বন্দর নিয়ে একই দিনে বিক্ষোভ বাম-তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
হলদিয়া বন্দর থেকে পণ্য খালাসকারী সংস্থা এবিজিকে জোর করে সরানোর অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন এসএফআই, ও ডিওয়াইএফআই সমর্থকেরা। সোমবার দুপুরে তমলুকের নিমতৌড়িতে তারা বিক্ষোভ দেখায়। এ দিনই তমলুক শহর তৃণমূল কংগ্রেসের তরফে হলদিয়া বন্দরে এবিজি’র শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে তমলুকের হাসপাতাল মোড় ও নিমতলায় বিক্ষোভ সভা করা হয়।
প্রায় একই সময়ে তমলুকের মানিকতলায় বাম ছাত্র-যুব সংগঠনের ও হাসপাতাল মোড়ে তৃণমূলের জমায়েত কর্মসূচী থাকায় শহরে চাপা উত্তেজনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বাম ছাত্র-যুব নেতৃত্ব তমলুক শহর থেকে কয়েক কিলোমিটার দূরে নিমতৌড়িতে জমায়েত সরিয়ে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। |
|
নিমতৌড়িতে ডিওয়াইএফআই জেলা সম্পাদক প্রলয় দাস বলেন, “পুলিশ-প্রশাসনের অনুমতি নিয়ে দুপুর ২টোয় ছাত্র-যুব সংগঠনের তরফে মানিকতলায় আমাদের সমর্থকদের জমায়েত হওয়ার কথা। সেখান থেকে পদযাত্রা করে বিকেল সাড়ে ৪টেয় জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচী ছিল। কিন্তু তৃণমূল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রায় একই সময়ে শহরের হাসপাতাল মোড়ে জমায়েত কর্মসূচী নেয়।” তাঁর অভিযোগ, “জেলাশাসকের দফতরে যাওয়ার পথে আমাদের পদযাত্রায় বাধা দিয়ে গোলমাল বাধানোর পরিকল্পনা নিয়েছিল তৃণমূল। সংঘাত এড়াতেই তমলুক শহরের বদলে নিমতৌড়িতে জমায়েত কর্মসূচী স্থানান্তর করা হয়।” এসএফআইয়ের জেলা সম্পাদক পরিতোষ পট্টানায়েকও বলেন, “হলদিয়া বন্দর কাণ্ড-সহ পেট্রোল, ডিজেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচীর জন্য আগাম পুলিশি অনুমতি থাকা সত্বেও শহরের হাসপাতাল মোড়ে তৃণমূলের জমায়েত ও মিছিলের কর্মসূচীর খবর পাই। গোলমাল এড়াতে আমরা জমায়েতের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিই। জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচী বাতিল করা হয়।”
তৃণমূলের তমলুক শহর সভাপতি দিব্যেন্দু রায় অবশ্য সিপিএমের ছাত্র-যুব সংগঠনের এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “হলদিয়া বন্দরে এবিজি সংস্থার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে দুপুর ১টায় হাসপাতাল মোড় ও বিকেলে নিমতলায় আমাদের পথসভার কর্মসূচী নেওয়া হয়েছিল। পুলিশের অনুমতিও ছিল। এর সঙ্গে বাম ছাত্র-যুব সংগঠনের কর্মসূচীতে বাধার কোনও প্রশ্ন নেই। ওঁদের কর্মসূচীতে লোকজন না আসায় এসব মিথ্যা অভিযোগ তুলছে।’’ পুলিশ জানিয়েছে, ডিওয়াইএফআই ও এসএফআই সমর্থকদের বিকেল ৪টেয় জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচীর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মানিকতলায় জমায়েতের কোনও কর্মসূচী ছিল না। বাম ছাত্র-যুব সংগঠনের স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচীর জন্য দুপুর থেকে জেলাশাসকের দফতরের সামনে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে। তবে কেউ আসেনি। তৃণমূল অবশ্য পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী হাসপাতালমোড়ে ও বিকেলে নিমতলায় পথসভা করে। |
|
এ দিন দাঁতনেও হলদিয়ায় শিল্প বাঁচানোর দাবিতে মিছিল ও পথসভা করে ডিওয়াইএফআই। সংগঠনের দাঁতন ১ জোনাল কমিটির পক্ষ থেকে সোমবার এই সভা করা হয়। সংগঠনের কার্যালয় থেকে সরাইবাজার পর্যন্ত মিছিল চলে। পরে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, সঠিক বিল পাঠানো-সহ কয়েকটি দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ দফতরের দাঁতন শাখায় স্মারকলিপিও জমা দেয় তারা।
|
তমলুকে দু’দলের জমায়েত। ছবি: পার্থপ্রতিম দাস। |
|