টুকরো খবর
টোল গেটে গোলমাল
মাত্রাতিরিক্ত হারে পূর্ত দফতরের একটি সেতু থেকে টোল আদায় কেন্দ্র করে উত্তপ্ত ধুবুরির গোলরগঞ্জের একটি টোল গেট এলাকা। বুধবার গভীর রাতে ধুবুরি জেলার গোলকগঞ্জ থানা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে চিলারায় টোল গেটে ঘটনাটি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকে শূন্যে ৩ রাউন্ড গুলি চালাতে হয়েছে। মাত্রাতিরিক্ত টোল তোলা হচ্ছে অভিযোগ পেয়ে রাতে টোল গেটে হানা দিয়েছিলেন বিধায়ক। তাঁর লোকজনের সঙ্গে টোল সংগ্রহের দায়িত্বে থাকা গোষ্ঠীর গোলমাল বাঁধে। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, গোলকগঞ্জের গদাধর নদীর উপরে পূর্ত দফতরের একটি সেতু রয়েছে। ওই সেতুটির নির্মাণের খরচ এবং দেখভালের খরচ তোলার জন্য টোল সংগ্রহ করা হয়। টেন্ডার ডেকে একটি সংস্থাকে টোল সংগ্রহের বরাত দেওয়া হয়। নিয়ম মতো যানবাহন চলাচলের জন্য সরকারের নির্ধরিত টোল নেওয়ার কথা। অথচ বেশি টাকা টোল সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ। ছোট গাড়ি ট্রাক, বাস পারাপারের জন্য যেখানে ১৮ থেকে ৩৩ টাকার মধ্যে টোল সংগ্রহের কথা সেখানে ট্রাক থেকে ২০০/৩০০ টাকা টোল তোলা হচ্ছে অভিযোগ পেয়ে গোলগঞ্জের বিধায়ক আবু তাহের ব্যাপারি দলবল নিয়ে বুধবার রাতে টোল গেটে হানা দেন। তাঁর কাছে চালকেরাও অভিযোগ জানান। দায়িত্বে থাকা ঠিকাদারের লোকজন তা দেখে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ঢিল ছোঁড়া। উত্তেজিত জনতাকে সরাতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। ঢিলের আঘাতে বিধায়কের সঙ্গে থাকা এক যুবকের মাথা ফেটে গিয়েছে।

শীঘ্রই আরও দায়িত্ব রাহুলকে
দীপাবলীর আগেই রাহুল গাঁধীর পদোন্নতি তথা রাজনৈতিক উত্তরণের কথা ঘোষণা করতে পারে কংগ্রেস হাইকম্যান্ড। দলের সহ- সভাপতি বা কার্যকরী সভাপতির মতো কোনও পদ দিয়ে কংগ্রেসে তাঁকে ‘নম্বর টু’ ব্যক্তির পদ দেওয়া হবে। সেই সঙ্গে সংগঠনে ‘টিম রাহুলের’ প্রতিনিধিত্ব আগের তুলনায় আরও বাড়বে বলে ২৪ আকবর রোড সূত্রে খবর। আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য জনার্দন দ্বিবেদী বলেন, “কংগ্রেসে সনিয়ার গাঁধীর পরেই যে রাহুলের স্থান তা আর বলে দেওয়ার প্রয়োজন নেই।” কংগ্রেস শীর্ষ সূত্রে বলা হচ্ছে, বিষয়টি আরও ভালো করে তুলে ধরা হবে ৪ নভেম্বর রামলীলা ময়দানে কংগ্রেসের সমাবেশে। ৯ নভেম্বর ‘সংবাদ বৈঠক’ নামে একটি ঘরোয়া বৈঠক ডেকেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। হরিয়ানার সুরজকুন্ডে প্রস্তাবিত ওই বৈঠকে কেন্দ্রের সব মন্ত্রী ও ওয়ার্কিং কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, ওই বৈঠকেও রাহুল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।

