পুজোর ফ্রেম

হাজরা মোড় দুর্গোৎসব কমিটি
ঠিকানা: হলদিয়ার বাসুদেবপুর।
বয়স: ৪৩তম বর্ষ।
ভিড় টানতে
থিম ‘ও আমার দেশের মাটি’। ৭০ ফুট উঁচু ও ৬৫ ফুট চওড়া মণ্ডপ হবে পোড়া মাটির ভাঁড় দিয়ে।
মৃন্ময়ী প্রতিমায় চিন্ময়ী রূপ। বসন ও অলঙ্করণ খড়ের। পুজোর উদ্বোধন হচ্ছে পঞ্চমীতেই।
কোমর বেঁধে

১৯৮৪ সালের আগে বাবা-দাদুরা অন্যের বাড়ি থেকে বাঁশ এনে মণ্ডপ বানাতেন।
এখন ডেকরেটর, প্রতিমা শিল্পীরাই অর্ধেক কাজ সামলান। তাতে অবশ্য উদ্যম-আনন্দে কিছু ঘাটতি পড়ে না।
আশিস হাজরা, পুজো কমিটির সম্পাদক
নবীন চোখে
ছোটবেলা থেকেই পুজোর ক’দিন এই মণ্ডপে বসে চুটিয়ে আড্ডা মারি। এখন অনেক বন্ধু-বান্ধবী অন্যত্র চলে গিয়েছে। তাদের ‘মিস’ করি। আমাদের পুজোই শহরের সেরা। তা নিয়ে গর্বও হয়।
সোনালি পইড়্যা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
প্রবীণ চোখে
এক সময় এই পুজোর ভিত গড়েছিলাম। এখন অবশ্য পুজো স্বাবলম্বী ও অনেক বেশি জাঁকজমকপূর্ণ। পাঁচ দিনই মণ্ডপে যাই। সমবয়সীদের পাশাপাশি নবীন প্রজন্মের সঙ্গও উপভোগ করি।
শ্রীকান্তচরণ ভুঁইয়া, আয়ুর্বেদ চিকিৎসক
বাজেট ১৯ লক্ষ



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.