একটি ট্রেলার বিকল হয়ে পড়ায় দিনভর ব্যাপক যানজট তৈরি হল মোরগ্রাম-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে। রবিবার গভীর রাতে সিউড়ির আবদারপুর রেল গেটের কাছে যানটি বিকল হয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, পণ্যবাহী ওই ট্রেলার দুবরাজপুর থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল। রাত আড়াইটে নাগাদ ট্রেলারটি বিকল হয়ে আবদারপুরে আটকা পড়ে। ওই ঘটনায় জাতীয় সড়কে পরপর গাড়ি থেকে যায়। ঘণ্টাখানেক চলাচল বন্ধ থাকার পর ট্রেলারটিকে কোনও ভাবে সামান্য সরিয়ে রাস্তার এক দিক দিয়ে কোনও রকমে গাড়ি পারাপার করানো হচ্ছে। সোমবার বিকেল পর্যন্ত ট্রেলারটিকে না সরাতে পেরে ওই সড়কে যান চলাচল চরম সঙ্কটে পড়ে। |
পরে সিউড়ি থানার আইসি সুমোহন রায়চৌধুরি বলেন, “পানাগড় থেকে ক্রেন নিয়ে ব্যবস্থা হচ্ছে। আশা করা যাচ্ছে মঙ্গলবার সকালের মধ্যে জাতীয় সড়কে এখন যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”
অন্য দিকে, পাশাপাশি দু’টি চারচাকা গাড়ি বিকল হয়ে যাওয়ায় সোমবার সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে রইল সাঁইথিয়া-সিউড়ি রোডেও (ভায়া ইটেগড়িয়া)। ঘটনাটি সাঁইথিয়ার মাঠপলশার কাছে ঘটেছে। এ দিন দুপুর পর্যন্ত রাস্তা থেকে গাড়ি দু’টিকে সরানো যায়নি। ফলে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ায় ওই রাস্তা নিয়েও দীর্ঘ ক্ষণ দুর্ভোগে পড়েন বাসিন্দারা। স্থানীয় মানুষের দাবি, বেহাল রাস্তার জন্য এমন ঘটনা প্রায়ই ঘটে। পরে ওই গাড়ি দু’টি সরিয়ে ফেলা হয়। জেলা পূর্ত দফতর অবশ্য আগেই জানিয়েছে, কালীপুজোর পরই ওই রাস্তাটি সংস্কার করা হবে। |