ভারত নিয়ে আর লিখতে চান না নয়পল

ভারত নিয়ে অনেক লিখে ফেলেছেন, তাই এ নিয়ে ভবিষ্যতে আর লেখার কোনও পরিকল্পনা নেই বলে জানালেন নোবেল-জয়ী সাহিত্যিক ভি এস নয়পল। মুম্বইয়ের এক সাহিত্য উৎসবে তাঁর সারা জীবনের অবদানের জন্য পুরস্কার নিতে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত এই সাহিত্যিক। বুধবার সন্ধ্যায় এক আলাপচারিতায় তিনি জানান, ভারতে তাঁর শিকড়। তাই বরাবরই ভারত সম্পর্কে তিনি আগ্রহী। কিন্তু লেখায় তথ্য জোগাড় করতে বেশ খানিকটা কসরতও করতে হয়েছে, মত তাঁর। তাঁর বাবার জীবন নিয়ে লেখা ‘আ হাউজ ফর মিঃ বিশ্বাস’ নিয়ে প্রশ্ন করা হলে খুব অল্প সময়ের জন্য হলেও বিব্রত নয়পল। স্মৃতি তাড়িত লেখকের গলা বুজে আসে আবেগে। বুধবার অনুষ্ঠানে উঠে আসে পশুপ্রেমী নয়পলের কথা। তাঁর পোষা বেড়াল অগস্টাস আসার পর জীবন কতটা বদলে গিয়েছে, লেখক শুনিয়েছেন সেই গল্পও।

আইএএস পরিচয়ে ধৃত
উত্তরপ্রদেশের মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে এসে গ্রেফতার হলেন এক ব্যক্তি। সৌরভ গর্গ নামের ওই ব্যক্তির দাবি, তিনি ’৯১-এর ব্যাচের আইএএস। কিন্তু ওই ব্যাচেরই অন্যদের নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে পারেননি। এর পরই তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মুখ্য সচিবের অফিস যে তলায় সেখানেই বসেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ধৃতের উদ্দেশ্য কী ছিল, জানতে তদন্ত শুরু হয়েছে।

দোষী অনাবাসী
মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালিয়ে দু’জনকে চাপা দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হলেন অনাবাসী ভারতীয় সৌন্দর্য বিশেষজ্ঞ নুরিয়া হাভেলিওয়ালা। ২০১০ সালের ওই ঘটনায় আহত হন আরও তিন জন।

জাগিরের জামিন
নিজের মেয়েকে খুনের ঘটনায় ধৃত পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বিবি জাগির কউর জামিন পেলেন বৃহস্পতিবার। বারো বছর আগে নিজের মেয়ে হরপ্রীতকে খুন করেন বলে অভিযোগ। সিবিআই তদন্তের পর শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির প্রাক্তন প্রেসিডেন্ট জাগিরের বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা হয়।

নতুন মর্যাদা
আধা সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনীর প্রায় লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী প্রাক্তন সেনাকর্মীর সমতুল্য মর্যাদা পাবেন। প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা সায় দিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। ওই কর্মীদের ‘প্রাক্তন সিপিপি’ (সেন্ট্রাল পুলিশ পার্সোনেল )- মর্যাদা দেওয়া হবে।

কংগ্রেসকে বিঁধলেন মমতা
বিরোধী নেত্রী থাকার সময় কথায় কথায় সিবিআই তদন্ত দাবি করতেন যিনি, মুখ্যমন্ত্রী হিসেবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই এ বার ওই সংস্থাকে ‘কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন’ বলে কটাক্ষ করলেন! ফেসবুকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ইউপিএ-২ সংখ্যালঘু সরকার হওয়া সত্ত্বেও তারা সিবিআই-এর জুজু দেখিয়ে যা খুশি তা-ই করতে পারে বলে মনে করছে! এই অবস্থা চলতে থাকলে দেশে গণতন্ত্রের সর্বনাশ হয়ে যাবে’! মমতা লিখেছেন, ‘একটি সংস্থা হিসেবে সিবিআইয়ের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেও বলছি, যে ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যবহার করা হচ্ছে এবং অযাচিত ভাবে বিভিন্ন রাজ্যে রাজনৈতিক দল ও রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের কাজে লাগানো হচ্ছে, তা কোনও মতেই মেনে নেওয়া যায় না’। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘এ সব ঘটনা প্রমাণ করে, এখন সিবিআই কথার অর্থ কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন’!

প্রধানমন্ত্রীর আর্জি
দীপাবলীতে প্রতি বছরই নানা উপহার পান প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বার তাঁকে উপহার না পাঠিয়ে জাতীয় ত্রাণ তহবিলে দান করার অনুরোধ করলেন প্রধানমন্ত্রী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.