মাঠ থেকে সোজা দেশেই ফিরে গেলেন বালোতেলি |
সংবাদসংস্থা • ম্যাঞ্চেস্টার |
ম্যাঞ্চেস্টার সিটি কোচ রবের্তো মানচিনি তাঁকে গত কাল প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠ থেকে তুলে নিয়েছিলেন ৫৫ মিনিটে। সেই রাগে আর রিজার্ভ বেঞ্চের দিকেই গেলেন না মারিও বালোতেলি। প্রথমে সটান ড্রেসিংরুম। ব্যাগ গুছিয়ে স্টেডিয়াম ছাড়লেনই শুধু নয়। সস্তার বিমান ধরে একেবারে ইংল্যান্ডই ছেড়ে চলে গেলেন ‘সুপার মারিও’। গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাবকে কিছু না জানিয়েই বালোতেলি ফিরে গিয়েছেন তাঁর দেশ ইতালিতে।
ম্যাঞ্চেস্টার সিটির বিতর্কিত ইতালীয় স্ট্রাইকার এই কাণ্ড ঘটিয়েছেন সান্ডারল্যান্ডের বিরুদ্ধে তাঁর দলের ৩-০ জয়ের ম্যাচে। বালোতেলিকে তুলে মানচিনি নামান আগুয়েরোকে। একটি গোলও করেন আগুয়েরো। মানচিনি বলছেন, “আমি তো মারিওকে নিয়ে খুশিই ছিলাম। ও আরও ভাল খেলতে পারে।” ম্যাচ থেকে তুলে নিলে বরাবর রেগে যান বালোতেলি। ক’দিন আগেই মানচিনির সঙ্গে এই ব্যাপারে ঝামেলায় জড়িয়ে ছিলেন বালোতেলি। টানেলে ঢোকার সময় মানচিনির সঙ্গে তর্ক হয় দু’জনের। মানচিনি নাকি হালকা ধাক্কাও দিয়েছিলেন বালোতেলিকে। মানচিনি সরাসরি বালোতেলির দেশে ফিরে যাওয়া নিয়ে কোনও মন্তব্য না করলেও ম্যাঞ্চেস্টার সিটি ক্লাব কর্তৃপক্ষ মোটেই খুশি নন। সমর্থকরাও আর ধৈর্য ধরতে পারছেন না। নানা বিতর্কে জড়িয়ে বালোতেলি বিরাগভাজন হয়ে যাচ্ছেন সব মহলের। ম্যান সিটিতে আসার ঠিক আগে যেমন হয়েছিলেন ইন্টার মিলান কোচ হোসে মোরিনহোরও। বর্তমান রিয়াল কোচ সেই সময় বালোতেলিকে বলেছিলেন ‘আনম্যানেজেবল’। যা পরিস্থিতি, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় বালোতেলিকে ছেড়ে দিতে পারে ম্যান সিটি।
|
বালোতেলির বাড়াবাড়ি |
• ইন্টার মিলানে থাকাকালীন কম অনুশীলন করায় তৎকালীন কোচ হোসে মোরিনহোর রোষে। মোরিনহো বলেন, “বালোতেলির মতো কমবয়সী ফুটবলারের ফিগো, কর্দোবা বা জানেত্তির থেকে কম প্র্যাক্টিস করা উচিত নয়।”
• ইন্টারে থাকাকালীন এসি মিলানের জার্সি গায়ে প্রচারমাধ্যমে ছবি বেরিয়ে যাওয়ায় বিতর্কে। • ম্যাঞ্চেস্টার সিটিতে সই করার ক’দিন পরই নিজের অডিতে ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। সেই সময় তাঁর কাছে ছিল নগদ পাঁচ হাজার পাউন্ড। পুলিশ তাঁর কাছে এত টাকা থাকার কারণ জানতে চাইলে বলে দেন, “কারণ, আমি ধনী।”
• ম্যান সিটির যুব দলের ফুটবলারের দিকে কাদা ছুঁড়ে বিতর্কে। • বালোতেলির বাড়ির বাথরুমে বাজি থেকে আগুন ধরে গিয়েছিল। পর দিন ম্যাঞ্চেস্টার ডার্বিতে গোল করে জার্সি তুলে ভিতরের টি-শার্ট দেখান। যাতে লেখা ছিল- “হোয়াই অলওয়েজ মি?”
• ২০১১-১২ মরসুমে মোট চারটি লাল কার্ড।
• গত মরসুম শেষ হওয়ার আগেই ২০১২ মার্চে ইন্টার মিলানের নতুন কোচ আন্দ্রেয়া স্ত্রামাচ্চিওনির সাংবাদিক সম্মেলনে হঠাৎ হাজির হন বালোতেলি।
• ইউরো কাপ শুরুর আগে হুমকি দেন, “বর্ণবৈষম্য মূলক কথা শুনলে সঙ্গে সঙ্গে মাঠ ছাড়ব। আর কেউ যদি কলা ছোঁড়ে তাকে খুন করব।” |
|