পুজোর সময় রাস্তা যানজট মুক্ত রাখার লক্ষ্যে রবিবার বোলপুরে পুজোর রোড ম্যাপ প্রকাশ করল বীরভূম পুলিশ। শহরে ঢোকার বিভিন্ন জায়গায় ও মুখ্য রাস্তাগুলিতে ওই রোডম্যাপ টাঙানো হবে। এর ফলে দর্শনার্থীরা পছন্দসই পুজো মণ্ডপ দেখে নিশ্চিন্তে বাড়ি ফিরবেন। এ বার পুজোতে শহরবাসীকে কোনও যানজট পোহাতে হবে না বলেই দাবি জেলা পুলিশের।
জেলার পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “যানজট যাতে না হয়, দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে উৎসবে সামিল হতে পারেন, তার জন্যই এই রোড ম্যাপ। এতে দেশীবিদেশী পর্যটকেরা উপকৃত হবেন।” |
জেলা পুলিশ সূত্রে খবর, অতীতে পুজোর দিনগুলিতে যানজটের জেরে নাকাল হয়েছেন বোলপুর শহরবাসী। তাই এ বার আগে থাকতেই উপযুক্ত পরিকল্পনা করে এগোতে চাইছে পুলিশ। বাড়ির পুজো, বড় পুজো-সহ অন্যান্য পুজো মণ্ডপগুলিকে চিহ্নিত করে শহরের মুখ্য রাস্তা, সংযোগকারী সেতু-সহ নানা দিক নির্দেশক থাকছে ওই ম্যাপে।
গত বছরই পাড়ায় পাড়ায় অভিভাবকদের নিয়ে বাচ্চাদের জন্য পরিচয়পত্র তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন এসডিপিও তথা জেলার বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার দেবস্মিতা দাস। ওই ব্যবস্থার ফলে পুজোর ভিড়ে বাচ্চাদের হারিয়ে ফেলাপ সম্ভাবনা কমেছিল। এ বারের পুজো নিয়ে বোলপুরের বর্তমান এসডিপিও প্রশান্ত চৌধুরী ও আইসি কমল বৈরাগ্যের নেতৃত্বে একটি বৈঠক করা হয়েছে। ওই বৈঠকে হাজির ছিলেন বিভিন্ন পুজো কমিটি, সমস্ত রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠন। সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা, শৃঙ্খলারক্ষা, যানজট নিয়ন্ত্রণ, বিসর্জন ও শোভাযাত্রা নিয়ে আলোচনা হয়। |