আইপিএল সিক্স-এ ১৭৯ ক্রিকেটারের খেলা চূড়ান্ত হয়ে গেল। সংখ্যাটা অবশ্য আরও বাড়বে। ফ্রি-প্লেয়ারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে নিলাম এবং নতুন মুখদের সঙ্গে টিমগুলোর চুক্তি-পর্বের পরে। একই সঙ্গে এ দিন সরকারি ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পুণে ওয়ারিয়র্সের সম্পর্ক ছিন্ন হল। পুণের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের নামের তালিকায় সৌরভের নাম রয়েছে।
তবে যে সব ক্রিকেটারদের রেখে দিল ফ্রাঞ্চাইজিরা, তারা যে পরের আইপিএলে সে সব ফ্রাঞ্চাইজির হয়েই খেলবেন, এমন কোনও নিশ্চয়তা নেই। কারণ, ১৯ নভেম্বর থেকে আইপিএলের ট্রেডিং উইন্ডো খুলে যাচ্ছে। সেই সময় ফ্রাঞ্চাইজিরা নিজেদের মধ্যে প্লেয়ার কেনা-বেচা করতে পারেন। এমনকী সাময়িক বিকল্প হিসাবে যে সব ক্রিকেটারকে সই করিয়েছিল ফ্রাঞ্চাইজিরা, তাদেরও নতুন করে সই করানোর একটা সুযোগ থাকবে।
এ দিন সরকারি ভাবে যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে দেখা যাচ্ছে ডেকান চার্জার্সের ২০ জন ক্রিকেটারকে নতুন ফ্র্যাঞ্চাইজি সান টিভি আপাতত দলে রেখে দিয়েছে। সঙ্গকারা, দুমিনি, ইশান্ত, শিখর ধাওয়ান, পার্থিব, স্টেইন, ক্যামেরন হোয়াইট, অমিত মিশ্র, অভিষেক ঝুনঝুনওয়ালা এঁদের কাউকে ট্রেডিং উইন্ডোর সময় বিক্রি করে না দিলে নতুন ফ্রাঞ্চাইজির হয়েই খেলবেন তাঁরা।
পুণে ওয়ারিয়র্স টিম তালিকায় প্রত্যাশিত ভাবেই সৌরভ নেই। গত বারের দলের ২৪ জন প্লেয়ারকে পুণে রাখল। তাঁদের মধ্যে ক্যানসারকে হারিয়ে মাঠে ফেরা যুবরাজ সিংহ (গত আইপিএলে মারণরোগের সঙ্গে লড়াইয়ে তিনি কোনও ম্যাচ খেলতে পারেননি) যেমন আছেন, তেমনই গত বার জঘন্য ব্যাটিং ফর্মে থাকা রবিন উথাপ্পাও আছেন। তবে এক বছরের চুক্তি থাকায় মাইকেল ক্লার্কের নাম নেই। ক্লাকর্কে অধিনায়ক হিসাবে পাওয়ার জন্য এখন পুণে কী স্ট্র্যাটেজি নেয়, সেটাই দেখার।
গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের মূল দলটাকে ধরে রাখল। ১৯ জন ক্রিকেটারকে শাহরুখ-গম্ভীরের দল আসন্ন মরসুমে রাখছে। এমনকী গত মরসুমে একটাও ম্যাচ না খেলা ব্র্যাড হাডিন, জেমস প্যাটিনসনও বাদ পড়েননি। পুরনো দলের সবচেয়ে বেশি (২৭ জন) প্লেয়ার ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। যে ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে শোনা যাচ্ছিল, তারা এমনকী অধিনায়ক হরভজন সিংহকেও না রাখতে পারে। ভাজ্জি তো বটেই, অমিতোজ সিংহ, পবন সুয়াল, সুশান্ত মারাঠের মতো অজানা নামও রয়েছে সচিন তেন্ডুলকরদের দলের তালিকায়। আগের বারের দলের সবচেয়ে কম সংখ্যক ক্রিকেটার রাখল রাজস্থান রয়্যালস। মাত্র ১৪ জন। তাঁদের মধ্যেও অবশ্য রাহুল দ্রাবিড়ের পাশাপাশি বাংলার শ্রীবৎস গোস্বামীর নামও আছে। |
ছেড়ে দেওয়ার তালিকায় |
কেকেআর: ইরেশ, উনাদকাট। |
পুণে ওয়ারিয়র্স: সৌরভ, গ্রেম স্মিথ, রাইডার, স্টিভ স্মিথ, তামিম। |
চেন্নাই সুপার কিংস: মুকুন্দ, স্টাইরিস, বোলিঞ্জার, বেইলি। |
টিম হায়দরাবাদ: ডারেন ব্র্যাভো, গোনি, ক্রিশ্চিয়ান, জাগ্গি। |
দিল্লি ডেয়ারডেভিলস: ব্রেসওয়েল, সালভি, বেণুগোপাল, ফিঞ্চ। |
কিংস ইলেভেন পঞ্জাব: হ্যারিস, অভিষেক নায়ার, রমেশ পওয়ার, ব্রড। |
মুম্বই ইন্ডিয়ান্স: জেকবস, লেভি, ম্যাককে। |
রাজস্থান রয়্যালস: বোথা, আকাশ চোপড়া, কলিংউড, ওয়েইজ। |
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: কাইফ, ন্যানেস, ল্যাঙ্গভেল্ট। |
|