খেলার টুকরো খবর |
|
সেমিফাইনালে জয়ী কেরারডি আদিবাসী
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবলের একটি মুহূর্ত।
বৃহস্পতিবার দুর্গাপুরের এমএএমসি মাঠে বিশ্বনাথ মশানের তোলা ছবি। |
কেরারডি আদিবাসী কল্যাণ সমিতি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হল কেরকেন ধাওড়া। কেরারডি মাঠে তারা ডিহিকা শুড়িপাড়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে।
|
খেতাব বর্ধমানের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
হাওড়ার মাকড়দহে অনুষ্ঠিত আইএফএ আয়োজিত সারা বাংলা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে খেতাব জিতল বর্ধমান। ফাইনালে তারা বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনির্ভাসিটিকে ১-০ গোলে হারায়। গোলদাতা অনিল কিস্কু। সেমিফাইনালে বর্ধমান রবীন্দ্রভারতীকে ১-০ গোলে হারায়। গোল করেন অনিলই।
|
বাস্কেটবলে রানার্স
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে রানার্স হল বর্ধমানের ছেলেরা। কল্যাণীতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে বর্ধমান মাত্র ১ পয়েন্টে হারে কলকাতার কাছে। ম্যাচের ফল ৩৫-৩৪। সেমিফাইনালে বর্ধমান কল্যাণীকে ১৬-১৩ পয়েন্টে হারায়।
|
বিশ্ববিদ্যালয় টি-২০
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সিএবি আয়োজিত সারা বাংলা আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেটে যোগ দিচ্ছে বর্ধমান। জলপাইগুড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় যোগ দেবে ১০টি বিশ্ববিদ্যালয়। গত বারের রানার্স বর্ধমান সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে ৫ নভেম্বর। যাদবপুর ও বিদ্যাসাগরের ম্যাচের বিজয়ীর সঙ্গে মুখোমুখি হবে তারা। |
|