টুকরো খবর
স্পিন সামলাতে দ্রাবিড়ের ‘দ্বারস্থ’ কুকের ইংল্যান্ড
বদলার সিরিজের প্রস্তুতিতে ইংল্যান্ড দ্বারস্থ রাহুল দ্রাবিড়ের। মানে ‘দ্য ওয়াল’-এর ব্যাটিংয়ের। ইংল্যান্ডের মাঠে ০-৪ দুরমুশ হওয়ার বদলার সিরিজ হিসেবে দেখা হচ্ছে দেশের মাঠে ভারতের আসন্ন ইংল্যান্ড টেস্ট সিরিজকে। এবং ইংল্যান্ড শিবিরও মনে করছে, ঘূর্ণি উইকেটে ফেলা হবে তাদের ব্যাটিংকে। তাই দ্রাবিড়ের ব্যাটিং-ভিডিও দেখে ভারতীয় উইকেটে স্পিন আক্রমণের বিরুদ্ধে সাফল্যের রেসিপি খুঁজছেন কুক-পিটারসেনরা। ইংল্যান্ড মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়ান বেল বলেন, “আমরা দ্রাবিড়ের ব্যাটিংয়ের ভিডিও দেখে আরও ভাল ভাবে শেখার চেষ্টা করছি যে, কী ভাবে স্পিনের বিরুদ্ধে ও খেলত। পায়ের নড়াচড়া কী ভাবে করত। ক্রিজ ব্যবহার করে বলের টার্ন নির্বিষ করে দিত। পাল্টা স্পিন বোলিংকে আক্রমণ করত।” ইংল্যান্ডের কিপার-ব্যাটসম্যান ম্যাট প্রায়র আবার জানাচ্ছেন, বৃহস্পতিবার থেকে হরিয়ানার বিরুদ্ধে তিন দিনের শেষ প্রস্তুতি ম্যাচের আগে এ দিন ইংল্যান্ড ব্যাটসম্যানরা নেটে স্পিনারদের বিরুদ্ধে মূলত সুইপ শট প্র্যাক্টিস করেছেন। প্রায়রও স্পিনের বিরুদ্ধে দ্রাবিড়ের ব্যাটিংয়ের উদাহরণ টেনে বলেছেন, “সুইপ মারাটা সেই ব্যাটসম্যান একজন স্পিনারকে কী ভাবে খেলছে তার উপর নির্ভর করে। স্পিনকে বশে আনতে যদি ব্যাটসম্যান সুইপ শটে স্বচ্ছন্দ বোধ করে তা হলে বেশি করে ওই শট মারতেই পারে। দ্রাবিড়কে যে রকম অনেক ক্ষেত্রে করতে দেখা যেত।” সোজা কথায়, ভারতের প্রাক্তন মহাতারকার ব্যাটিংয়ের ভিডিও-দর্শনেই ইংরেজ ব্যাটসম্যানরা ভারত সফরে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ভাল খেলার পাঠ নিচ্ছেন।

ছোট ক্লাবগুলোর বিদ্রোহী জোটে লিগ ঘিরেই ধোঁয়াশা
কলকাতা লিগের ছোট ক্লাবগুলো হঠাৎই জোট বাঁধল। তাদের অভিযোগের আঙুল আইএফএ-র লিগ পরিচালনার দিকে। তারা এতটাই সোচ্চার যে, কলকাতা লিগ হওয়া নিয়েই দেখা দিতে পারে জটিলতা। ইস্টবেঙ্গল-মোহনবাগান-প্রয়াগকে বাদ দিয়েই তৈরি হয়েছে এই গোষ্ঠী। তবে মঙ্গলবার তাদের সভায় হাজির ছিল না অন্য কয়েকটি ক্লাবও। মহমেডান, পুলিশ এসি, আর্মি একাদশ, পোর্ট ট্রাস্ট ও টালিগঞ্জ অগ্রগামী। এ দিন ম্যাচ থাকায় আসেনি জর্জ টেলিগ্রাফ। জোটের অসন্তোষ লিগ শেষ হতে দেরি হওয়া নিয়ে। প্রতিবারই যে সময়ের মধ্যে লিগ শেষ হবে বলে তাদের জানানো হয় তার থেকে আরও পিছিয়ে যায়। ফলে বিদেশি-সহ সব ফুটবলারকে দীর্ঘ দিন ধরে রাখতে হচ্ছে তাদের। যা এই ক্লাবগুলোর পক্ষে খুবই ব্যয়সাপেক্ষ। স্পনসররাও ক্লাবগুলোর পাশে থাকতে চায় না এই বর্ধিত সময়ের জন্য। গতবার টালিগঞ্জ প্রায় সব ফুটবলার ছেড়ে দেওয়ার পর ফের আলাদা খরচ করে ফুটবলার আনতে হয়েছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য। তবে মঙ্গলবার সভার শেষে তাঁরা সরকারি ভাবে কোনও মন্তব্য করেননি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মুখ খুলবেন।

