৭৯ জন ডিলার সাসপেন্ড পুরুলিয়ায়
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
নির্দেশ দেওয়ার পরেও কেরোসিন বণ্টন সংক্রান্ত নথিপত্র দফতরে সময়মতো জমা দেননি ডিলারেরা। তাই পুরুলিয়া মহকুমার ৭৯ জন ডিলারকে সাসপেন্ড করল খাদ্য দফতর। মঙ্গলবারই পুরুলিয়া মহকুমা খাদ্য নিয়ামকের কার্যালয় থেকে এই নির্দেশ জারি হয়েছে। মহকুমা খাদ্য ও সরবরাহ দফতর সূত্রে জানা গিয়েছে, কেরোসিন বণ্টন নিয়ে নানাবিধ অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠছিল। কিছুদিন আগে তাঁদের কিছু দাবি নিয়ে কেরোসিন ডিলারেরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিতে যান। সেই সময় বণ্টন সংক্রান্ত নথিপত্র দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ওই সব ডিলারদের। মহকুমা খাদ্য নিয়ামক অমিত গঙ্গোপাধ্যায় বলেন, “অভিযোগের ভিত্তিতে মহকুমার মোট ২৯৩ জন কেরোসিন ডিলারকে শো-কজ করা হয়েছিল। তাঁদের পাশাপাশি তাঁদের সমস্ত নথিপত্র জমা করতে বলা হয়। অন্য সকলে জমা করলেও ৭৯ জন ডিলার ওই সব নথি জমা করেননি। তাই ধরেই নেওয়া হয়েছে তাঁদের কাছে বণ্টন সংক্রান্ত নথিপত্র নেই। তাই তাঁদের সাসপেন্ড করা হয়েছে।” এ ব্যাপারে ওয়েষ্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা শাখার সম্পাদক নিরঞ্জন মাহাতো বলেন, “সাসপেন্ডের খবর শুনেছি। তবে একসঙ্গে এতজন কেরোসিন ডিলারকে সাসপেন্ড করলে গণবণ্টন ব্যবস্থা ভেঙে পড়তে পারে। বাইরে আছি। ফিরে গিয়ে সাসপেন্ড তুলে নেওয়ার জন্য অনুরোধ করব।” |
মাওবাদী ভেবে ডাকাত ধরলেন না বাসিন্দারা
নিজস্ব সংবাদদাতা • বোরো |
চারটি মোটরবাইকে আসা কাপড়ে মুখ ঢাকা দুষ্কৃতীরা বন্দুক উঁচিয়ে গ্রামের বাসিন্দাদের বাড়ির ভিতর ঢুকে পড়তে হুমকি দিয়েছিল। কয়েকটা পটকাও ফাটিয়েছিল ওরা। এর পর ঘণ্টাখানেক ধরে পড়শির বাড়িতে মারধরের চিৎকার শুনেও মাওবাদীরা হামলা চালিয়েছে, এই ভয়ে বাসিন্দারা ঘর থেকে বের হলেন না। বোরো থানার বান্দোয়ান ঘেঁষা কাল্লাবেড়া গ্রামে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। দুষ্কৃতীরা চলে যাওয়ার পরে পড়শিরা ওই বাড়িতে গিয়ে বছর চল্লিশের চৌমুনি মুর্মু ও তাঁর ছেলে তারকনাথ মুর্মুকে উদ্ধার করে চিরুডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। বৃহস্পতিবার চৌমুনিদেবীর অভিযোগে পুলিশ বান্দোয়ান থানার ডাঙরজুড়ি গ্রামের বাসিন্দা শুনারাম সোরেনকে গ্রেফতার করে। কাল্লাবেড়া গ্রামের বাসিন্দা দেবাশিস মণ্ডল, শুভাশিস মণ্ডলরা বলেন, “রাতের খাওয়াদাওয়া সেরে আমরা অনেকে বাড়ির বারান্দায় গল্পগুজব করছিলাম। হঠাৎ মোটরবাইকে আসা দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে হিন্দি ভাষায় আমাদের বাড়ির ভিতরে ঢুকে পড়তে বলেন। পটকাও ফাটানো হয় মাওবাদীরা হামলা চালিয়েছে ভেবে ভয়ে আমরা বাইরে থাকার সাহস পাইনি।” তাঁরা জানান, পরে ওই বাড়ির ভিতরে গিয়ে দেখি ওঁরা অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। তাঁদের স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়। পুলিশ জানায়, চৌমুনিদেবী তাঁকে ও ছেলেকে মারধর করে বাড়িতে ডাকাতির অভিযোগ দায়ের করেছেন। এক জনকে ধরা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। |
