টুকরো খবর
লক্ষ্মীপুজোয় বাজারে আগুন
শ্রী ও সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনায় আগুন লেগেছে বাজারে। শারদ উৎসব আর পবিত্র ঈদের শেষে অগ্নিমূল্যের এই বাজারে লক্ষ্মীপুজোর আয়োজন করতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মধ্যবিত্ত বাঙালির। সোমবার সকালে কাঁথিতে ছোট ছাঁচের লক্ষ্মী প্রতিমা বিক্রি হয়েছে ৮০ থেকে আড়াইশো টাকা দামে। একটু বড় দেড়-দু’হাতের প্রতিমা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা দামে। বাজারে পাওয়া যাচ্ছে রেডিমেড নারকেল নাড়ু। বাড়িতে নাড়ু বানাতে গেলে একটা নারকেল কিনতে হচ্ছে ২০ থেকে ২৫ টাকা দরে। চিনি ৪০ থেকে ৪৫ টাকা, গুড় ৬০ টাকা কেজি। অন্নভোগের জন্য গোবিন্দভোগ চাল ৬০ টাকা কেজি, আতপ চাল ২০ থেকে ২৫ টাকা, মুগের ডাল ১১০ থেকে ১২০ টাকা, ছোলার ডাল ৭০ টাকা প্রতি কেজি। ময়দা ২২ টাকা, সুজি ২৫ টাকা, সর্ষে তেল ১০০ টাকা, সাদা তেল ১০০ থেকে ১৪০ টাকা, খই ৬০ টাকা, বেদানা ১৫০ টাকা, নাসপাতি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলের বাজার আরও চড়া। ফুলের জোগান কমএই অজুহাতে এক থেকে দেড় হাতের এক-একটি গাঁদাফুলের মালা ১২ থেকে ১৫ টাকা ও রজনীগন্ধার মালা ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এক-একটি পদ্মফুল বিক্রি হচ্ছে ১০ টাকায়। পুজোর ঘটের গামছা ৪০ থেকে ৬০ টাকা, ঠাকুরের শাড়ি খুব কম করেও দেড়শো টাকার নীচে পাওয়া যাচ্ছে না। দাম যা-ই হোক, পুজোর আয়োজনে কমতি রাখা যাবে না। অগত্যা আগুনে বাজারে হাত পুড়ছে বাঙালি গৃহস্থের।

ধৃত ‘মাওবাদী’র পুলিশ হেফাজত
মাওবাদী স্কোয়াড সদস্য সন্দেহে ধৃত বিনপুরের সিংপুর গ্রামের সাহেবরাম সোরেনকে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল ঝাড়গ্রাম এসিজেএম আদালত। ৪টি খুন-সহ রাষ্ট্রদ্রোহ, অস্ত্র লুঠ ও হামলা-নাশকতার মোট ৬টি মামলায় অভিযুক্ত ‘নিরস্ত্র’ সাহেবরামকে রবিবার সিংপুর গ্রাম থেকে ধরা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন ঝাড়গ্রামের এসপি ভারতী ঘোষ। সাহেবরামকে সোমবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে একটি খুনের মামলায় তদন্তের অগ্রগতি এবং অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। অভিযুক্তের আইনজীবী দেবনাথ চৌধুরী আদালতে অভিযোগ করেন, রাজনৈতিক কারণে তাঁর মক্কেলকে রাষ্ট্রদ্রোহ, খুন, অস্ত্র লুঠ ও নাশকতার মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। উভয়পক্ষের বক্তব্য শোনার পর সাহেবরামকে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক সুপর্ণা রায়।

