বিধাননগর সর্বজনীন দুর্গাপুজো |
ঠিকানা: বিধাননগর/মেদিনীপুর।
বয়স: ৩৪শে পা। |
ভিড় টানতে |
বিবেকানন্দের জন্ম-সার্ধশতবর্ষ উপলক্ষে কন্যাকুমারীর বিবেকানন্দ রকের অনুকরণে মণ্ডপ।
ভিতরে স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা। ডাকের সাজের সাবেক প্রতিমা। |
|
কোমর বেঁধে |
পুজোর সময় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এলাকার সকলে আসেন। আনন্দ করেন।
এটাই ভাল লাগে। নবমীর দিন বসে খাওয়ানোর বন্দোবস্ত থাকে। সামাজিক কিছু কর্মসূচিও থাকবে।
রূপককুমার ঘোষ,
পুজো উদ্যোক্তা |
নবীন চোখে |
পুজোর ক’টা দিন খুব হই-হুল্লোড় হয়। বান্ধবীদের সঙ্গে পুজোর মাঠে চলে আসি। মাঠেই দোকান বসে। সেখানে খাই। সন্ধ্যায় অনুষ্ঠান দেখি। অন্য এলাকাতেও পুজো দেখতে যাই দল বেঁধে।
বৃষ্টিধারা দে,
স্কুলছাত্রী |
প্রবীণ চোখে |
এখন পুজোর বাজেট বেড়েছে। জৌলুসও বেড়েছে। কয়েকমাস আগে থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। মাঠে লোকও বেশি আসেন। যুবসমাজ পুজো নিয়ে উৎসাহ দেখাচ্ছে। এটা ভাল।
সত্যেন্দ্রপ্রসাদ হাজরা, অবসরপ্রাপ্ত শিক্ষক |
|
বাজেট প্রায় ৭ লক্ষ |