টুকরো খবর
দেশে চায়ের চাহিদা বাড়াতে নয়া বিপণন কৌশলের খোঁজ
ব্রিটেন কিংবা আয়ার্ল্যান্ড তো দূর অস্ৎ। মাথাপিছু চা পানের হিসেবে পড়শি পাকিস্তানের থেকেও পিছিয়ে ভারত। দেশের বাজারের এই ছবি বদলাতে এ বার সচেষ্ট চা শিল্প। বিজ্ঞাপন-বিপণন-ব্র্যান্ডিংয়ের কোন নতুন মন্ত্রে চায়ের চাহিদা বাড়ানো যায়, তা খুঁজে বার করাকেই পাখির চোখ করছে তারা। ৭ নভেম্বর থেকে গোয়ায় ৩ দিনের আন্তর্জাতিক চা সম্মেলনের আয়োজন করছে দ্য কনসাল্টেটিভ কমিটি অফ প্ল্যান্টেশন অ্যাসোসিয়েশন্স (সিসিপিএ)। সম্প্রতি সাংবাদিক বৈঠকে সিসিপিএ-র অন্যতম কর্তা অরুণ সিংহ, অশোক ভার্গব, মনোজিৎ দাশগুপ্ত প্রমুখ জানান, চাহিদা বাড়ানোর বিপণন কৌশল খোঁজাই সম্মেলনের অন্যতম লক্ষ্য। সেখানে নতুন বাজার খোঁজার পাশাপাশি আঁচ করার চেষ্টা হবে নয়া প্রজন্মের ক্রেতাদের পছন্দ। যাতে তার সঙ্গে সাযুজ্য রেখে বিপণন কৌশল ঠিক করতে পারে চা সংস্থাগুলি। সম্মেলনের অন্যতম কর্তা সুজিত পাত্রের দাবি, কেউ দিনে এক কাপ বেশি খেলেই চায়ের চাহিদা বাড়বে প্রায় ৫০০ গ্রাম। সে ক্ষেত্রে সার্বিক ভাবে দেশে চাহিদা বাড়বে প্রায় ২ কোটি কেজি। এই সম্ভাবনা মাথায় রেখেই বিপণন কৌশল ঠিক করার উপর বাড়তি জোর দিচ্ছে চা শিল্প।

আরও ৫৫০ কোটি রাজ্যে বিনিয়োগ অম্বুজা সিমেন্টের
এ রাজ্যে নতুন করে ৫৫০ কোটি টাকা লগ্নি করছেন অম্বুজা সিমেন্ট কর্তৃপক্ষ। এর মধ্যে সাঁকরাইলে তাদের দ্বিতীয় প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পে খরচ করা হচ্ছে ৩২৫ কোটি। ব্যান্ডেল তাপবিদ্যুৎ প্রকল্পের কাছেও ৮০ একর জায়গা তারা কিনেছে। সেখানে খরচ হবে ২২৫ কোটি টকা। এই প্রকল্পের কাজ শেষ হলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে প্রায় ৫৬০ জনের কর্মসংস্থান হবে এবং ৯০ লক্ষ টন সিমেন্ট তৈরি হবে বলে সোমবার দাবি করেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু বলেন, প্রকল্পের জন্য ইতিমধ্যেই পরিবেশ দফতরের ছাড়পত্র মিলেছে। আরও দু’টি বড় শিল্প গোষ্ঠীও রাজ্যে আসবে। দুই সংস্থার আধিকারিকরা দেখা করে গিয়েছেন। তবে মন্ত্রী শিল্পগোষ্ঠীগুলির নাম জানাতে চাননি।

জানুয়ারি থেকে নয়া চেক লেনদেন ব্যবস্থা
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে চেক লেনদেন ব্যবস্থা ঢেলে সাজছে সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক। নয়া ব্যবস্থায় পুরনো চেক ১ জানুয়ারি থেকে আর বৈধ থাকবে না। চালু হবে সিটিএস বা চেক ট্রাঙ্কেশন সিস্টেম, যার মাধ্যমে অনলাইনে দ্রুত ক্লিয়ারিং সম্ভব হবে। অন্য শহর বা ভিন্ রাজ্যের চেক লেনদেনেও বাড়তি সময় লাগবে না। অথচ চেকটি পৌঁছে দিতে হবে না সংশ্লিষ্ট ব্যাঙ্কে। স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, ১ জানুয়ারি থেকে তারা পুরনো চেক নেবে না। নতুন চেকবই ইস্যুর নির্দেশও দিয়েছে তারা। এইচডিএফসি ব্যাঙ্ক সূত্রে দাবি, ২০১১-র অগস্টের পর সব চেক শীষর্র্ ব্যাঙ্কের বেঁধে দেওয়া মান অনুযায়ীই ইস্যু করা হয়েছে। না নিয়ে থাকলে, নয়া চেকবই ৩১ ডিসেম্বরের মধ্যে নিতে বলেছে তারা।

নিলাম থেকে সরলো টাটা টেলি
সিডিএমএ প্রযুক্তির স্পেকট্রামের নিলাম থেকে সরে এল টাটা টেলিসার্ভিসেস। ফলে ওই নিলামে অংশ নিচ্ছে না আর কোনও সংস্থাই। টাটা টেলির একটি সূত্রের দাবি, ওই ৮০০ মেগাহার্ৎজ স্পেকট্রামের ন্যূনতম দর অত্যন্ত চড়া। ফলে ব্যবসা লাভজনক হবে না। সেই কারণেই নিলামে অংশ নেওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েও তা ফিরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত। তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সংস্থার মুখপাত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.