ঝড়ে বিধ্বস্ত আমেরিকা নভেম্বরেও রীতিমতো উত্তপ্ত। কারণ ভোটযুদ্ধের আগে আজই শেষ দিন। আর হোয়াইট হাউসের এই যুদ্ধে প্রতিনিধিত্ব করছেন ছয় ভারতীয় বংশোদ্ভূতও।
বিশেষজ্ঞদের মতে, এঁদের মধ্যে জেতার সব চেয়ে বেশি সম্ভাবনা অমি বেরার। আমেরিকার প্রায় সব দৈনিকই ক্যালিফোর্নিয়ার এই ডেমোক্র্যাট প্রার্থীর জয় দেখতে পাচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকা বলছে, পেশায় চিকিৎসক অমি এ বার জয়ের একেবারে দোরগোড়ায়। |
স্যান্ডি-বিধ্বস্ত নিউ জার্সি থেকে ভোট-যুদ্ধে নামছেন উপেন্দ্র চিবুকুলা। ঝড়ের দাপটে নিউ জার্সি লন্ডভন্ড হয়ে গেলেও, ডেপুটি স্পিকার উপেন্দ্রর গদি কিন্তু মোটেই নড়বড়ে নয়। সে দিক থেকে তুলনায় বেশ দুর্বল ডেমোক্র্যাট জ্যাক উপল। ছ’জন ভারতীয় বংশোদ্ভূতের মধ্যে ক্যালিফোর্নিয়ার এই প্রার্থীকেই সব থেকে পিছিয়ে রাখছেন গবেষকরা। তবে ছয়ের লড়াইয়ে ইতিমধ্যেই ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন অনেকে। এখনও পর্যন্ত মার্কিন কংগ্রেসে দু’জন মাত্র ভারতীয়-মার্কিন রয়েছেন। ১৯৫০ সালে প্রথম হাউস অফ রিপ্রেজেনটেটিভসের সদস্য হন দালিপ সিংহ সৌন্দ। এবং দ্বিতীয় জন হলেন লুইজিয়ানার গভর্নর ববি জিন্দল। এ বার সেই তালিকায় বেশ কিছু নতুন নাম সংযোজন হতে চলেছে, আশাবাদী দু’পক্ষই। |