ভারত-পাকিস্তান খেলা সব সময়েই চরম উত্তেজনার। সে ক্রিকেট মাঠই হোক বা কবাডির কোর্ট। এক দিকে দুবাইয়ে মাত্র তিন ঘণ্টার মধ্যে শেষ ভারত-পাক ক্রিকেট ম্যাচের টিকিট। চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচ হবে আগামী মার্চে। অন্য দিকে পাকদের বিরুদ্ধে কবাডির কোর্টে ভারতীয় খেলোয়াড়দের ওয়াক-আউট ঘিরে নাটক লাহৌরে।
এশীয় কবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল প্রতিবাদে ম্যাচ ছেড়ে দিয়ে মাঠ থেকে বেরিয়ে যায় মঙ্গলবার। তবে লাহৌরের পঞ্জাব স্টেডিয়ামে এ দিন ভারতীয় দলের রোষের কারণ পাকিস্তান নয়। বরং চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচে রেফারি ভারতীয় কবাডি দলের কোচকে শাস্তি দেওয়ার প্রতিবাদে ভারতীয় দল ওয়াকআউট করে। ওই সময় পাকিস্তান ৪০-৩১ পয়েন্টে জিতছিল। ভারত খেলা চালিয়ে যেতে অস্বীকার করায় পাকিস্তান বিজয়ী ঘোষিত হয়। গোটা স্টেডিয়াম আনন্দে মেতে ওঠে। তার আগে মাঠের ভেতর ঢুকে আসার জন্য ভারতীয় কোচ গুরমেল সিংহকে রেফারি হলুদ কার্ড দেখান। দু’বার রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভারতীয় কোচ মাঠে ঢুকে পড়ায় খেলা থেমে যায়। তৃতীয় বার অনুরূপ ঘটনা ঘটলে পাকিস্তানি খেলোয়াড়রাও ভারতীয় কোচের এমন কাজের প্রতিবাদ করেন। এই সময় রেফারি গুরমেলকে হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বলায় ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে তাঁর বচসা বাঁধে। এর পরই রেফারির আচরণের প্রতিবাদে আর খেলতে অস্বীকার করে ভারতীয় দল ওয়াকআউট করে। ভারত-পাক যে কোনও খেলায় এ ধরনের ঘটনা বিরল। |