টুকরো খবর |
ট্রেনের তলায় মা, প্রাণে বাঁচল ৩ মাসের শিশুকন্যা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
|
ছবি: দেবরাজ ঘোষ। |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক বধূর। কিন্তু তার সঙ্গে থাকা তিনমাসের শিশুকন্যাটি প্রাণে বেঁচে গেল এক রেলকর্মীর তৎপরতায়। মঙ্গলবার বিকেলে দক্ষিণপূর্ব রেলের খড়্গপুর-টাটানগর শাখার ঝাড়গ্রাম ও গিধনি স্টেশনের মাঝে ঝাড়গ্রামের ঝাড়াগেড়িয়া এলাকার ঘটনা। রেল পুলিশ জানায়, মৃত বধূর পরিচয় জানা যায় নি। তবে রেল পুলিশের অনুমান, শিশুটিকে নিয়ে আত্মহত্যা করার জন্য ডাউন লাইনে খড়্গপুরগামী একটি মালগাড়ির সামনে ঝাঁপ দেন তিনি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর। রেল লাইনের পাশে ছিটকে গিয়ে চোট পায় শিশুটি। ওই সময় ক্ষীরোদকুমার সর্দার নামে বছর পঁয়তাল্লিশের এক রেলকর্মী গিধনির দিক থেকে রেল লাইন ধার দিয়ে সাইকেলে ঝাড়গ্রামের দিকে আসছিলেন। ক্ষীরোদবাবু বলেন, “শিশুটিকে নড়াচড়া করতে দেখে কোলে তুলে নিই। উর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোনে বিষয়টি জানাই। দ্রুত শিশুটির চিকিৎসার ব্যবস্থা করতে বলেন কর্তৃপক্ষ।” এরপরই শালুকগেড়িয়া গ্রামে গিয়ে দুধ জোগাড় করে স্থানীয় মহিলাদের সাহায্যে শিশুটিকে খাওয়ান ক্ষীরোদবাবু। তারপর শিশুটিকে নিয়ে যান ঝাড়গ্রাম জিআরপি থানায়। ঝাড়গ্রামের স্টেশন ম্যানেজার যোগাযোগ করেন ঝাড়গ্রাম জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। অ্যাম্বুল্যান্স পাঠিয়ে শিশুটিকে নিয়ে আসেন ঝাড়গ্রাম জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। ক্ষীরোদবাবুও আসেন। শিশুটির কপালে আঘাত লেগেছে। শিশুবিভাগে ভর্তি করানো হয়েছে তাকে। ঝাড়গ্রাম জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুদীপ কাঁড়ার বলেন, “শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।” শিশুটি ও মৃত বধূটির পরিচয় জানার চেষ্টা করছে রেলপুলিশ। |
মহিলা খুন, ধৃত শাশুড়ি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
গৃহবধূকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে ওই বধূর শাশুড়িকে গ্রেফতার করল খেজুরি থানার পুলিশ। যদিও ওই বধূর স্বামী প্রশান্ত পাত্র ও শ্বশুর প্রদীপ পাত্র পলাতক বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, খেজুরির দেখালি গ্রামের গৃহবধূ দুর্গা পাত্র (২৫) গত ২৪ অক্টোবর বিজয়া দশমীর দিন নিখোঁজ হন। তাঁর স্বামী প্রশান্ত পাত্র ২৫ অক্টোবর খেজুরি থানায় নিখোঁজ ডায়েরি করেন। গত সোমবার খেজুরির হলুদবাড়ি গ্রামের একটি ধানক্ষেত থেকে দুর্গাদেবীর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দেখালি গ্রামের কয়েক জন এসে দেহটি শনাক্তও করেন। এরপর পুলিশ দুর্গাদেবীর শ্বশুরবাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর শাশুড়ি রাণুবালাদেবীকে থানায় নিয়ে আসে। প্রথমে রানুবালাদেবী দেহটি দুর্গাদেবীর নয় বলেন। কিন্তু পরে পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন দুর্গাদেবীকে খুন করে দেহটি ধানখেতে প্রমাণ লোপাটের জন্য ফেলে দেওয়া হয়। এরপরই পুলিশ রানুবালাদেবীকে গ্রেফতার করে। |
ধৃত ‘মাওবাদী’র পুলিশ হেফাজত
