হাজরা মোড় দুর্গোৎসব কমিটি |
ঠিকানা: হলদিয়ার বাসুদেবপুর।
বয়স: ৪৩তম বর্ষ। |
ভিড় টানতে |
থিম ‘ও আমার দেশের মাটি’। ৭০ ফুট উঁচু ও ৬৫ ফুট চওড়া মণ্ডপ হবে পোড়া মাটির ভাঁড় দিয়ে।
মৃন্ময়ী প্রতিমায় চিন্ময়ী রূপ। বসন ও অলঙ্করণ খড়ের। পুজোর উদ্বোধন হচ্ছে পঞ্চমীতেই। |
|
কোমর বেঁধে |
১৯৮৪ সালের আগে বাবা-দাদুরা অন্যের বাড়ি থেকে বাঁশ এনে মণ্ডপ বানাতেন।
এখন ডেকরেটর, প্রতিমা শিল্পীরাই অর্ধেক কাজ সামলান। তাতে অবশ্য উদ্যম-আনন্দে কিছু ঘাটতি পড়ে না।
আশিস হাজরা,
পুজো কমিটির সম্পাদক |
নবীন চোখে |
ছোটবেলা থেকেই পুজোর ক’দিন এই মণ্ডপে বসে চুটিয়ে আড্ডা মারি। এখন অনেক বন্ধু-বান্ধবী অন্যত্র চলে গিয়েছে। তাদের ‘মিস’ করি। আমাদের পুজোই শহরের সেরা। তা নিয়ে গর্বও হয়।
সোনালি পইড়্যা,
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী |
প্রবীণ চোখে |
এক সময় এই পুজোর ভিত গড়েছিলাম। এখন অবশ্য পুজো স্বাবলম্বী ও অনেক বেশি জাঁকজমকপূর্ণ। পাঁচ দিনই মণ্ডপে যাই। সমবয়সীদের পাশাপাশি নবীন প্রজন্মের সঙ্গও উপভোগ করি।
শ্রীকান্তচরণ ভুঁইয়া, আয়ুর্বেদ চিকিৎসক |
|
বাজেট ১৯ লক্ষ |