টুকরো খবর
জেরা করে বাইক উদ্ধার
ছবি: দয়াল সেনগুপ্ত।
সিউড়ি থানায় একটি অপরাধে অভিযুক্ত তিন বিচারাধীন যুবককে জেরা করে বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া ১৭টি মোটরবাইক ও জাল কাগজপত্র উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। শনিবার সকালে দুবরাপুরের সিনেমাহলের কাছাকাছি একটি ঘর থেকে সেগুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে দুবরাজপুর থেকে চুরি গিয়েছিল একটি মোটরবাইক। সেই ঘটনার তদন্তে নেমে দুবরাজপুর থানা এলাকার খোঁয়াজমহম্মদপুরের বাসিন্দা বাবর আলি, রিয়াজ বাবলু ওরফে গোলাপজান মণ্ডল এবং সেলিম শেখ নামে তিন যুবকের সন্ধান পায়। যদিও তিনজনই সিউড়ি থানা এলাকায় অন্য একটি আপরাধে অভিযুক্ত হয়ে সেই সময় সিউড়ি জেলে ছিল। গত ৩ অক্টোবর আদালতে আবেদন করে সকলকেই পুলিশ হেফাজতে পায় দুবরাজপুর থানা এবং তাদের জেরা করেই চুরি যাওয়া বাইকগুলির সন্ধান মেলে বলে দাবি পুলিশের। পুলিশের আরও দাবি, বেশ কিছুদিন ধরেই দুবরাজপুর, ইলামবাজার, বাঁকুড়া ও আসানসোল কমিশনারেট এলাকায় একাধিক বাইক চুরি ও জাল কাগজপত্র বানিয়ে সেগুলিকে পুনরায় বিক্রি করে দেওয়ার কাজে যুক্ত একটি চক্রের পাণ্ডা হল ওই তিনজন। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “দীর্ঘদিন ধরে এই চক্রের সন্ধান চালছিল। পুরো চক্রটাই ধরা পড়েছে। শনিবার ফের আদালত থেকে তিনজনের আরও ১০ দিনের পুলিশ হেফাজত পাওয়া গিয়েছে। তদন্ত চলছে।”

রামপুরহাটে বালক উদ্ধার
শুভ পাল।
—নিজস্ব চিত্র।
আট বছরের এক বালককে উদ্ধার করে রামপুরহাট থানায় পুলিশের হাতে তুলে দিলেন ঝুনু বাউড়ি নামে এক গৃহবধূ। নাম শুভ পাল নামে ওই বালকের বাড়ি দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর এলাকায়। শুভ পুলিশকে জানিয়েছে, শুক্রবার সে তার বাবা মধুসূদন পাল ও সৎ মা সন্ধ্যা পালের সঙ্গে তারাপীঠ এসেছিল। পুজো দেওয়ার আগে স্নান করতে পুকুরে নামার পর সে আর বাবা-মাকে দেখতে পায়নি। রামপুরহাটে তার সঙ্গে একটি চায়ের দোকানের কর্মচারি ঝুনুদেবীর সঙ্গে পরিচয় হয়। তিনি শুভকে প্রথমে বাড়িতে নিয়ে যান। পরে রামপুরহাট থানায় নিয়ে আসেন। আই সি জয়ন্ত কুমার ঘোষ বলেন, “ছেলেটি জানিয়েছে, কলকাতার রাজাবাজার এলাকায় তার বাবার একটি মুদির দোকান আছে। আমরা সোনারপুর থানার সঙ্গে যোগাযোগ করে ছেলেটিকে বাড়ি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।”

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে খয়রাশোল থানা এলাকার ইদিলপুর গ্রামের কাছে, পানাগড়-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম বিশ্বনাথ ওরফে রন্টু গড়াই (৪৮)। বাড়ি দুবরাজপুরের ২ নম্বর ওয়ার্ডে। পুলিশ ও স্থানীয় সূত্র আনুযায়ী, ওইদিন সন্ধ্যায় খয়রাশোল থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন বিশ্বনাথবাবু। সেই সময় পেছন থেকে একটি ট্রাক্টর এসে তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম আবস্থায় প্রথমে তাঁকে সিউড়ি সদর হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়। সেখানেই তিনি মারা যান। চালক পলাতক। ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ।

স্কুলভোট
বোলপুরের লালদহ সর্বানন্দপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। গত শনিবারই ছিল ওই স্কুলভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তৃণমূল ছাড়া আর কেউই ওই নির্বাচনে মনোনয়ন জমা না দেওয়ায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।

মন্দিরে চুরি
এলাকার প্রাচীন একটি গোপাল মন্দির থেকে বিগ্রহ চুরি গেল। শুক্রবার রাতে মাড়গ্রামের হাঁসন এলাকার ঘটনা। মন্দিরের সেবাইত উজ্জ্বল সরকারের অভিযোগ, “শনিবার মন্দিরে এসে দেখি গ্রিলের তালা ভাঙা। গোপালের কষ্ঠিপাথরের মূর্তিটি উধাও।” গত কয়েক মাসে রামপুরহাট মহকুমায় বহু মন্দিরে চুরি হলেও পুলিশ একটিরও কিনারা করতে পারেনি।

মিছিল
মাসিক ভাতার দাবিতে রবিবার রামপুরহাট শহর জুড়ে মিছিল করলেন মহকুমার শতাধিক পুরোহিত ও পণ্ডিতেরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.