|
|
|
|
হামলা-হেনস্থা করছে তৃণমূল, বামেদের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
দলের কৃষক সভার অঞ্চল সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে গ্রামবাসীদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তথা প্রাক্তন বিধায়ক তমসের আলি। রবিবার দুপুরে তুফানগঞ্জ থানার মারুগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। বিক্ষোভের জেরে দলের গাড়ি মাঝরাস্তায় ফেলে এক পরিচিতের গাড়িতে প্রাক্তন বিধায়ক তুফানগঞ্জ থানায় আসেন। তমসের আলি’র অভিযোগ, “পরিকল্পিত ভাবে গাড়ি আটকে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাঁকে শারীরিকভাবেও হেনস্তা করা হয়।” তৃণমূল অবশ্য ওই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। জেলা পুলিশ সুপার প্রণব দাস বলেন, “প্রাক্তন বিধায়ককে কিছু লোক ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ধাক্কাধাক্কি করেছেন বলে অভিযোগ পেয়েছি। মামলা রুজু করে ঘটনার তদন্ত হচ্ছে।” এ দিন তুফানগঞ্জের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আলুধোয়া এলাকায় জনৈক গোপাল রায়ের বাড়িতে সিপিএমের প্রাদেশিক কৃষক সভার অঞ্চল সম্মেলন ছিল। তমসের আলি ওই সম্মেলনে যোগ দিতে দলীয় ট্যাক্সি নিয়ে তুফানগঞ্জ থেকে রওনা দেন। পুলিশ সূত্রের খবর, আলুধোয়ার রাস্তায় ঢুকতেই একদল লোক ওই গাড়ির দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বেগতিক বুঝে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ট্যাক্সি সম্মেলনমুখী রাস্তা থেকে ঘুরিয়ে মারুগঞ্জ বাজারের দিকে রওনা দেন। বাইকে একদল যুবক ওই ট্যাক্সির পিছু নেয়। মারুগঞ্জে প্রাক্তন বিধায়কের গাড়ি পৌঁছালে ওই যুবকেরা তা থামিয়ে দেন। শতাধিক বাসিন্দা সেখানে জমায়েত হন। প্রাক্তন সিপিএম বিধায়ককে জোর করেই গাড়ি থেকে নামানো হয় বলে অভিযোগ। তারপরেই গত ৩৪ বছরে তুফানগঞ্জ মহকুমার উন্নয়নে তাঁরা কী করেছেন তার ফিরিস্তি দাবি করে সরব হন জনতার একাংশ। বাম আমলে প্রাথমিক স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগ থেকে সেতু তৈরির মত বিষয় নিয়ে তাঁরা সরব হন। নিজের গাড়ি ফেলে পরিচিত এক ব্যাক্তির গাড়িতে প্রাক্তন বিধায়ক তুফানগঞ্জ ফিরে থানায় অভিযোগ জানান। পুলিশ গিয়ে ওই সিপিএম নেতার গাড়ি উদ্ধার করে। তমসেরবাবু বলেন, “লাঠিসোটা নিয়ে দলের ঝান্ডা নিয়ে তৃণমূলের লোকজন দুই দফায় হামলা চালায়। আমাকে গাড়ি থেকে নামিয়ে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়। চালককে নিগ্রহ করা হয়েছে। মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা।” দলের জেলা সম্পাদক তারিণী রায় বলেন, “তমসের আলির ওপর এর আগেও তৃণমূলের কর্মীরা আক্রমণ করেছে। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি করেছি।” তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বিধানসভা ভোটের পর প্রায় দেড় বছর কেটে গিয়েছে। কিন্তু এ দিনই প্রথম ওই প্রাক্তন সিপিএম বিধায়ক মারুগঞ্জ ও আলুধোয়া এলাকায় যান। এতদিন বাদে এলাকায় দেখা পেয়ে দলের কর্মীরাই ফেটে পড়েন। দলের কেউ জড়িত নন।” এর প্রতিবাদে সন্ধ্যায় তুফানগঞ্জে বিক্ষোভ মিছিল করে সিপিএম। |
|
|
|
|
|