বাড়ি থেকে পালিয়ে আসা দুই ভাইকে ধরে বসিরহাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিল পুলিশ। মঙ্গলবার দুপুরে বসিরহাটের খোলাপাতা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মাদ্রাসায় না যাওয়ায় দুই ভাইকে বকেন দিদিমা। অনুমান, তার জেরেই এ দিন সকালে দশ বছরের নুর আলম এবং বছর পাঁচেকের সাদ্দাম হোসেন কলকাতা থেকে বাসে চেপে বসিরহাটে চলে আসে। খোলাপাতা এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখে বাসিন্দাদের সন্দেহ হয়। বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে কান্নাকাটি শুরু করে। পরে নুর জানায় তাদের বাড়ি কলকাতার বাগুইআটি থানার চিনাপার্কের কাছে আটঘরায়। এলাকারই একটি মাদ্রাসায় পড়াশোনা করে। সোমবার পড়তে না যাওয়ায় দিদিমা দুই ভাইকে বকুনি দেন। তার জেরেই দুই ভাই বাড়ি ছেড়ে পালিয়ে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই ভাইকে উদ্ধার করে। দুই ভাইকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে রেখে তাদের পরিবারের খোঁজ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
|
চোলাই বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মৃত্যুঞ্জয় দাস। তার বাড়ি বসিরহাটের মুনসেফপাড়ায়। মঙ্গলবার রাতে স্থানীয় জেলখানা মোড় থেকে তাকে ধরা হয়। অভিযান চালিয়ে ধৃতের বাড়ি থেকে প্রায় ৩০ লিটার চোলাই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক করা হয়েছে একটি সাইকেল।
|
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায় সোমবার রাতে এক যুবকের অস্বাবাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, আলি আকবর লস্কর (৩৫) নামে ওই যুবক দিনমজুর ছিলেন। ঘটনার রাতে তিনি কীটনাশক খান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ক্যানিং মবৃহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
ইমারতি দ্রব্যের দোকানে হানা দিয়ে নগদ টাকা-সহ কয়েক হাজার টাকার যন্ত্রাংশ লুঠ করল দুষ্কৃতীরা। দোকানের মালিকের দাবি, নগদ কয়েক হাজার এবং প্রায় ৩০ হাজার টাকার যন্ত্রাংশ লুঠ হয়েছে। সোমবার রাতে বসিরহাট থানার দণ্ডিরহাট এলাকার ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
জোর করে কালীপুজোর চাঁদা আদায়ের অভিযোগে মঙ্গলবার ১০ জন গ্রেফতার হল। পুলিশ জানায়, কিছু দিন ধরে বারুইপুর-ক্যানিং রোডে ধৃতেরা গাড়ি থামিয়ে চাঁদা তুলছিল। |