম পঞ্চায়েতের কংগ্রসের সদস্য সরিতা ছেত্রীর বিরুদ্ধে তছরুপের ওই অভিযোগ জানানো হয়। কালচিনির বিডিও চন্দ্র সেন খাতি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমানিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” কালচিনির ব্লক তৃণমূল সভাপতি সঞ্জীব বিশ্বাস অভিযোগ করেন, ওই কংগ্রেস পঞ্চায়েত সদস্য ছেত্রী গত ২০ অক্টোবর হাসিমারা উপ-ডাকঘর থেকে প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা তুলে নেন। কিন্তু ওই টাকা উপভোক্তাদের দেওয়া দেওয়া হয়নি। পঞ্চায়েত সদস্য সরিতাদেবীকে পাওয়া যায়নি। তাঁর স্বামী কৈলাস ছেত্রী বলেন, “স্ত্রী বাড়িতে নেই। তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। তদন্ত হলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।”

স্বাভাবিক হল সুপার বাস চলাচল
সময়সূচি নিয়ে মালিকপক্ষের মধ্যে গোলমালের জেরে শিলিগুড়ি-জলপাইগুড়ি মধ্যে চলাচলকারী বেসরকারি সুপার বাসের পরিষেবা স্বাভাবিক হল। গত রবিবার জলপাইগুড়ি শহরে দু’টি বাসের মালিকপক্ষের গোলমালের পর ওই বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। এতে নাকাল হতে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের। অন্য বেসরকারি মিনিবাস এবং সরকারি বাসের উপরেই ভরসা করতে হয় যাত্রীদের। উত্তরবঙ্গের ইন্টার ডিস্ট্রিক্ট বাস ওর্নাস সংগঠনের নেতা প্রণব মানি বলেন, “সময়সীমা নিয়ে দুটি বাসের মালিকপক্ষের গোলমাল হয়েছিল। আলোচনায় তা মিটে গিয়েছে। এদিন থেকে স্বাভাবিক বাস চলছে।” শিলিগুড়ি-জলপাইগুড়ির মধ্যে ২২টি ওই ধরণের বেসরকারি সুপার বাস প্রতিদিন চলাচল করে।

শিক্ষকের মৃত্যু
ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে আমবাড়ি স্টেশনের কাছে। মৃতের নাম অধীর বণিক (৭৫)। তাঁর বাড়ি আমবাড়িতে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এদিন সকালে তিনি রেল লাইন পার হচ্ছিলেন। সেই সময় ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিনই মাটিগাড়ার বিধানপল্লিতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিরও মৃত্যু হয়েছে।

গুরুঙ্গকে মর্যাদা
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) চিফ এক্সিকিউটিভ বিমল গুরুঙ্গকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দিল রাজ্য সরকার। মঙ্গলবার সরকারের তরফে ফ্যাক্স বার্তায় বিষয়টি জেলা প্রশাসন ও জিটিএকে জানানো হয়েছে। সরকারি সূত্রের খবর, পূর্ণমন্ত্রীরা যে সমস্ত সরকারি সুযোগ পান এখন তা পাবেন গুরুঙ্গ। জিটিএ-র ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার রমেশ আলে ও চেয়ারম্যান প্রদীপ প্রধানকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।

ফের ত্রিপক্ষ বৈঠক পণ্ড
বন্ধ মেটেলি চা বাগানের জট কাটাতে ডাকা ত্রিপাক্ষিক বৈঠক ফের ভেস্তে গেল। মঙ্গলবার মালবাজারের সহকারি শ্রম আধিকারিকের দফতরে ডাকা ওই বৈঠকে মালিক পক্ষের কেউ হাজির হননি। সহকারি শ্রম আধিকারিক বলদেব মণ্ডল জানান, ২০ নভেম্বর ফের শিলিগুড়িতে যুগ্ম শ্রম কমিশনারের দফতরে বৈঠক ডাকা হয়েছে। ২ নভেম্বর মালিকপক্ষ না আসায় ফের মঙ্গলবার বৈঠকের দিন ধার্য হয়েছিল। দুইবারই বাগান ম্যানেজারের শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে বাগান কর্তৃপক্ষ উপস্থিত হতে পারেননি। ৩১অক্টোবর শ্রমিক অসন্তোষের অভিযোগ তুলে বাগান ছেড়ে কর্তৃপক্ষ চলে যান।

শিলিগুড়িতে রাহুল
আজ, বুধবার কর্মিসভায় যোগ দিতে শিলিগুড়িতে আসবেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। মঙ্গলবার তা জানান দলের শিলিগুড়ি জেলা সাধারণ সম্পাদক নন্দন দাস। তিনি জানান, বুধবার রামকিঙ্কর হলে কর্মীদের নিয়ে বৈঠক করবেন রাহুলবাবু। পঞ্চায়েত নির্বাচনের বিষয়েই সেখানে আলোচনা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.