প্রশিক্ষণ প্রাপ্ত জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীর (এনভিএফ) কর্মীদের আন্দোলনের জেরে ফের এক মাসের জন্য তাঁদের সকলকে কাজে বহাল করল প্রশাসন। মাস দু’য়েক কাজ করানোর পরে নভেম্বর মাসের শুরু থেকে প্রায় ৪০০ জন এনভিএফ কর্মীকে বসিয়ে দেওয়া হয়। কাজ হারিয়ে শুক্রবার তাঁরা পুরুলিয়ায় জেলাশাসকের দফতরে অবস্থানে বসেন। প্রশাসন বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিল।
সোমবার সকালে ফের বাহিনীর কমবেশি ৫০০ জন কর্মী জেলাশাসকের দফতরের সামনে জড়ো হন। এ দিনও অবস্থান শুরু করেন তাঁরা। |
জেলার বিধায়ক তথা রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতোর সঙ্গেও তাঁরা দেখা করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত মন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়নি। পরে প্রশাসনের আধিকারিকরা তাঁদের সঙ্গে আলোচনা করে সবাইকে কাজে বহাল করেন। তাঁরাও অবস্থা তুলে নেন। জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীর কর্মী সংগঠনের সভাপতি দেবদাস দুবে বলেন, “প্রশাসন থেকে আমাদের সকলকেই আপাতত একমাসের জন্য কাজে বহাল করেছে। তাই আমরা এ দিন আন্দোলন তুলে নিলাম।”
অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওই প্রশিক্ষিত এনভিএফ কর্মীদের একমাসের জন্য বহাল করা হয়েছে। এ ছাড়া তাঁরা যাতে নিয়মিত কাজের সুযোগ পান, সেই বিষয়টি দেখার জন্য অসামরিক দফতরের কাছে অনুরোধ জানানো হয়েছে।” শান্তিরামবাবু বলেন, “এনভিএফ কর্মীদের সমস্যার কথা জানি। অসামরিক প্রতিরক্ষা দফতরের মন্ত্রী জাভেদ খানের সঙ্গেও এ ব্যাপারে কথা বলব।” |