টুকরো খবর
সিপিএম-তৃণমূল কাজিয়া
১৪ বছর আগে শুরু হওয়া রবীন্দ্র ভবনের উদ্ধোধন নিয়ে কাজিয়া শুরু হয়েছে সিপিএম এবং তৃণমূলের মধ্যে। আজ, শুক্রবার দুপুরে গঙ্গারামপুরে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্ধোধন হচ্ছে। অনুষ্ঠানে তৃণমূল নেতৃত্ব ও বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। অনুষ্ঠান মঞ্চের উল্টো দিকের মাঠে তৃণমূলের তরফে রবীন্দ্রভবন তৈরি নিয়ে দলবাজি ও দুর্নীতির অভিযোগে জনসভার আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সিপিএমের সভাধিপতি মাগদালিনা মুর্মু দাবি করেন, “এটা সরকারি অনুষ্ঠান। কিন্তু ওই অনুষ্ঠান বানচাল করতে একই সময়ে তৃণমূল জনসভা করতে চলেছে।” তৃণমূল জেলা নেতা রতন ঘোষের অভিযোগ, “লক্ষ লক্ষ টাকা খরচ করে রবীন্দ্রভবনটির কাজ সম্পূর্ণ করে উঠতে পারেনি সিপিএম নিয়ন্ত্রিত জেলাপরিষদ। আমরা এর বিরুদ্ধে জনসভা করে প্রতিবাদ সংগঠিত করব।”

এখনও সরেনি বর্জ্য
রায়গঞ্জ জেলা হাসপাতাল চত্বর থেকে চিকিত্সার বর্জ্য ও সাধারণ আবর্জনা বর্জ্য এখনও সরাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিনভর জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন। কিন্তু তার পরেও আবর্জনা সরাতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। গত বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে হাসপাতালের কর্মীরা চিকিৎসার বর্জ্য ও সাধারণ আবর্জনা আলাদা আলাদা করে জমা রাখতে শুরু করেছেন। হাসপাতাল সুপার অরবিন্দ তান্ত্রি বলেন, “কর্মীরা নির্দেশ মতো চিকিৎসার বর্জ্য ও সাধারণ আবর্জনা আলাদা ফেলেছে। কিন্তু জমে থাকা আবর্জনা এদিন সরানো সম্ভব হয়নি। শুক্রবারের মধ্যে সেগুলি সরিয়ে ফেলা হবে।”

জওয়ান-জনতা সংঘর্ষে জখম ৪
সংঘর্ষে জখম গ্রামবাসী। ছবি: রাজা বন্দ্যোপাধ্যায়।
সন্দেহভাজন কয়েক জনকে তাড়া করতে গিয়ে শসা খেতের মধ্যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক জন বিএসএফ জওয়ানের মারপিটের ঘটনা নিয়ে উত্তপ্ত হলদিবাড়ি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর থানার দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের দইখাতা গ্রামে। গোলমালের সময়ে বিএসএফের তরফে শূন্যে ২ রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। মারপিটে ৪ জন গ্রামবাসী ও ১ জন জওয়ান জখম হয়েছেন। সকলেই হলদিবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন। হলদিবাড়ি ব্লক স্বাস্থ্যাধিকারিক তাপস দাস বলেন, আহত জওয়ানের মাথায় চারটি সেলাই হয়েছে। চার গ্রামবাসীর হাতে, পিঠে এবং কোমরে আঘাত লেগেছে। জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য পূর্ণচন্দ্র রায় বলেন, “বছরের এই সময় সকালে হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনে শসা পাঠানোর জন্যে সীমান্ত এলাকায় কাজ হয়ে থাকে। ওই সময়ে শসা খেতে ঢুকে চাষিদের সন্দেহভাজন ভাবাটি ঠিক হয়নি।”

মারধরে ধৃত তিন
ব্লক ভূমি রাজস্ব আধিকারিক উজেন মোক্তানকে মারধরের অভিযোগে তিন জনকে পুলিশ ধরেছে। বৃহস্পতিবার বিএলআরও দফতরের পাশেই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, রামগঞ্জ এলাকায় একটি জমি সংক্রান্ত বিবাদ মহকুমা শাসকের আদালত পর্যন্ত গড়িয়েছে। এক পক্ষ ওই জমির দখল নেওয়ার জন্য বিএলআরও-র কাছে দাবি জানান। বিএলআরও বিষয়টি তাঁর এক্তিয়ারভুক্ত নয় বলে জানিয়ে দেন। এদিন বিএলআরওকে লক্ষ করে ঢিল ছোঁড়া হয়। একদল লোক তাড়া করে এসে ওই আধিকারিককে ধাক্কাধাক্কি করে মারধর করেন বলে অভিযোগ।

বিক্ষোভ ভূমি ও বাস্তুহারা কল্যাণ সমিতির
ছবি: হিমাংশুরঞ্জন দেব।
প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভূমিহীনদের বাড়তি সুবিধা দেওয়ার দাবিতে কোচবিহারে জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখাল ভূমি ও বাস্তুহারা কল্যাণ সমিতি। বৃহস্পতিবার দুপুরে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি পাঠান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.