বড়জোড়া হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চারদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে আবৃত্তি, গান, সমবেত নৃত্য ও নাটক হবে। গুণিজন সংবর্ধনা এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের আলোচনাসভা ও স্কুল নিয়ে তাঁদের স্মৃতিচারণ থাকছে। কলকাতার প্রথম সারির বাংলা ব্যান্ড ও বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান রয়েছে বলে স্কুল সূত্রে জানানো হয়েছে। শনিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তার আগে সকালে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষকরা প্রভাত ফেরি করেন।
|
বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কো-অডিনেশন কমিটি’র বাঁকুড়া শাখার তরফে রবিবার বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংগঠনের সদস্য ও তাঁদের আত্মীয়রা রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি পরিবেশন করেন।
|
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবার্ষিকী উপলক্ষে শনি ও রবিবার বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম। স্বামীজির উপর আলোচনা হয়। কলকাতার কলাক্রান্তি নাট্য সংস্থার কর্মীরা ‘রামকৃষ্ণ বিবেকানন্দ’ নাটক মঞ্চস্থ করেন।
|
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে সম্প্রতি রঘুনাথপুর হাইস্কুলে তাঁর জীবন ও রচনা সম্পর্কিত আলোচনাসভা হয়। আদ্রার শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দ পাঠচক্র সহায়তা করে। ওই স্কুলের প্রধান শিক্ষক তাপস দত্ত জানান, স্কুলের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের শিক্ষক স্বপন বন্দ্যোপাধ্যায়, রঘুনাথপুর হাইস্কুলের শিক্ষক তরুণ মাজি, আদ্রা পাঠচক্রের সদস্য নারায়ণ শূর উপস্থিত ছিলেন। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের ভ্রাম্যমান প্রদর্শনী গাড়ির মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন মডেলের প্রদর্শনী হয়।
|
বেলিয়াতোড়ের প্রবীণদের সংগঠন ‘অস্তরাগ’ সম্প্রতি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করে। বাউল গান পরিবেশিত হয়। সংগঠনের স্মারক পত্রিকা প্রকাশিত হয়।
|
বিষ্ণুপুরের মল্লভূম সঙ্গীতায়নের বার্ষিক অনুষ্ঠান হল যদুভট্ট মঞ্চে। প্রতিষ্ঠানের শিল্পীরা নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন।
|
বয়স? মাত্র ১৩।
তাতে কী! এর মধ্যেই জনপ্রিয় একটি ‘রিয়ালিটি শো’র মাধ্যমে সঙ্গীত শিল্পীদের মন কেড়েছে সিউড়ির শিশুশিল্পী সুদেষ্ণা দাস। সেই ৬ বছর বয়স থেকেই সিউড়ির বিশিষ্ট সঙ্গীতশিল্পী শান্তব্রত নন্দনের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিতে শুরু করে এই ছোট্ট মেয়ে। শুধু বাংলা কিংবা হিন্দিই নয়, তামিল ও নেপালি ভাষার গানও স্বাচ্ছন্দ্যের সঙ্গে গায় সুদেষ্ণা। ইতিমধ্যেই বীরভূমের এই খুদে সঙ্গীত প্রতিভার প্রশংসা করেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, হৈমন্তী শুল্কা, কবিতা কৃষ্ণমূর্তির মতো বিশিষ্ট শিল্পীরা।
|
শারদীয়া সংখ্যা প্রকাশ করল বীরভূমের লিটল ম্যাগাজিন ‘আহ্বান’। ওই অনুষ্ঠান উপলক্ষে রবিবার সিউড়ি জেলা পরিষদ সভাগৃহে একটি জমজমাট ‘কবিতা উৎসব’ উপহার দিল তারা। উৎসবে কবিতা পাঠ করেন জেলার বহু বিশিষ্ট কবি। এ ছাড়া নিজের বক্তৃতায় কবি রণজিৎ দাশ ও নির্মল হালদারের কবিতা পাঠ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি তথা সিউড়ির বিধায়ক স্বপনকান্তি ঘোষ। পত্রিকার উদ্বোধন করেন বিশ্বভারতীর সহ-উপাচার্য উদয়নারায়ণ সিংহ।
|
দেখতে দেখতে ৪১ বছরে পা রাখল রামপুরহাটের ‘রঙ্গম’ নাট্যসংস্থা। এই শুভ মুহূর্তে সংস্থার উদ্যোগে গত শনি ও রবিবার একটি নাট্যোৎসবের আয়োজন করা হয়। প্রথম দিন উৎসব শুরু হয় আয়োজক সংস্থার নাটক দিয়ে। পরের দিন সিউড়ির দু’টি নাট্যসংস্থা দু’টি পৃথক নাটক মঞ্চস্থ করে।
|
প্রাক শারদীয়া সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করল সাংস্কৃতিক সংস্থা ‘অন্বেষণ’। গান ও আবৃত্তিতে জমে উঠেছিল অনুষ্ঠান। রবিবার সিউড়ির সিধো-কানহু মঞ্চে অনুষ্ঠানটি হয়।
|