সাগরিকা থেকে জিলিপি, ক্ষীর
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
শারদোৎসব শেষ হলেও দুঃখ নেই বেলডাঙা পুরসভার বড়ুয়া ও সরুলিয়া কলোনীবাসীর। তাঁদের কাছে সোমবারের লক্ষ্মীপুজোই হল মূল উৎসব। পূর্ববঙ্গ থেকে আসা এই দুই কলোনীর লোকজনের কাছে কোজাগরী লক্ষ্মীপুজোর আলাদা তাৎপর্য রয়েছে। পরিবারের মহিলারা সকাল থেকে ব্যস্ত মা লক্ষ্মীর ভোগ তৈরিতে। লুচি, বেগুনভাজা-সহ পাঁচ রকমের ভাজা, কামিনী ভোগ চালের খিচুরি, সুজির পায়েস, মুড়ি, নাড়ু, মুড়কি, শুকনো চিড়ে, ক্ষীর, ছানা প্রভৃতি দিয়ে তৈরি হয় মায়ের প্রসাদ। এছাড়াও থাকে রকমারি মিষ্টি যেমন, মনোহরা, সাগরিকা, সন্দেশ, জিলিপি, মিহিদানা। বিজয়া দশমীতে মা দুর্গার পায়ে সিঁদূর মাখানো মুদ্রা বেতের আড়িতে রেখে কড়ি, শাখা দিয়ে তাকে একটি মূর্তির আকৃতি দান করা হয়। সেই মূর্তিকেই মা লক্ষ্মী জ্ঞানে পুজো করা হয়। বড়ুয়া কলোনীর বাসিন্দারা ‘চিপিটক’ অর্থাৎ চিড়ে, নারকেল জল দিয়ে ভিজিয়ে তালের শাঁস তৈরি করা হয়। রীতি অনুযায়ী এটাই উপবাস করে প্রথমে মুখে দেওয়া হয়। রকমারী ফল, আতপ চালের নৈবেদ্য সঙ্গে খিচুরি, লুচি, নানা রকমের পায়েসের প্রসাদ প্রত্যেকের বাড়িতে মেলে। কেউ নিমন্ত্রণের পরোয়া করেন না। এলাকার কোনও কোনও পরিবার মনে করে পুজোর দিন আতসবাজি নিষিদ্ধ। কারণ বাজির শব্দে মা লক্ষ্মী পালিয়ে যান। আবার কারও অভিমত মায়ের আরাধনায় বাজি চলতেই পারে। বড়ুয়া কলোনীর প্রবীণ শিক্ষিকা শিখা সান্যাল বলেন, “প্রায় ২০০ ব্যক্তি প্রসাদ খান।”
|
যুবককে গণপিটুনি
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
সাইকেল চোর সন্দেহে এক যুবককে বেধড়ক পেটাল গ্রামবাসীরা। ঘটনাটি কৃষ্ণনগরের ভীমপুরের। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভীমপুরে হাট বসে। এ দিন সেখানেই সাইকেল চুরি করে পালানোর চেষ্টা করছিল ওই যুবক। হাটুরেদের হাতে অবশ্য ধরা পড়ে যায় সে। তারপরেই শুরু হয় ‘জনতার শাসন’। ছাতা থেকে খেটো বাঁশ দিয়ে শুরু হয় পেটানো। রক্তাক্ত যুবককে স্থানীয় কয়েকজন মারমুখী জনতার হাত থেকে উদ্ধার করে ভীমপুর পঞ্চায়েত কার্যালয়ে ঢুকিয়ে দেন। ভীমপুরের উপ-প্রধান কংগ্রেসের নরোত্তম বিশ্বাস বলেন, “সাইকেল চোর সন্দেহে ওই যুবককে মারধর করেছে স্থানীয় বাসিন্দারা। পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।”
|
বিদ্যুৎবিভ্রাটে পরিষেবা মিলবে দিনভর
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বিদ্যুৎ সরবরাহে গোলযোগ সারাতে এখন থেকে রাতেও নৈশকালীন মোবাইল কারিগরী পরিষেবা চালু করছে বিদ্যুৎ দফতর। রঘুনাথগঞ্জ বিদ্যুৎ সরাবরাহের অধীন সমস্ত এলাকায় বৃহস্পতিবার ১ নভেম্ববর থেকে এই ব্যবস্থা চালু হলে শহরাঞ্চল লাগোয়া প্রায় লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। বিদ্যুৎ বিভাগের ডিভিশনাল ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেন, “এতদিন শুধুমাত্র দিনের বেলাতেই বিভ্রাট হলে তা সারানোর ব্যবস্থা ছিল। রাতে বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে অপেক্ষা করতে হত পর দিন সকাল পর্যন্ত। বৃহস্পতিবার থেকে সমস্যা হলেই রাতদিন যে কোনও সময় গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবেন বিদ্যুৎ দফতরের কর্মীরা তাঁদের মোবাইল পরিষেবা নিয়ে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা এ নিয়ে দাবি জানিয়ে আসছিলেন।”
|
কুপিয়ে খুন
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
ধারাল অস্ত্র দিয়ে স্ত্রী-কে কুপিয়ে খুন করল স্বামী। মৃতের নাম মুর্শিদা বিবি (২৯)। বাড়ি রেজিনগরের গোপালপুর গ্রামে। পুলিশ সূত্রের খবর, ওই মহিলার স্বামী, মুস্তাকিম শেখ তাঁকে মারধর করত। সোমবার ঝগড়া চলাকালীন মুস্তাকিম কাঠারি দিয়ে স্ত্রীর গলার কোপ মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের বাবা শাহাজামাল শেখ মেয়ের শ্বশুরবাড়ির ৬ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন।
|
সুতি ও লালবাগে কংগ্রেস সভাপতি পদে বদল ঘটাল জেলা কংগ্রেস কমিটি। লালবাগ শহর কংগ্রেসের সভাপতি পদ থেকে আব্দুস সাত্তারকে সরিয়ে নয়া সভাপতি করা হয়েছে রবি অধিকারীকে। অপরদিকে সুতি-২ ব্লকে নতুন সভাপতি হলেন আলফাজ্জুদিন বিশ্বাস। সেখানে বিধায়ক ইমানি বিশ্বাস ছিলেন সভাপতির পদে। একে সাংগঠনিক রুটিন পরিবর্তন বলে দাবি করেছেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক দাস।
|
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে লালগোলা থানার জোতভিখান গ্রাম থেকে শরিফুল খান নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে ৩টে ওয়ান শটার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
|
মদ্যপ অবস্থায় নিজেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন ডালু শেখ (২৬) নামে এক যুবক। রঘুনাথগঞ্জ থানার আইলের উপর গ্রামের ঘটনা। |