টুকরো খবর
দিল্লি যাবেন প্রতিনিধিরা
পর্যটন শিল্প বিকাশের জন্য তিনটি দূরপাল্লার ট্রেনের স্টপের দাবি নিয়ে ভাইফোঁটার পরে দিল্লিতে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর সঙ্গে দেখা করবেন ময়নাগুড়ি ব্লক কংগ্রেসের এক দল প্রতিনিধি। রবিবার অধীরবাবু শপথ গ্রহণের পরে রাতে দলের ব্লক নেতৃত্ব আলোচনায় বসে ওই সিদ্ধান্ত নেন। ব্লক সভাপতি প্রদীপ ঘোষাল বলেন, “ময়নাগুড়ি স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপের দাবিতে দীর্ঘ দিন আন্দোলন চলছে। কিন্তু লাভ হয়নি। অধীর চৌধুরী রেল প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় আমরা আশাবাদী। ভাইফোঁটার পরে দিল্লিতে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি কথা জানব।” নিউ ময়নাগুড়ি স্টেশনে দিল্লি, কলকাতা ও দক্ষিণ ভারতগামী তিনটি ট্রেনের স্টপের দাবিতে কংগ্রেসের তরফে পাঁচ বছর আন্দোলন চলছে। কয়েক মাস আগে স্টেশন চত্বরে অবস্থান আন্দোলনও করে দলের কর্মীরা। কিন্তু রেল কর্তাদের সঙ্গে আলোচনায় বসে স্মারকলিপি দিয়ে লাভ না হওয়ায় হতাশ হয়ে পড়েন। রবিবার অধীরবাবু রেল প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরে তাঁরা দাবি আদায়ে ফের আশাবাদী। ব্লক কংগ্রেস নেতা তুহিন মজুমদার বলেন, “তিনটি দূরপাল্লার ট্রেন নিউ ময়নাগুড়ি স্টেশনে দাঁড়ালে শুধু ময়নাগুড়ি নয়, কোচবিহারের মেখলিগঞ্জ এবং লাটাগুড়ি এলাকার প্রচুর মানুষ উপকৃত হবেন। পর্যটন শিল্পের দ্রুত বিকাশ সম্ভব হবে। এখন বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের গাড়ি ভাড়া করে জলপাইগুড়ি রোড স্টেশন বা এনজেপিতে ট্রেন ধরতে হচ্ছে।”

সিদ্ধান্ত স্থগিত
রিলায়্যান্স কমিউনিকেশন্স (আর কম)-কে করা টেলিকম দফতরের জরিমানার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল টেলিকম ট্রাইব্যুনাল টিডিস্যাট। নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের পরিচিতি সংক্রান্ত তথ্য জমা না দেওয়ায় আর কম-কে ১.৫১ কোটি টাকার এই জরিমানা করেছিল ডট। চার সপ্তাহের মধ্যে ওই টাকা আর কম-কে ফিরিয়ে দিতে ডটকে নির্দেশ দিয়েছে টিডিস্যাট। টাকা দিতে না পারলে তার উপর ৯% সুদও দিতে হবে।

সব গাড়ির দাম বাড়াচ্ছে হুন্ডাই
ইয়ন থেকে শুরু করে সান্টা-ফে, আগামী ১ নভেম্বর থেকে সংস্থার সবক’টি গাড়ির দামই বাড়াচ্ছে হুন্ডাই মোটর ইন্ডিয়া। কোন গাড়ির দাম কত বাড়বে তা স্পষ্ট না করলেও সংস্থা জানিয়েছে, দাম বাড়ছে পাঁচ হাজার টাকা পর্যন্ত। হুন্ডাইয়ের কর্তা রাকেশ শ্রীবাস্তব বলেন, “কয়েক মাসে উৎপাদন খরচ যে ভাবে বেড়েছে তাতে গাড়ির দাম না বাড়িয়ে উপায় ছিল না। তবে ক্রেতাদের কথা মাথায় রেখে ন্যূনতম মূল্যবৃদ্ধির চেষ্টা করেছি আমরা।”

সুযোগ সেট-টপ বক্সে
টাটা স্কাই দিচ্ছে ৪০০ টাকা ডাউনপেমেন্ট করে সেট-টপ বক্স কেনার সুযোগ। বাকি টাকা মেটানো যাবে এক বছর ধরে দিনে চার টাকা কিস্তিতে। এতে এক মাস বিশেষ কিছু চ্যানেল দেখা যাবে বিনামূল্যে। কলকাতায় সুযোগ মিলবে বুধবার পর্যন্ত।

পড়ল টাকার দাম
ডলারে টাকার দাম পড়ল ৫২ পয়সা। ডলার হল ৫৪.০৮ টাকা। টাকার এই দর গত এক মাসে সর্বনিম্ন।

সংযুক্তিতে সায়
জেএসডব্লিউ স্টিল ও জেএসডব্লিউ ইস্পাত স্টিলের সংযুক্তিতে সায় দিল প্রতিযোগিতা কমিশন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.