সেবকের করোনেশন সেতু থেকে ঝাঁপ দেওয়ার দু’সপ্তাহ পরেও খোঁজ মেলেনি এক গৃহবধূর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম গৌরী সরকার (৩০)। তাঁর বাড়ি শিলিগুড়ির সুভাষপল্লি এলাকায়। তাঁর খোঁজ না-মেলায় বড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শনিবার ১৩ অক্টোবর সকালে তিনি করোনেশন সেতু থেকে ঝাঁপ দিয়েছিলেন। তার দু’দিন আগে বৃহস্পতিবার ডাবগ্রামের যুবক উত্তম সরকারের সঙ্গে তাঁর বিয়ে হয়। ১২ অক্টোবর শুক্রবার ছিল তাঁর ফুলশয্যা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার মংপং এলাকায় তিস্তার চর থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। প্রথম দিকে ওই দেহ গৌরী দেবীর বলে বাড়ির লোকেরা সন্দেহ করেন। পরে অবশ্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গিয়ে ওই দেহ ভাল ভাবে দেখার পর তা গৌরী দেবীর নয় বলে তাঁর পরিবারের সদস্যরা দাবি করেন। সে কথা পুলিশকে জানিয়ে দেওয়া হয়। সুভাষপল্লির বাসিন্দা গৌরী দেবীর প্রতিবেশী কাঞ্চন দাস বলেন, “গৌরীর দেহ এখনও পাওয়া যায়নি। শনিবার পুলিশ এক মহিলার দেহ উদ্ধার করেছিল। সেটা গৌরীর বলে সন্দেহ করা হয়েছিল। কিন্তু পরে তাঁর পরিবারের সদস্যরা দেহ দেখে নিশ্চিত হয়েছে সেটি গৌরীর নয়।” দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “শনিবার এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। তা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেটি কার দেহ খতিয়ে দেখা হচ্ছে। ওই মহিলার খোঁজে তল্লাশি চলছে।”
|
শ্যালিকাকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে মাটিগাড়া থানার শিবমন্দিরে। ওই মহিলার নাম সবিতা ঝা (৩৭)। তিনি শিবমন্দিরের পুরোহিত তারাকান্তবাবুর মেয়ে। অভিযুক্তের নাম অজয় ঝা। তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “পারিবারিক বিবাদের জেরে ওই ঘটনা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। খুনের কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” শিলিগুড়ির চানাপট্টির বাসিন্দা অজয়ের সঙ্গে কিছুদিন আগে পুরোহিতের ছোট মেয়ে ববিতার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল শুরু হয়। তারাকান্তবাবু পুলিশকে অভিযোগ জানিয়েছেন, এদিন নিজের বাড়িতে স্ত্রীকে মারধর করে শিবমন্দিরে শ্বশুরবাড়িতে যায় ওই যুবক। সেখানে আচমকা ভোজালি বের করে বড় শ্যালিকার পেটে আঘাত করে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
|
সোনার দোকানের কর্মী গোবিন্দ কামতি (৬৩) খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করে অর্থমন্ত্রী পি চিদম্বরমকে স্মারকলিপি দিল সিপিএম। সোমবার শিলিগুড়ি শুল্ক দফতরের কমিশনারের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়। সপ্তাহ দুয়েক আগে সাড়ে ৪ কেজি সোনা নিয়ে কলকাতা থেকে ফেরার পথে এনজেপি থেকে নিখোঁজ হয়ে যান মহাবীরস্থানের একটি সোনার দোকানের কর্মী গোবিন্দবাবু। গোয়েন্দা দফতরের কর্মীরা গোবিন্দবাবুকে খুন করে সোনা লুঠের অভিযোগে শুল্ক দফতরের সুপারিন্টেডেন্ট ওয়াংদি শেরপা সহ ৬ জনকে গ্রেফতার করে।
|
মিষ্টির দোকান থেকে বাড়িতে ব্যবহারের গ্যাস সিলিন্ডার, ওভেন বাজেয়াপ্ত করল আলিপুরদুয়ার পুলিশের দুর্নীতি দমন শাখা। রবিবার লোকশেড মোড়ের একটি দোকানে ওই ঘটনা ঘটেছে।
|
সাত দিন পর অবশেষে উদ্ধার হল আলিপুরদুয়ার থেকে নিখোঁজ যুবকের দেহ। সোমবার কোচবিহারের পুন্ডিবাড়িতে তোর্সা নদীর রেল সেতুর নীচ থেকে পাওয়া যায় দেহটি।
|
ধারালো অস্ত্রের আঘাতে খুন হওয়ায় এক যুবকের দেহ উদ্ধার হল ভার্নাবাড়ি বাগানে। সোমবার সকালে দেহটি বাগানের বন্ধু লাইন এলাকা থেকে উদ্ধার হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহ একজনকে পুলিশ গ্রেফতার করেছে। নিহতের নাম বধুয়া খাড়িয়া (২৮)। ধৃতের নাম রাজেশ লামা। রবিবার সন্ধ্যা বাড়ি থেকে বার হওয়ার পর বুধুয়া নিখোঁজ ছিলেন। রাজেশের সঙ্গে তাঁর বচসা হয় বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।
|
ডুয়ার্সের বন্ধ ঢেকলাপাড়া চা বাগানের এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল। সোমবার দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে বাগানের মিডল লাইনের বাসিন্দা ইন্দ্র তাঁতি (৪৫)-এর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি কিডনির অসুখে অসুস্থ ছিলেন। প্রায় বিনা চিকিৎসায় বাড়িতে শয্যাশায়ী ছিলেন। জলপাইগুড়ির জেলাশাসক স্মারকি মহাপাত্র বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠন ও বীরপাড়া হাসপাতালের চিকিৎসকেরা ওই বাগানে যাচ্ছেন।”
|
চোলাই মদ বিক্রি করার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটে প্রধাননগর থানার সমরনগরে। পুলিশ জানায়, ধৃতের নাম মনোরঞ্জন সরকার। তার বাড়ি সমরনগরে। ধৃতের কাছ থেকে ৬০ লিটার মদ আটক করে পুলিশ। |