টুকরো খবর
নির্মাণ নিয়ে বিতর্ক
পূর্ব প্রতিশ্রুতি মত শৌচালয় নির্মাণের দাবিতে তৃণমূল পরিচালিত বনহাট পঞ্চায়েতের বিরুদ্ধে স্মারকলিপি দিল বিজেপি। এছাড়াও তারা ইন্দিরা আবাস প্রকল্প, বার্ধক্যভাতা প্রভৃতি বিষয়ে দুর্নীতির অভিযোগও করেছে। বিজেপি নেতৃত্বের দাবি, ২০০৯ সালে নিবিড় স্বাস্থ্যবিধান প্রকল্পের আওয়ায় প্রতিটি বাড়িতে শৌচাগার করে দেওয়ার জন্য পরিবার কিছু ৩০০ টাকা নিয়েছিল পঞ্চায়েত। এখনও পর্যন্ত ওই প্রকল্প অসম্পূর্ণ। বর্তমানে ওই প্রকল্পের জন্যই পঞ্চায়েত থেকে পরিবার পিছু ৯০০ টাকা চাওয়া হচ্ছে। এই বিষয়ে বনহাট পঞ্চায়েতের তৃণমূল প্রধান ছায়া দাস বলেন, “প্রকল্পের পরিবর্তন হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। পুনরায় নতুন প্রকল্পের মাধ্যমে উপভোক্তা পিছু ৯০০ টাকা নিয়ে শৌচাগার নির্মাণ করা হবে। আগের সংগৃহীত টাকা জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী খরচ করা হবে।” তিনি তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “প্রকল্পের পরিবর্তন হয়েছে। উপভোক্তা পিছু ৯০০ টাকা দেওয়া হবে। এরপর সরকার ভতুর্কি দিয়ে শৌচাগার নির্মাণ করবে।”

কর্মী সম্মেলন
আগামী পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে নানুরের মাধপুর হাইস্কুল প্রাঙ্গণে কর্মী সম্মেলন করল কীর্ণাহার ২ নম্বর অঞ্চল তৃণমূল। সোমবার সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ব্লক কার্যকরী সভাপতি অশোক ঘোষ, নানুরের বিধায়ক গদাধর হাজরা, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ। অন্য দিকে, ওই একই উদ্দেশ্যে রবি ও সোমবার রামপুরহাট ২ ব্লকের ফরওয়ার্ড ব্লক কর্মী সম্মেলন হল তারাপীঠে। রবিবার তারাপীঠ পুলিশ ফাঁড়ির সামনে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন দলের রাজ্য নেতৃত্ব নরেন চট্টোপাধ্যায়, ভক্তিপদ ঘোষ, রেবতীচরণ ভট্টাচার্য, দীপক চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন দলের বীরভূম জেলা সহসভাপতি নিতাই মাল-সহ জেলা নেতৃত্ব। সমাবেশে বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ করে পঞ্চায়েত নির্বাচনের জন্য দলের কর্মীদের ঐক্যবদ্ধ হতে বলেন।

দুর্ঘটনায় জখম
সাইকেলে ধাক্কা মেরে পালানোর সময় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন একটি গাড়ির চালক এবং দুই সাইকেল আরোহী-সহ মোট তিনজন। সোমবার ঘটনাটি ঘটেছে সদাইপুর থানা এলাকার মুড়োমাঠের কাছে, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাক দুই সাইকেল আরোহীকে ধাক্কা মেরে সিউড়ির দিকে পালানোর সময় উল্টো দিক থেকে আসা অপর একটি ট্রকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনজন জখম হন। তাঁদেরকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রাক দু’টিকে অটক করা হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মুরারই থানার পঞ্চহড় গ্রামে। মৃতার নাম সবনম বেগম (৩৩)। পারিবারিক অশান্তির জেরে ওই বধূ আত্মহত্যা করেছেন বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। সোমবার রাত পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।

মন্দিরে চুরি
তালা ভেঙে রবিবার রাতে নানুরের কীর্ণাহারে দু’টি মন্দিরে চুরি হয়েছে। একটি ভদ্রকালী ও সন্তোষী মাতার মন্দির থেকে বাসনপত্র, অলঙ্কার, টাকা চুরি গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.