|
|
|
|
পূর্বে ভোটার তালিকা সংশোধন নিয়ে বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে এসে প্রশাসনিক বৈঠক করলেন বর্ধমান বিভাগের কমিশনার তথা নির্বাচন কমিশনের রোল অবজারভার এইচ রামুলু। এ দিন তমলুক জেলা শাসকের অফিসে এসে রামুলু প্রথমে জেলাশাসক পরভেজ আহমেদ সিদ্দিকি, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) মলয় হালদার-সহ জেলা নির্বাচন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে সর্ব দলীয় বৈঠক করেন। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ সেন, কংগ্রেস নেতা মৃণাল পাল, সিপিএম নেতা শক্তি বেরা, সিপিআই নেতা নিরঞ্জন ঘড়া, আরএসপি নেতা অমৃত মাইতি, ফব নেতা গোপাল মাইতি প্রমুখ নেতৃত্ব। |
|
—নিজস্ব চিত্র। |
এ দিন বৈঠকে ডিভিশনাল কমিশনার বিভিন্ন রাজনৈতিক দলের মতামত শোনার পাশাপাশি রাজনৈতিক দলের তরফে করা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথাও জানান। সর্বদলীয় বৈঠকের পর ডিভিশনাল কমিশনার বলেন, “ভোটার তালিকা কীভাবে নির্ভুল করা যায় তা নিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে। কাজ ভালো ভাবেই এগোচ্ছে।” নির্বাচন কমিশনের তরফে জেলার প্রতিটি বুথে এখন ভোটার তালিকায় নতুন নাম তোলা, সংশোধন, বিয়োজন ও আপত্তি সংক্রান্ত আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলছে। আগামী ৮ নভেম্বর পর্যন্ত প্রতিটি বুথে কর্তব্যরত ডেজিগনেটেড অফিসারের (ডিও) কাছে এই আবেদন জানানোর সময় রয়েছে। আগামী ৫ জানুয়ারী সংশোধিত সংযোজনী ভোটার তালিকা প্রকাশিত হবে। জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের খোঁজ নেবেন বুথ লেভেল অফিসাররা(বিএলও)। |
|
|
|
|
|