গম্ভীর-আমিই সেরা ওপেনিং জুটি: সহবাগ
গৌতম গম্ভীরের দাবি সমর্থন করলেন তাঁর ওপেনিং পার্টনার বীরেন্দ্র সহবাগ। “ও ঠিকই বলেছে। আমরাই দেশের সেরা ওপেনিং জুটি”, রঞ্জিতে সেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেটমহলকে ইংল্যান্ড সিরিজ শুরুর প্রাক্কালে স্বস্তি দেওয়ার পরের দিন বলেছেন সহবাগ। সঙ্গে যোগ করেছেন, “আমি ফর্মে ফিরলাম, না ফর্মেই ছিলাম সেটা আমি বিচার করার লোক নই। সেটা লোকে বলবে। আমি শুধু জানি, উত্তরপ্রদেশ ম্যাচে ভাল ব্যাট করেছি। আশা করছি ইংল্যান্ডের বিরুদ্ধেও ভাল করব।” ইংল্যান্ড সিরিজ নিয়ে তাঁর বিশ্লেষণ, “ওরা ভাল দল, কিন্তু আমরাও ভাল। হাড্ডাহাড্ডি খেলা হবে। তার জন্য আমরা ভালই তৈরি হচ্ছি। ৯ নভেম্বর থেকে কন্ডিশনিং ক্যাম্প।” তবে ০-৪ হারের বদলার সিরিজ হিসেবে আসন্ন টেস্ট সিরিজকে দেখছেন না সহবাগ। “এ সব সংবাদমাধ্যমের প্রচার। আমরা শুধু ভাল খেলে সিরিজ জিততে চাই। স্কোরলাইন নিয়ে আমরা ভাবছি না।” হরভজনের মতো সহবাগও শততম টেস্ট থেকে দু’টো ম্যাচ দূরে। প্রথম দুই টেস্টে চার ওপেনার দলে থাকা নিয়ে সহবাগ বলেছেন, “নির্বাচকরাই এর কারণ বলতে পারবেন। তবে রঞ্জি ম্যাচে চোট পাওয়া আমার আঙুল এখন দারুণ আছে।”

বাংলার বিরুদ্ধে রঞ্জিতে যুবরাজদের নিয়ে ধোঁয়াশা
বাংলার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে পঞ্জাবের হয়ে দুই সিংহের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। যুবরাজ ও হরভজন সিংহ বাংলার বিরুদ্ধে নামবেন কি না, এখনও ঠিক নয়। ১০ নভেম্বর থেকে জাতীয় শিবির শুরু। শুক্রবার থেকে বাংলা বনাম পঞ্জাব ম্যাচ মোহালিতে। আজ বুধবার, সকালে পঞ্জাব রওনা হচ্ছে বাংলা। পঞ্জাব ক্রিকেট সংস্থার কাছে এখনও খবর নেই, যুবরাজরা আদৌ খেলবেন কি না। বাংলা নির্বাচকদের কেউ কেউ আবার খোঁজ নিয়ে জেনেছেন, শিবিরে থেকে ছাড়া পেলে যুবরাজরা ম্যাচটা খেলবেন। বাংলার পনেরো জনের দলে একটাই শুধু বদল। অরিন্দম ঘোষের জায়গায় ঢুকেছেন গীতিময় বসু।

আন্তঃরাজ্য টেবিল টেনিস
ওয়েস্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস আয়োজিত আন্তঃরাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতায় অনূধ্বর্র্ ১২ (মহিলা) বিভাগে দলগত ভাবে দ্বিতীয় স্থান পেল বর্ধমান জেলা। আসানসোলের সৌমি ভট্টাচার্য এবং দুর্গাপুরের তৃষা সেন এই স্থান পেয়েছে।

রবিন জ্যাকম্যানের ক্যানসার
দক্ষিণ আফ্রিকাজাত প্রাক্তন ইংল্যান্ড টেস্ট ব্যাটসম্যান রবিন জ্যাকম্যানের ক্যানসার ধরা পড়েছে। দিন কয়েক আগেই নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মার্টিন ক্রো একই রোগে আক্রান্ত হন। যুবরাজের ক্যানসারকে জয় করে টেস্ট ক্রিকেটেও ফিরে আসার অত্যাশ্চর্য ঘটনা এই দুই প্রাক্তন তারকা ক্রিকেটারকে কতটা সাহস জোগায় সেটাই এখন দেখার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.