টুকরো খবর
ভবিষ্যতে বিষমদে মৃত্যু হলে ক্ষতিপূরণ
বিষমদ খেয়ে দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরে মারা গিয়েছিলেন দেড়শোরও বেশি মানুষ। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর পরেও বিষমদে মৃত্যু হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে এ কথা জানিয়েছে সরকার। সংগ্রামপুরে বিষমদ খেয়ে মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিল রাজ্য সরকার। তা নিয়ে জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। রাজ্যের যুক্তি, ওই ঘটনাকে তারা বড়সড় বিপর্যয় বলেই মনে করেছে। আর এই ব্যাপারে তারা যা করেছে তা ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী। সরকারের মতে, এক বা একাধিক মানুষের কাজে যদি এত মানুষের মৃত্যু হয়, তাদের পরিবার বিপন্ন হয়, তা হলে এই ক্ষতিপূরণ দেওয়া যাবে। হলফনামায় বলা হয়েছে, ডায়মন্ডহারবার আবগারি সার্কেলের পরিধি ৪০০ বর্গ কিমি। অল্প কয়েক জন কর্মী নিয়ে এত বড় এলাকায় বেআইনি মদ তৈরি বন্ধ করা অসম্ভব।

জয়নগরে দোকানে লুঠ
দোকান লুঠপাটের ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর রাতে জয়নগর স্টেশন সংলগ্ন একটি বৈদ্যুতিন জিনিসপত্রের দোকানে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। টিভি, ক্যামেরা ও মোবাইল ফোন লুঠ করে চম্পট দেয় তারা। প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী লুঠ হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন দোকান মালিক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দিনের পর দিন চুরি ও লুঠপাটের ঘটনা ঘটছে। এ নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত। কিন্তু পুলিশ নির্বিকার। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এ দিন কুলপি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাস্তা অবরোধ করা হয়। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয়। জেলার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।”

বাম পঞ্চায়েতে অনাস্থায় জিতে প্রধান তৃণমূলের
সিপিএমের প্রধানকে অপসারিত করে বনগাঁর সুন্দরপুর পঞ্চায়েতে নতুন প্রধান হয়েছেন তৃণমূলের এনায়েত হোসেন মণ্ডল। সোমবার প্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি হয়। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতে আসন সংখ্যা ১৪টি। গত পঞ্চায়েত নির্বাচনে বামেরা ৬টি, তৃণমূল ৬টি, কংগ্রেস ও বিজেপি ১টি করে আসন পেয়েছিল। টসে জিতে প্রধান হয়েছিলেন সিপিএমের শোভন সরকার। এর মধ্যে পরপর তিনটি সাধারণ সভায় অনুপস্থিত থাকায় সম্প্রতি সিপিআইয়ের নিউটন বিশ্বাসের সদস্যপদ খারিজ করে দেন মহকুমাশাসক। এরপরেই তৃণমূল অনাস্থা প্রস্তাব আনে। গত ১৬ সেপ্টেম্বর অনাস্থা ভোটে তৃণমূল জয়ী হয়। বাম সদস্যেরা সেখানে উপস্থিত ছিলেন না।

নামখানায় মৎস্য প্রতিমন্ত্রী
মৎস্যজীবীদের উন্নয়নে রাজ্য সরকার সচেষ্ট বলে জানালেন রাজ্যের মৎস্য প্রতিমন্ত্রী সুব্রত সাহা। সোমবার নামখানা ব্লকের উত্তর চন্দনপিড়ি গ্রামে মৎস্যজীবীদের একটি অনুষ্ঠানে আসেন তিনি। এলাকার ফিশারিগুলির অবস্থা সর্ম্পকে খোঁজ নেন। মৎস্যজীবীরা তাঁর কাছে পর্যাপ্ত পানীয় জল, রাস্তার দাবি জানান। তিনি এলাকায় দুটি নলকূপ ও উন্নত রাস্তার প্রতিশ্রুতি দিয়েছেন। ডায়মন্ড হারবারের সুলতানপুরে বন্ধ মৎস্যবন্দ ফের চালুর ব্যাপারে চেষ্টা করবেন বলে জানান মৎস্যমন্ত্রী। মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নীলাঞ্জন মাঝি, বিডিও তরুণ মণ্ডল, হরিপুর পঞ্চায়েতের প্রধান ধীরেন দাস, নামখানা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুমারেশ পন্ডা।

আগ্নেয়াস্ত্র উদ্ধার বাসন্তীতে
—নিজস্ব চিত্র।
ধৃত এক দুষ্কৃতীকে জেরা করে রবিবার রাতে বাসন্তীর শিমুলতলা এলাকার একটি মোবাইল টাওয়ারের কাছের মাটি খুঁড়ে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, দু’টি একনলা বন্দুক, দু’টি পাইপগান এবং ১৪টি গুলি উদ্ধার হয়েছে। শনিবার রাতে শিমুলতলা এলাকা থেকেই নিজাম পুরকাইত নামে ওই দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ক্যানিং মহকুমা এলাকায় আগ্নেয়াস্ত্র সরবরাহ-সহ নানা দুষ্কর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে রবিবার আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

কৃতীদের পুরস্কার
মাদ্রাসার কৃতী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দিতে পারলেও প্রবল বৃষ্টিতে সভা প্রায় পণ্ড হল তৃণমূলের। তৃণমূল ছাত্র পরিষদ ব্লক তৃণমূলের তরফে বাদুড়িয়ার রুদ্রপুরে সোমবার সভার আয়োজন করা হয়। ছিলেন প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়, নারায়ণ গোস্বামী, এটিএম আবদুল্লা প্রমুখ।

বাসমতি চালের কালী
ছবি: পার্থসারথি নন্দী।
উচ্চতা, প্রায় ৬ ফুট। হাবরার রাধারানি পার্কের বছর চল্লিশের সোমা সাহা তৈরির এই প্রতিমার পুজো হবে তাঁরই পাড়ার মণ্ডপে। প্রতিমাটি বানাতে প্রায় ৪০ কেজি চাল লেগেছে। কয়েক বছর আগে হস্তশিল্পের প্রশিক্ষণ নিয়েছেন সোমাদেবী। শখ করে বছর তিনেক আগে বানিয়েছিলেন বাঁশের প্রতিমা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.