নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রকল্পের জন্য শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে তুলনামূলক কম দামে জমি নিলেও কাজ না-করে দীর্ঘদিন ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে। তা থেকে বাদ যাননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-ও। বছর দুয়েক আগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য শিলিগুড়ির হিমাচলবিহারে তিনি এসজেডিএ’র কাছ থেকে ২.৩৬ একর জমি কিনেছেন। কিন্তু স্কুল তৈরির কাজ না-হওয়ায় অন্যান্য সংস্থার মতো তাঁকে দু’বার চিঠি পাঠিয়ে জানানো হয়, যে উদ্দেশ্যে জমি নেওয়া হয়েছে অবিলম্বে সেই কাজ করা না হলে এসজেডিএ কর্তৃপক্ষ জমি ফেরত নেবেন।
|
এর পরেই ওই জমিতে স্কুল গড়ার কাজ শুরু করতে তৎপর সৌরভ। মঙ্গলবার শিলিগুড়িতে এসে নির্মাণকাজ শুরু করার বিষয়ে তদ্বির করেন। বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে প্রস্তাবিত ওই স্কুলের জমিতে যান। বাস্তুকারদের সঙ্গে নির্মাণ শুরুর বিষয়ে কথা বলেন। যোগাযোগ করেন এসজেডিএ কর্তৃপক্ষের সঙ্গে। সৌরভ বলেন, “আমার মতো অনেকেই প্রকল্পের জন্য জমি নিয়েছেন। স্কুল তৈরির জন্য এই জমি নিয়েছি। নির্মাণকাজ শুরু করার বিষয়টি দেখতে এসেছি। পড়ুয়াদের খেলার উন্নয়নের বিষয় গুরুত্ব দিয়ে ভাবা হবে।” আইসিএসই বোর্ডের অধীনে ওই স্কুল হবে। প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ পড়াশোনার ব্যবস্থা থাকবে। এসজেডিএ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গোদালা কিরণ কুমার জানান, শুধু সৌরভকেই নয়। যাঁরা কম দামে এসজেডিএ’র থেকে জমি নিয়েও ফেলে রেখেছিলেন, তাঁদের এপ্রিল মাসে চিঠি পাঠানো হয়েছিল। জানানো হয়েছিল অবিলম্বে কাজ শুরু করা না হলে এসজেডিএ ওই সমস্ত জমি ফেরত নেবে। জুলাই-অগস্ট মাসে আর এক দফায় চিঠি পাঠানো হয়েছিল। |