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ধৃত ‘মাওবাদী’ মঙ্গল মুড়াকে সাতদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল ঝাড়গ্রাম এসিজেএম আদালত। সোমবার সকালে বেলপাহাড়ির বিদরি গ্রামের লাগোয়া জঙ্গল থেকে মঙ্গলকে গ্রেফতার করা হয় বলে পুলিশের দাবি। মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ, খুন, অপহরণ ও হামলা-নাশকতার ২৯টি মামলায় অভিযুক্ত করে মঙ্গলকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে চায় পুলিশ। অভিযুক্তের আইনজীবী দেবনাথ চৌধুরী অবশ্য আদালতে দাবি করেন, তাঁর মক্কেল দীর্ঘদিন মূলস্রোতে ফিরে এসে স্বাভাবিক জীবন যাপন করছিলেন। রাজনৈতিক কারণেই মঙ্গলকে একাধিক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন দেবনাথবাবু। বিচারক প্রিয়জিৎ চট্টোপাধ্যায় মঙ্গলকে সাতদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। |
দুর্ঘটনায় মৃত লরিচালক
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রাস্তার ধারে লরি দাঁড় করিয়ে সামনের চাকা পরিষ্কার করছিলেন চালক। আর তখনই পেছন থেকে একটি ট্যক্সি লরিটিকে ধাক্কা মারায় মৃত্যু হল তাঁর। সোমবার রাতে পূর্ব মেদিনীপুরের তমলুকের নারায়ণদাঁড়ি গ্রামে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃত লরি চালকের নাম সত্যেশ্বর দাস (২৮)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরার পলাশি গ্রামে। ঘটনায় আহত হয়েছেন চার জন ট্যাক্সি আরোহীও। পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৯টা নাগাদ রাজ্য সড়কের ধারে লরি দাঁড় করিয়ে সামনের চাকা পরিষ্কার করছিলেন সত্যেশ্বর। তখনই মেচেদা থেকে তমলুকগামী একটি ট্যাক্সি নিয়ন্ত্রন হারিয়ে লরির পিছনের দিকে ধাক্কা মারে। ট্যাক্সির ধাক্কায় লরিটি আচমকা সামনে এগিয়ে যাওয়ায় লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় চালক সত্যেশ্বর। আহত হয় ট্যাক্সি আরোহী চারজনও। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, ট্যাক্সিটিকে আটক করা হয়েছে। |
প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
জেলার রাজমিস্ত্রিদের নির্মাণ কৌশল নিয়ে প্রশিক্ষিত করার উদ্দেশে সোমবার থেকে রামনগর-১ ব্লকে পাঁচদিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। এই শিবিরে জেলার মোট ২৫ জন রাজমিস্ত্রি যোগদান করেছেন। উদ্বোধনে উপস্থিত ছিলেন রামনগর-১ ব্লক উন্নয়ন আধিকারিক তমোজিত চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস প্রমুখ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত রাজমিস্ত্রিদের নির্মল ভারত অভিযান প্রকল্পে ব্লকে ব্লকে সুলভ শৌচাগার গড়ার ক্ষেত্রে পরিকল্পনার দায়িত্ব দেওয়া হবে বলে সংস্থার সূত্রে জানা গিয়েছে। |
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • এগরা |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম প্রশান্ত মান্না (৪৯), বাড়ি এগরার বড়নলগেড়িয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন প্রশান্তবাবু। মঙ্গলবার সকালে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটি পুকুর থেকে সাইকেল-সহ তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতেও। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। |
উদ্বোধনই সার |
|
—নিজস্ব চিত্র |
২০০৪ সালের ১৭ ফেব্রুয়ারি হলদিয়ার সিটি সেন্টারের এই ট্রাক টার্মিনাসের উদ্বোধন করেছিলেন তদানীন্তন হলদিয়া উন্নয়ন পর্ষদের (এইচডিএ) চেয়ারম্যান সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ (বাঁ দিকে)। মাঝে কেটে গিয়েছে আটটা বছর। মঙ্গলবার সেই একই ট্রাক টার্মিনাসের উদ্বোধন করলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলেন এইচডিএ-র বর্তমান চেয়ারম্যান সাংসদ শুভেন্দু অধিকারী। যদিও ট্রাক টার্মিনাসের পরিকাঠামো রয়ে গিয়েছে সেই তিমিরেই (ডান দিকে)। |
|