এক দশকের মধ্যে চলতি অর্থবর্ষেই সম্ভবত সবচেয়ে ঢিমেতালে এগোবে ভারতীয় অর্থনীতি। যার জেরে বৃদ্ধির হার নেমে আসতে পারে ৫.৫-৬ শতাংশে।
এই ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী পি চিদম্বরমই। এখানে জি-২০ বৈঠকে যোগ দিয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থনীতির এই ম্লান ছবিই তুলে ধরলেন তিনি। এর আগে তা সর্বশেষ ৬ শতাংশের নীচে নেমেছিল ২০০২-’০৩ অর্থবর্ষে। সে সময়ে বৃদ্ধির হার দাঁড়িয়েছিল সাকুল্যে ৪%।
কেন্দ্রের এ পর্যন্ত দাখিল করা হিসাব অনুসারেও এই বৃদ্ধির হার ৬ শতাংশের আশেপাশেই থাকার কথা।
আন্তর্জাতিক অর্থভাণ্ডারের হিসেবে পরিস্থিতি আরও ঘোরালো। তাদের পূর্বাভাস, ২০১২ সালে আর্থিক বৃদ্ধি নামতে পারে ৪.৯ শতাংশে। যদিও আগে তারা ৬.১% বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, বিশ্ব মন্দার প্রভাব, ভারতে দ্রুত আর্থিক সংস্কার রূপায়ণে সরকারের টালবাহানা এবং সর্বোপরি দেশের কিছু অংশে খরা পরিস্থিতিই চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধিকে টেনে নামাচ্ছে। তবে ভারতের অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী চিদম্বরম। তিনি বলেছেন, ২০১৩-’১৪ অর্থবর্ষেই কিছুটা ঘুরে দাঁড়াবে ভারত। বৃদ্ধি পৌঁছবে ৭ শতাংশে। ২০১৪-’১৫ সালে ৮% বৃদ্ধির হার ছোঁয়া সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। তবে এই মুহূর্তে মূল্যবৃদ্ধিকেই বড় সমস্যা হিসাবে চিহ্নিত করেছেন অর্থমন্ত্রী। তাঁর মতে, সেপ্টেম্বরে সার্বিক মূল্যবৃদ্ধি ৭.৮ শতাংশে পৌঁছনো যথেষ্ট উদ্বেগের। যা কিছুতেই মানা যায় না। |