সেতুর সংযোগকারী রাস্তা হয়নি দু’বছরে |
সেতুর কাজ শেষ হয়েছে ২ বছর আগে। কিন্তু সেতুর সংযোগকারী রাস্তা তৈরি নিয়ে টালবাহানায় মহদিপুরে পাগলা নদীর উপর প্রমোদ সেতু চালু না হওয়ায় এলাকায় অসন্তোষ দেখা দিয়েছে। সংযোগকারী রাস্তা তৈরি করে দ্রুত সেতু চালু করার দাবিতে মহদিপুর ও কালিয়াচকের মানুষ জোটবদ্ধ হয়ে আন্দোলন নামার হুমকি দিয়েছে। এই অবস্থায় বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্র। তিনি বলেন, “কী কারণে সেতুর কাজ শেষ হওয়ার পরেও চালু করা যাচ্ছে না তা খতিয়ে দেখা হচ্ছে। যাতে সংযোগকারী রাস্তার কাজ দ্রুত শেষ করে সেতু চালু বিষয়টি দেখছি।” এলাকার বাসিন্দাদের বক্তব্য, প্রমোদ সেতু চালু হলে কালিয়াচক ১, ২, ৩ নম্বর ব্লকের কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। মহদিপুরের আন্তর্জাতিক স্থল বন্দরের গুরুত্ব বেড়ে যাবে। পাশাপাশি, পযর্টকদের কাছে দূরত্ব কমে যাওয়ায় প্রাচীণ বাংলার রাজধানী গৌড়ে যাওয়ার আকর্ষণ বাড়বে। সেতু দ্রুত চালুর দাবিতে রবিবার মহদিপুর ও কালিয়াচকের মানুষ মহদিপুরে জমায়েত হয়েছিলেন। তাঁদের দাবি, “১৯৭৬ সালে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন বতর্মান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সেতুর কাজের শিলান্যাস করেছিলেন। রাষ্ট্রপতিকে দিয়ে এই সেতুর উদ্ধোধন করানো হোক।”ইংরেজবাজারের ভারত বাংলাদেশ সীমান্ত মহদিপুর ও কালিয়াচকের মাঝে পাগলা নদী রয়েছে। পাগলা নদীর ফলে মহদিপুরে ও কালিয়াচকের মানুষকে ১৬-১৭ কিলোমিটার ঘুর পথে মহদিপুরে যাতায়াত করতে হয়। পাশাপাশি বিহার উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে রফতানি পণ্য ঘুরপথে বাংলাদেশে নিয়ে যেতে হচ্ছে।
|
এক ভ্যান চালকের দেহ উদ্ধারকে ঘিরে গাজলে চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার গাজল থানার বজরাপাড়ার কাছে গাজল-হরিরামপুর রাজ্যে সড়কে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম সঞ্জীব রায় (৩৪)। তাঁর বাড়ি মালদহ শহরের বাগবাড়ি এলাকায়। তিনি পেশায় ভ্যানচালক। নিহতের মুখটি পোড়া ছিল এবং মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। এই খুনে জড়িত সন্দেহে একটি ছোট গাড়ির চালক কালীপদ বমর্নকে গ্রেফতার করেছে পুলিশ। গাজল থানার ওসি সঞ্জয় ঘোষ জানান, গতকাল কালীপদের গাড়িতে করে গাজলে একজনের বাড়িতে টিন পৌঁছাতে গিয়েছিলেন ভ্যানচালক সঞ্জীব রায়। ফেরার পথে ওই গাড়ির চালক ও তাঁর দুই সঙ্গী সঞ্জীবকে শ্বাসরোধ করে খুন করে মুখে অ্যাসিড ঢেলে দিয়েছে। টিনের ৩৫ হাজার টাকার খুনের ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে। তদন্তে চালককে ধরা হয়। বাকিদের খোঁজা হচ্ছে।
|
জনস্বাস্থ্য কারিগরি দফতরের পানীয় জল সরবরাহের দুটি পাম্পের মধ্যে বিকল হয়ে রয়েছে একটি পাম্প। বাড়তি চাপে হামেশাই বিকল হয়ে পড়ছে অন্য পাম্পটিও। এতে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের পানীয় জল সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। গত সপ্তাহেও একটিমাত্র পাম্প বিকল হয়ে পড়ায় ৪দিন ধরে এলাকায় জল সরবরাহ ব্যহত হওয়ায় বিপাকে পড়তে হয় ২০টি এলাকার মানুষকে। গত ৯ মাস ধরে বিকল হয়ে থাকা পাম্পটি চালু করতে কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই বলে অভিযোগ উঠেছে। চাঁচল মহকুমা জনস্বাস্থ্য কারিগরি দফতরের সহকারি বাস্তুকার গৌতম দত্ত বলেন, “নতুন পাম্পের জন্য বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। টাকা পেলেই কাজ হবে।”
|
নেশার ওষুধ বিক্রির অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার কুমারগ্রাম ব্লকের বারবিশা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, বারবিশা এলাকা একটি গাড়ি থেকে এক কার্টুন ওই নেশার ওষুধ উদ্ধার হয়য় কার্টুনের উপর ব্যবসায়ী গৌরাঙ্গ সিংহের নাম লেখা ছিল। তার পরেই পুলিশ ওই ব্যবসায়ীকে ধরে। তবে ওষুধ ব্যবসায়ীদের দাবি, গৌরাঙ্গবাবুকে ফাঁসানো হয়েছে। আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, উপযুক্ত প্রমান পেয়েই ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
|
রবিবার সারা বাংলা আশা প্রশিক্ষক ও কর্মীদের উত্তরবঙ্গ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনে ছিলেন শিলিগুড়ির বিধায়ক রাজ্য বিধানসভা স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। আশার কো-অর্ডিনেশন-সহ পদাধিকারীরা সঠিক সময় বেতন না পাওয়ার অভিযোগ তোলেন। শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিও তোলা হয়।
|
সিপিএম প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য রেশম ও তসর চাষি সমিতির ৩য় জলপাইগুড়ি জেলা সম্মেলনে কুমারগ্রামে মদনসিং উচ্চ বিদ্যালয়ে শনিবার হয়েছে। ছিলেন সিপিএমের জলপাইগুড়ির জেলা সম্পাদক কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়-সহ অন্য নেতারা। ১২৫ জন প্রতিনিধি সম্মেলনে হাজির ছিলেন।
|
রাস্তার ধারে যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে গাজলে চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার গাজল থানার বজরাপাড়ার কাছে গাজল-হরিরামপুর রাজ্যে সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ৩৪-৩৫ বছরের ওই যুবকের পরিচয় জানা যায়নি। |