কয়লা খননের জন্য ঘটানো বিস্ফোরণের জেরে জলে ভরে গিয়েছে অন্ডালের কাজোড়া এরিয়ার জামবাঁধ খোলামুখ খনি। প্রতিবাদে এরিয়া এবং কোলিয়ারির অধিকর্তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সিটু এবং এআইটিইউসি। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর ১টা নাগাদ ওই খোলামুখ খনিতে বিস্ফোরণ ঘটানো হলে জল বেরোতে শুরু করে। সঙ্গে সঙ্গে যন্ত্র এবং কর্মরত চার কর্মীকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে জল বাড়তে থাকে। বৃহস্পতিবার সকালে সিপিএমের বিধায়ক তথা সিটু নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, এআইটিইউসি-র নেতা প্রভাত রায় এবং সিটু নেতা তুফান মণ্ডল বিক্ষোভে নেতৃত্ব দেন। গৌরাঙ্গবাবুর অভিযোগ, “শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কর্তৃপক্ষ। ডিজিএমএস স্তরে তদন্ত দাবি করা হয়েছে।” প্রভাতবাবুর দাবি, “এই ঘটনার ফলে সংলগ্ন সিএল জামবাঁধ ভূগর্ভস্থ খনি ক্ষতিগ্রস্ত হবে। এই জল ওই খনিতে গিয়ে জমা হবে। ভূগর্ভস্থ খনির উপরিভাগে খোলামুখ খনি করায় ওই ভূগর্ভস্থ খনিতে জমে থাকা জল বেরিয়ে আসছে। এই ঘটনাটি ঘটার আগে কর্মরত ওভারম্যান ম্যানেজারকে এখানে কাজ করতে বারণ করেছিলেন। বিপজ্জনক তাও জানানো হয়েছিল।” এরিয়ার জিএম নারায়ণ দাস বলেন, “এটি কোনও বড় ঘটনা নয়। ভূগর্ভে মজুত জল বের করে দেওয়া হয়েছে। পদ্ধতি মেনেই তদন্ত হবে।”
|
রেলের চাকরি দেওয়ার নাম করে টাকা দিয়ে প্রতারণার অভিযোগে এক সিআরপিএফ জওয়ান-সহ তিন জনকে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম রামইকবাল যাদব, বিনোদ কুমার ও বিনোদ চৌরাসিয়া। রামইকবালবাবু সিআরপিএফের ছত্রিশগড়ের দান্তেওয়াড়ার ১২৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ান। অন্য দু’জন প্রাক্তন সিআরপিএফ কর্মী। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, এই তিন জন ডানকুনির এক ব্যক্তিকে রেলে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়। ওই ব্যক্তিকে নিজেদের কুলটি থানার নিয়ামতপুরের বাসিন্দা বলে পরিচয় দেয় তারা। বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরেও চাকরি না হওয়ায় ডানকুনির ওই ব্যক্তি কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি চার চাকার গাড়ি ও রেলে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ শুক্রবার এদের আসানসোল আদালতে তোলা হবে।
|
খোট্টাডিহি প্রজেক্টের ১ নম্বর খনির একাংশে আগুন লাগল বৃহস্পতিবার ভোর রাতে। রাতের শিফটের কাজ শেষ হয়ে যাওয়ায় আগেই বেরিয়ে এসেছিলেন শ্রমিকেরা। ফলে ক্ষতি হয়নি কারও। অন্য দিকে, ঘটনার ভোরের শিফটে আর খনিতে নামেননি শ্রমিকেরা। খবর পেয়ে সকাল থেকেই ইসিএলের একটি দল আগুন নেভাতে খনিতে নামে। যে অংশে আগুন লেগেছে, তা টিন দিয়ে সিল করে দেওয়া হয়। যদিও রাত পর্যন্ত ওই জায়গা থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। ইসিএলের সিএমডির কারিগরি সচিব নীলাদ্রি রায় বলেন, ‘‘স্পন্টেনিয়াস হিটিংয়ের কারণে খনিগর্ভের এক দিকে আগুন লেগেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”
|
বর্ধমান
একাঙ্ক নাটক প্রতিযোগিতা। ক্লাব প্রাঙ্গন। বিকাল ৫টা।
উদ্যোগ: রঞ্জন ক্লাব, বৈদ্যপুর। চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
কাটোয়া
সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রদ্ধাঞ্জলি। মুক্তার বিল্ডিং।
সন্ধ্যা ৭টা। উদ্যোগ: কাটোয়া মহকুমা প্রেস ক্লাব।
কেতুগ্রাম
ফুটবল প্রতিযোগিতা। রসুই। বিকাল ৩টা। উদ্যোগ: তরুণ সঙ্ঘ।
দুর্গাপুর
সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। এমএএমসি মাঠ ও
গ্যামন ব্রিজ। বিকাল ৩টা। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা। |