অটো মালিকরা এক হারে ভাড়া বাড়িয়েছেন। তৃণমূলের শ্রমিক সংগঠন তা মানতে নারাজ। তারা নয়া ভাড়ার তালিকা প্রকাশ করেছে। এমতাবস্থায়, প্রশাসনিকভাবে ভাড়ার তালিকা প্রকাশের দাবিতে আচমকা অনির্দিষ্টকালের জন্য অটো চলাচল বন্ধ করে দিলেন চালকরা। সোমবার সকালে আলিপুরদুয়ার শহরে ঘটনাটি ঘটেছে। সপ্তাহের প্রথম কাজের দিনে বিনা নোটিসে অটো বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। আলিপুরদিুয়ার অভিভাবক মঞ্চের পক্ষ থেকে মহকুমাশাসকের হস্তক্ষেপ দাবি করা হয়। আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায় বলেন, “অটো ভাড়া বাড়ানো নিয়ে এ দিন শহরে সকালের দিকে অধিকাংশ চালকেরা অটো বন্ধ রাখেন। বুধবার ভাড়া বৃদ্ধির বিষয়ে সমস্ত সংগঠনকে নিয়ে সার্কিট হাউসে সভা ডাকা হয়েছে। অটো চালকদের অটো চালানোর জন্য অনুরোধ করা হয়েছে।” ডুয়ার্স অটো ওর্নাস অ্যান্ড অপারেটরর্স অ্যাসোসিয়েশনের পক্ষে জানানো হয়েছে, ১ নভেম্বর থেকে নতুন হারে ভাড়া নেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী নতুন ভাড়ার তালিকাও প্রকাশ করেন তাঁরা। কিন্তু তৃণমূলের শ্রমিক সংগঠন ওই ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করে। তারা ভাড়ার আলাদা একটি তালিকা চালকদের হাতে তুলে দেয়। অটো চালক সঞ্জীব দাস, অর্জুন বণিকরা বলেন, “অটো চালকদের হাতে মালিকপক্ষ ও তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই রকম ভাড়ার তালিকা রয়েছে। দু-রকম ভাড়া নিতে শুরু করেন চালকেরা। |
এতেই দেখা দেয় বিভ্রান্তি। বিষয়টি নিয়ে বেশ কয়েক যায়গায় চালকদের সাথে যাত্রীদের বচসা হয়। সোমবার সকালে প্রশাসনের তরফে নতুন বর্ধিত ভাড়ার তালিকা প্রকাশের দাবি জানিয়ে অটো চলাচল বন্ধ রাখি। নতুন তালিকা প্রকাশ না করা পর্যন্ত আমরা অটো চালাব না।” ডুয়ার্স অটো ওর্নাস এন্ড অপারেটরস অ্যাসোসিয়েশনের সম্পাদক বাবলু বিশ্বাস জানান, ভাড়া বাড়ানোর এক্তিয়ার মালিক পক্ষের। তিনি বলেন, “সেই অনুযায়ী আমরা নুন্যতম ভাড়া বাড়িয়েছিলাম। তৃণমূলের শ্রমিক সংগঠন বর্ধিত ভাড়ার বিরোধিতা করে আলাদা ভাড়ার তালিকা প্রকাশ করে। এতেই বিভ্রান্তি ছড়ায়।” ওই ঘটনার জেরে আলিপুদুয়ার ডিআরএম চৌপথী, আলিপুরদুয়ার জংশন রেল ষ্টেশন, কোর্ট মোড়, মাধব মোড় আলিপুরদুয়ার চৌপথী সহ বিভিন্ন এলাকায় অটোর জন্য দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতে দেখা যায়। তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি জোয়াকিম বাক্সলা বলেন, “মালিকপক্ষ একতরফা ভাবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মহকুমাশাসকের কাছে দাবি রেখেছি, দ্রুত সমস্ত সংগঠনকে নিয়ে বৈঠক করে নতুন বর্ধিত ভাড়া নির্ধারণ করা হোক। আমাদের সংগঠনের তরফে যে ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছিল তা তুলে নেওয়া হয়েছে। ওই ভাড়ার তালিকা আমরা প্রস্তাব আকারে মহকুমাশাসকের সাথে বৈঠকে পেশ করব।” সিটুর সংগঠন অটো অপারেটর্স ইউনিয়নের জেলা সম্পাদক মোহন মাহাতো জানান, অটোর ভাড়া বাড়ানোর প্রয়োজন রয়েছে। তবে তা প্রশাসনের সাথে আলোচনা করে বাড়াতে হবে। এদিন যে সমস্ত অটো চালকরা গাড়ি চালননি তাঁদের তাঁরা গাড়ি চালতে অনুরোধ করেছেন। |