ধৃতদের জেল হেফাজত
চন্দ্রকোনায় যুবক-মৃত্যুর ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার তাঁদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেলহাজতে পাঠান বিচারক। শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পর রবিবার ভোরে চন্দ্রকোনার বদ্রিনাথপুর গ্রাম সংলগ্ন তেঁতুলবাজার এলাকার একটি পুকুরের পাড় থেকে শুকদেব হাতি নামে স্থানীয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। গ্রামেরই প্রতিবেশী এক তরুণীর সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের বাড়ি থেকে মেনে না নিলে মাস ছ’য়েক আগে দু’জনে অন্যত্র পালিয়ে যান ও সংসার পাতেন। সম্প্রতি শুকদেব সস্ত্রীক গ্রামে ফেরেন। এরপরেই তাঁর স্ত্রীকে নিয়ে চলে যান বাপের বাড়ির লোকজন। এই টানাপোড়েনের মাঝেই শনিবার রাতে নিখোঁজ হয়ে যান শুকদেব। রবিবার তাঁর দেহ উদ্ধার হয়। এটি খুন না আত্মহত্যার ঘটনা, নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। অভিযোগ, মেয়ের বাপের বাড়ির লোকজনই শুকদেবকে খুন করছে। মৃতের বাবা প্রশান্ত হাতি মেয়ের বাপের বাড়ির লোকদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই মেয়ের কাকা স্বপন কোটাল এবং আর এক আত্মীয় তপন কোটালকে গ্রেফতার করেছে পুলিশ।

সিলিন্ডার ফেটে জখম ঘাটালে
তামা কারখানায় গ্যাসের সিলিন্ডার ফেটে গুরুতর জখম হয়েছেন দু’জন। সোমবার সকালে ঘাটাল শহরের কুশপাতায় ওই অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে খড়ের ছাউনির কারখানা। কুশপাতায় একটি মাঠের মাঝে ওই ঘরে তিন জন কারিগর নিয়ে তামার সেটের কাজ করতেন ঘাটাল শহরের বাসিন্দা সীতারাম সামন্ত। বাড়ির রান্নার গ্যাস ব্যবহার করেই কারখানাটি চলছিল। এ দিন সকালে কাজ করার আচমকাই আগুন লেগে যায়। প্রাথমিক তদন্তের পরে দমকল আধিকারিকদের অনুমান, গ্যাস লিক করেই ঘটনাটি ঘটেছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত সীতারাম সামন্ত ও কারিগর শক্তি পোড়েকে প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়।

চুরির চেষ্টা কাঁথিতে, গুলিবিদ্ধ যুবক
চুরি-ছিনতাই-ডাকাতি বাড়ছে কাঁথি শহরে। রবিবার গভীর রাতে কাঁথি শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাছে একটি দোকান-বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল এক দুষ্কৃতী। সামনের একটি শিক্ষা প্রতিষ্ঠানের নৈশরক্ষী তা দেখতে পেয়ে ওই বাড়ির মালিকের ছেলে সৌমিক মাইতিকে ফোন করেন। সৌমিক বাধা দিতে ছুটে এলে ওই দুষ্কৃতী গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ সৌমিক এখন কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দিকে, প্রায় একই সময়ে কাঁথি প্রভাত কুমার কলেজের দুই নৈশরক্ষী এক দুষ্কৃতীকে ধরতে গিয়ে চোট পান।

দেহ উদ্ধার
তিন দিন ধরে নিখোঁজ এক প্রৌঢ়ার দেহ উদ্ধার হল বাড়ির পাশের পুকুর থেকে। মৃত ছবি ওঝার (৫৪) বাড়ি কাঁথি থানার উত্তর ধোবাবেড়িয়া গ্রামে। ছবিদেবীর স্বামী মারা গিয়েছেন আগেই। তাঁর সতীনের ছেলে গণেশের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল। তিন দিন ধরে নিখোঁজ ছিলেন ছবিদেবী। রবিবার বাড়ির পাশের পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। গণেশই ছবিদেবীকে খুন করেছেন বলে অভিযোগ। গণেশের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। তবে গ্রেফতার করা যায়নি। ছবিদেবীর দেহ ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.