মুরগি খামার সংলগ্ন ঘরে মিলল এক পোল্ট্রি ব্যবসায়ীর মৃতদেহ। মেমারি থানার বিলবাড়ি গ্রামে বুধবার গভীর রাতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতের নাম শাবলু মণ্ডল (৪২)। ওই গ্রামেই তাঁর বাড়ি। তাঁর বাড়ির লোকের অভিযোগ, তাঁকে খুন করে ব্যবসার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ওই ঘটনায় এক তরুণী-সহ দু’জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। যে ঘরে দেহটি মিলেছে, সেখানেই ওই তরুণী থাকতেন বলে পরিবারের দাবি। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ওই তরুণীর সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তাঁরাই খুনে জড়িত বলে সন্দেহ। তাদের সন্ধান চলছে।”
|
মোট ১৬টি পুজো কমিটিকে শারদ সম্মান দিল বর্ধমানের পুলিশ। মণ্ডপ ও আলোকসজ্জা, প্রতিমাসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা-সহ নানা সরকারি নির্দেশিকা মেনে পুজো করার জন্য মোট ৯টি কমিটিকে পুরষ্কৃত করা হয়েছে। বাকি ৭টি কমিটি পেয়েছে বিচারকদের পছন্দের জন্য পুরস্কার। পুরস্কারপ্রাপকদের তালিকায় রয়েছে সবুজ সঙ্ঘ, লাল্টু স্মৃতি সঙ্ঘ, বীরহাটা কালিবাড়ি ট্রাস্ট, প্রজাপতি ব্রহ্মকুমারি, আলমগঞ্জ পুজো কমিটি, পুলিশ লাইন দুর্গোৎসব কমিটি ইত্যাদি।
|
খেলতে-খেলতে কেরোসিন খেয়ে ফেলার জেরে মৃত্যু হয়েছে দেড় বছরের একটি শিশুর। বুধবার সকালে গলসির লোয়া গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃত শিশুটির নাম শেখ সুমন। ঘটনার সময়ে তার মা বাড়িতে ছিলেন না। শিশুটির বাড়ির লোকজন জানান, দুধ মনে করে ঘরের কোনে রাখা কেরোসিনের বোতলের ছিপি খুলে অনেকটা খেয়ে ফেলে শিশুটি। রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
|
ডাম্পারের ধাক্কায় বৃহস্পতিবার মৃত্যু হল এক বধূর। ভাতারের শিবদে গ্রামের কাছে বর্ধমান-সিউড়ি রোডের ঘটনা। মৃতার নাম শেফালি এতবার (৪৫)। ক্ষতিপূরণের দাবিতে বাসিন্দারা প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করেন। পুলিশ ডাম্পারটিকে আটক করলেও চালক পলাতক। |