ত্রিপুরায় প্রচারে জোর সিপিএমের
ভোট এগিয়ে আসছে ত্রিপুরায়। আর তাকেই সামনে রেখে প্রচার-সমাবেশ-সভার উপর আরও জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সিপিএম নেতৃত্ব। রাজ্যস্তরের কেন্দ্রীয় সমাবেশগুলি ডিসেম্বরের মাঝামাঝি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সম্পাদকমণ্ডলী। তারপরেই তৃণমূলস্তরে আরও নিবিড় প্রচারে নামবে দলের কর্মীরা। রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই বিষয়ে বিশদ আলোচনার পর একটি কর্মসূচিও চূড়ান্ত করা হয়েছে।
সম্পাদকমণ্ডলীর বৈঠকের পর আজ দলের রাজ্য সম্পাদক বিজন ধর সাংবাদিকদের জানান, আগামী ৪ নভেম্বর দলের শাখা সংগঠন, ত্রিপুরা তফশিল জাতি সমন্বয় সমিতির কেন্দ্রীয় জমায়েতে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ২৮ নভেম্বর আগরতলায় গণতান্ত্রিক যুব ফেডারেশনের কেন্দ্রীয় সমাবেশ। ৯ ডিসেম্বর সিটুর কেন্দ্রীয় জমায়েত। ১৬ ডিসেম্বর গণতান্ত্রিক মহিলা সংগঠনের কেন্দ্রীয় জমায়েত। এ ছাড়াও, ফেব্রুয়ারির ২০-২১ তারিখে দেশ জুড়ে শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে সিটু, আইএনটিইউসি, বিএমএস-সহ দেশের ১১টি শ্রমিক সংগঠন। সিপিএমের কেন্দ্রীয় কমিটি তাকে সমর্থন করছে। ত্রিপুরাতেও দু’দিনের ধর্মঘট রূপায়ণে দল সক্রিয় ভূমিকা নেবে। বিজনবাবুর মতে, স্বাধীনতার পরে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সমর্থনে এত বড় শিল্প ধর্মঘট আগে হয়নি।
এ দিকে, রাজ্যের ভোটার তালিকায় গরমিল নিয়ে কংগ্রেসের তরফে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে সিপিএম। ঠিক সময়ে রাজ্যে যাতে বিধানসভা নির্বাচন না হয়, তাই নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে রাজ্য কংগ্রেস নেতারা দিল্লিতে দরবার করছে বলে বিজনবাবুর অভিযোগ। তিনি বলেন, কংগ্রেসের এই ‘অপরেশন ভোটার লিস্ট’ অভিযান সফল হবে না।
সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলীর দাবি, নাগরিকদের ভোটার তালিকায় নাম তোলার বিষয়টি নিশ্চিত করতে হবে। চালাকির কাছে নতি স্বীকার করা যাবে না। বিধানসভা ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৫ জানুয়ারি। বিজনবাবু জানান, সম্পাদকমণ্ডলীর বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সরকার, সাংসদ খগেন দাস, বাজুবন রিয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.