প্রেসিডেন্ট নির্বাচনের আগে আমেরিকাকে নড়িয়ে দিয়েছিল স্যান্ডি। তার ধাক্কা সামলানোর আগেই ফের ঝড় হাজির আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে। মার্কিন আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী, নির্বাচনের পরের দিন অর্থাৎ বুধবারই ওই ঝড়ের আগমন ঘটবে। পুরো রেশ কাটতে কাটতে অন্তত দু’দিন লাগবে তার। মার্কিন আবহবিদেরা জানাচ্ছেন, ওই ঝড়ের গতি হবে ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার। স্যান্ডির দাপটে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে এই ঝড়ের দাপটে ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।
মঙ্গলবার, ৬ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রোমনি। তার পরের দিনই ফের এমন দুর্যোগের আভাস থাকার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে উভয়েরই। সংবাদসংস্থা সূত্রের খবর, স্যান্ডির দাপটে বিদ্যুৎব্যবস্থা ভেঙে পড়ায় এখনও অনেক জায়গা বিদ্যুৎহীন। বেশ কয়েকটি নির্বাচনী কেন্দ্রতে নিষ্প্রদীপ অবস্থাতেই ভোটগ্রহণ হবে।
অক্টোবরের শেষ সপ্তাহে আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে স্যান্ডির আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল জনজীবন। রাস্তাঘাট, গাছপালা যেমন ভেঙে পড়েছিল, তেমনই বিদ্যুৎহীন হয়ে পড়েছিল বিস্তীর্ণ এলাকা। অন্তত ৮০ লক্ষ বাড়ি নিষ্প্রদীপ হয়ে গিয়েছিল বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। ভার্জিনিয়া-সহ কয়েকটি প্রদেশে ফুট তিনেক তুষারের চাদরে ঢেকে গিয়েছিল রাস্তাঘাট, ঘরবাড়ি।
কী হতে পারে এই নতুন ঝড়ের দাপটে?
মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলে ঝোড়ো হাওয়ার দাপটে গাছপালা উপড়ে পড়তে পারে। উপকূল এলাকায় জলপ্লাবন বা ভূমিক্ষয় হতে পারে। ভার্জিনিয়া, নিউ ইংল্যান্ড -সহ কয়েকটি প্রদেশে কয়েক ফুট পুরু তুষারপাতের দেখা মিলতে পারে। তার দাপটেও গাছপালা উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই ঝড়ের প্রভাবে অতিবর্ষণের আশঙ্কা রয়েছে। নিকাশির অবস্থা খারাপ থাকলে বন্যাও হতে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন।
গত কয়েক দিন হল ধীরে ধীরে স্যান্ডির প্রকোপ কাটিয়ে উঠতে শুরু করেছেন বিধ্বস্ত নাগরিকেরা। রবিবার হাড়কাঁপানো ঠাণ্ডা উপেক্ষা করেই গির্জায় প্রার্থনায় গিয়েছিলেন তাঁরা। সেই প্রার্থনা সেরে বেরোতে না বেরোতেই নয়া বিপদের ভ্রুকূটি সামনে এসে দাঁড়িয়েছে তাঁদের। মার্কিন প্রশাসন সূত্রের খবর, নিউ ইয়র্ক সিটির এখনও অনেক বাড়ি বিদ্যুৎহীন। গৃহহীনদের মধ্যে কম্বল বিতরণ করছে প্রশাসন। তবে সাবওয়ে পরিষেবা ফের চলতে শুরু করেছে। যার ফলে যোগাযোগ ব্যবস্থা কিছুটা হলেও উন্নতি হয়েছে। কিন্তু পুরোপুরি স্বাভাবিক হতে এখনও অনেকটা বাকি। স্যান্ডি প্রভাব ফেলেছে প্রেসিডেন্ট নির্বাচনে। এ বার তার পরে নতুন ঝড়ের সতর্কতা সেই প্রভাবকে আরও বাড়াবে বলে অনেকে মনে করছেন। স্যান্ডির দাপটে মারাত্মক ক্ষয়ক্ষতির পরে মার্কিন রাজনীতি বিশেষজ্ঞদের একাংশ প্রশ্ন তুলেছেন, যে দেশ যুদ্ধ করার জন্য হাজার হাজার কোটি ডলার খরচ করতে পারে, তারা ঝড় মোকাবিলা কেন্দ্র কেন গড়ে তুলতে পারল না। বিপর্যয়ের ফলে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রোমনির প্রচারও ধাক্কা খেয়েছে। |