ওজন কমাতে চান? ভয়ের সিনেমা দেখুন। এক সমীক্ষায় জানা গিয়েছে, আধ ঘণ্টা হাঁটাহাঁটি করলে মানুষ যত ক্যালোরি ক্ষয় করতে পারে, একটা ভয়ের ছবি দেখলেও একই পরিমাণ ক্যালোরি ক্ষয় করতে পারে। গড়ে ১১৩ ক্যালোরি ক্ষয় করাতে পারে একটা ৯০ মিনিটের ভয়ের ছবি। ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দশ জনের ওপর এই সমীক্ষা চালান। বাছাই করা কিছু ভয়ের ছবি দেখানো হয় তাঁদের। এদের মধ্যে সব চেয়ে বেশি ক্যালোরি ক্ষয় করিয়েছে ১৯৮০-র ছবি ‘দি সাইনিং’। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ‘জস’ ও ‘দি এক্সরসিস্ট’। গবেষক রিচার্ড ম্যাকেঞ্জি জানান, ভয়ের ছবি দেখলে অ্যাড্রিনালিন নামের এক হরমোন বেশি পরিমাণে বের হয়। যার ফলে হৃদ্স্পন্দন ও রক্ত চলাচল বেড়ে যায়। আর এতেই ক্যালোরি ক্ষয় হতে থাকে হু হু করে।
|
ক্যানসার হোক বা এইচআইভি, প্রাথমিক পর্যায়েই রোগ ধরার জন্য নতুন এক পদ্ধতি আবিষ্কার করলেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা। তাঁদের দাবি নতুন এই ‘ভিসুয়াল সেন্সর টেকনোলজি’, ব্যবহৃত পদ্ধতিগুলোর থেকে দশ গুণ সস্তা। এবং সহজও বটে। ফলে যে সব দেশে মানুষ ব্যয়সাপেক্ষ হওয়ার জন্য পরীক্ষা করাতে পারেন না, নতুন পদ্ধতিতে তাঁদের উপকার হবে। এতে ‘পি২৪’ নামে একটি বায়োমার্কারের সাহায্যে সহজেই রক্তের নমুনায় সংক্রমণ ধরা যাবে। |