এফআইআর দুই প্রধান শিক্ষকের নামে
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
স্কুলের মিড-ডে মিল ও উন্নয়ন খাতে বরাদ্দ অর্থ খরচের হিসেবে গরমিল এবং দুর্নীতির অভিযোগে রাইপুরের দু’টি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় এফআইআর করলেন বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) দেবপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাইপুর থানায় রাইপুর কৃষ্ণমোহিনী হাইস্কুল ও লাউপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্কুল পরিদর্শক। দেবপ্রসন্নবাবু বলেন, “ওই দুই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড-ডে মিল ও উন্নয়ন খাতে বরাদ্দ অর্থ খরচের হিসেবে ব্যাপক গরমিল এবং দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়া গিয়েছিল। সেই অভিযোগ তদন্ত করে রাইপুর চক্রের অবর স্কুল পরিদর্শক রিপোর্ট দিয়েছেন। রিপোর্টে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ মিলেছে। তারই ভিত্তিতে বৃহস্পতিবার ওই দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।” এ দিন চেষ্টা করেও প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এক প্রধান শিক্ষকের স্ত্রী-র দাবি, “আমার স্বামী এখন বাইরে রয়েছেন। তবে ওঁর নামে যে সব অভিযোগ করা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা। এতে আমাদের সম্মানহানি হচ্ছে।” জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “অভিযোগ সম্পর্কে বিশদে খোঁজ নিয়ে দেখা হবে।” |
অস্ত্র-সহ গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল বড়জোড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত তুফান মণ্ডল, রাজু ধীবর ও আনন্দ ঘোষ বড়জোড়া থানার জয়সিংহপুর, মালিয়াড়া ও ঘুটগোড়িয়ার বাসিন্দা। তাদের কাছ থেকে একটি রিভলবার ও একটি কার্তুজ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে পুলিশের কাছে খবর আসে বড়জোড়া কলেজ রোড এলাকায় কয়েকজন আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। খবর পেয়ে পুলিশ কর্মীরা সেখানে গিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে অতীতেও এলাকায় নানা রকম অপরাধমূলক কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। |
কারখানা বন্ধ
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
মুনাফা না হওয়ার দাবি করে দীপাবলির মুখেই বন্ধ হয়ে গেল বাঁকুড়ার শাখারিপাড়া এলাকার মোমবাতি তৈরির একটি কারখানা। কাজ হারালেন সাত জন কর্মী। কারখানার কর্ণধার রমেশ অগ্রবাল বলেন, “বাজারে মোমের নির্দিষ্ট কোনও দাম নেই। অথচ মোমবাতির দাম বাড়ালে দোকানদাররা মাল কিনতে রাজি হচ্ছেন না। দীর্ঘদিন ধরে লোকসানে চলায় বেশ কয়েক মাস উৎপাদন বন্ধ ছিল। শেষ পর্যন্ত কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিলাম।” |
সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন এসকে বুটা (সিধো-কানহো-বীরসা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন) গঠিত হল বুধবার। সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গৌতম মুখোপাধ্যায়। তিনি বলেন, “ দলমত নির্বিশেষে আমারা এই সংগঠন গড়ে তুলেছি।” |