টুকরো খবর
একাধিক দুর্ঘটনায় বনগাঁয় মৃত ৩
পৃথক তিনটি পথ দুর্ঘটনায় গত দু’দিনে তিনজনের মৃত্যু হল বনগাঁয়। জখম হয়েছেন একজন। পুলিশ জানায় মৃতদের নাম গোপাল ঘোষ (৫০), ছোবাহান মণ্ডল (৪৫) ও সুপ্রিয়া মধু (১৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে পেশায় পুতুলনাচের ব্যবসায়ী গোপালবাবু মোটর সাইকেলে চাকদহ রোড ধরে গোপালনগরের দিকে যাচ্ছিলেন। চালকির কাছে পিছন থেকে একটি মিনি ট্রাক তাঁকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে বলে ঘোষণা করেন। ট্রাকটি আটক করেছে পুলিশ। গোপালবাবুর বাড়ি বনগাঁর শিমুলতলায়। অন্য দুর্ঘটনাটি ঘটে চকচালকি এলাকায়। বৃহস্পতিবার সকালে গোপালনগর হাট থেকে সাইকেলে ছোবাহান সুন্দরপুরে বাড়ি ফিরছিলেন। পিছন থেকে একটি মোটর সাইকেল ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোটর সাইকেল আরোহীও গুরুতর জখম হন। তাঁকে বনগাঁ মহকুমা হাসাপাতালে ভর্তি করা হয়। আর এক দুর্ঘটনায় গাইঘাটা থানার যশোর রোডের পাশে পুলপুকুর এলাকায় ১৪ বছরের সুপ্রিয়া সাইকেলে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। সুপ্রিয়ার বাড়ি নটগ্রাম এলাকায়।

নকল বিদেশি মদ উদ্ধার
নকল বিদেশি মদ বাজেয়াপ্ত করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার গো-চরণে হানা দিয়ে প্রায় ৭০ লিটার নকল বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান জেলার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি। এলাকায় একটি বাড়িতে ওই মদ তৈরি হত। প্রচুর খালি বোতল ও ছিপিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি চোলাই বিক্রি করার অভিযোগে বৃহস্পতিবার ক্যানিংয়ের দাঁড়িয়ায় তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম তপন দাস, ভূতো নস্কর ও মোস্তাফা মিস্ত্রি। ধৃতদের কাছ থেকে ৪০ লিটার চোলাই উদ্ধার হয়। অন্যদিকে, বেআইনি ভাবে দেশি-বিদেশি মদ বিক্রির অভিযোগে বুধবার রাতে দু’জনকে গ্রেফতার করে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ৩৭ লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

চোলাই বিক্রির অভিযোগে ধৃত ৩
চোলাই বিক্রি করার অভিযোগে বৃহস্পতিবার ক্যানিংয়ের দাঁড়িয়ায় তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম তপন দাস, ভূতো নস্কর ও মোস্তাফা মিস্ত্রি। ধৃতদের কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার ১৩ বাংলাদেশি
অবৈধ ভাবে সীমান্ত পেরোনোর অভিযোগে ১৩ জন বাংলাদেশিকে আটক করল বিএসএফ। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় স্বরূপনগরের বিথারি সীমান্তে বিএসএফের ১৫২ ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই বাংলাদেশিদের আটক করে। পুলিশের দাবি, জেরায় ধৃতরা জানায় তারা কাজের খোঁজে দিল্লি যাওয়ার জন্য দালাল মারফত এদেশে ঢুকেছিল। বৃহস্পতিবার ধৃতদের বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

চুরির অভিযোগে ধৃত
বাগদা ব্লক গ্রামীণ হাসপাতাল থেকে মশারি, মোবাইল-সহ বেশ কিছু জিনিসপত্র চুরির অভিযোগে উজ্জ্বল সর্দার নামে এক যুবককে বুধবার রাতে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকের বাড়ি স্থানীয় সর্দার পাড়ায়।

চ্যাম্পিয়ন টাকি রামকৃষ্ণ মিশন
সম্প্রতি বসিরহাটের টাকিতে টাকি এরিয়ান সঙ্ঘের পরিচালনায় ‘দিব্যেন্দু ও তুষার স্মৃতি আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা’ হয়ে গেল। এলাকার ৮টি স্কুল প্রতিযোগিতায় যোগ দেয়। চ্যাম্পিয়ন হয় টাকি রামকৃষ্ণ মিশন। ফাইনালে টাইব্রেকারে তারা ভবনাথ হাইস্কুলকে হারায়। ভাল খেলার জন্য সঞ্জয় মণ্ডল, শুভাশিস বিশ্বাস এবং বিপ্লব দাসকে পুরস্কৃত করা হয়।

সশস্ত্র দুষ্কৃতী গ্রেফতার মিনাখাঁয়
গুলিভর্তি রিভলভার-সহ বুধবার রাতে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ। পুলিশ জানায়, মালঞ্চ এলাকা থেকে ধৃত জাকির খান নামে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে ডাকাতি, তোলাবাজি, অস্ত্র পাচার-সহ নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল জাকির ও তার সঙ্গীরা। জাকির ধরা পড়লেও বাকিরা পালায়।

স্কুলকে দান প্রাক্তন শিক্ষকের
ছাত্রছাত্রীদের পঠনপাঠনে উৎসাহিত করতে স্কুলকে নিজের অবসর জীবনের প্রাপ্য থেকে ৫০ হাজার টাকা দান করলেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দেউলি আরপিকে রসিকচন্দ্র বিদ্যামন্দিরের প্রাক্তন শিক্ষক নির্মলকুমার মণ্ডল। স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই অর্থ ব্যাঙ্কে গচ্ছিত রাখা হবে।

বিভূতিভূষণ স্মরণ
কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ৬৩তম প্রয়াণ দিবস পালিত হল বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গ ইছামতী নদী সংস্কার সহায়তা কমিটির পক্ষে গোপালনগরের বিভূতি স্মৃতিঘাটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিত দাস।

সোনালি সঙ্ঘ জয়ী
সম্প্রতি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ‘বরুণহাট নবযুগ স্বনির্ভর প্রকল্পের পরিচালনায় ১৬ দলের নকআউট ফুটবল হয়ে গেল। স্থানীয় সাগ্নিক সংস্কৃতির মাঠে ফাইনালে হিঙ্গলগঞ্জের ভেটকিয়া সোনালি সঙ্ঘ ১-০ গোলে কাঠাখাল সুন্দরবন সমাজ উন্নয়ন কেন্দ্রকে হারায়।

আত্মঘাতী পুলিশ
খড়দহ থানার পাতুলিয়া প্রান্তিক পল্লীতে আত্মহত্যা করেছেন কলকাতা পুলিশের এক এএসআই-এর। নাম স্বর্ণকমল চটোপাধ্যায় (৩৬)। পুলিশের অনুমান, স্বর্ণকমলবাবু ফিনাইল খেয়ে আত্মহত্যা করেছেন। কলকাতা পুলিশের বন্দর বিভাগে তিনি কর্মরত ছিলেন। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.