পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ ঘিরে আন্দোলনে নামলেন তৃণমূল প্রভাবিত অঙ্গনওয়ারি কর্মীদের সংগঠনের একাংশ। শুক্রবার কর্মীদের ওই আন্দোলনের জেরে মাথাভাঙা-১ ব্লকের শতাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা ও শিশুদের খাবার বিলি ব্যাহত হয়। সরকারিভাবে অবশ্য ৫০টি কেন্দ্র বন্ধ ছিল বলে জানানো হয়েছে। আন্দোলনকারীরা মাথাভাঙা-১ ব্লকের সিডিপিও এবং মহকুমা শাসককে স্মারকলিপি দেন। অভিযোগ, গত বৃহস্পতিবার শিকারপুর গ্রাম পঞ্চায়েতে গর্ভবতী মা ও শিশুদের সচেতনতা বিষয়ক একটি আলোচনা সভা হয়। সেখানে এক অঙ্গনওয়াড়ি কর্মীর উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন ওই সদস্য।” অঙ্গনওয়াড়ি কর্মী নবনীতা কুন্ডা সরকারের অভিযোগ, “সভায় গর্ভবতী মায়েদের বিষয়ে বলার সময় পঞ্চায়েত সদস্য নজরুল হক আপত্তি করেন। উনি শিশুদের বিষয়ে আমাকে বলতে বলেন। আচমকা আমাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানোর হুমকি দেন। পুলিশে জানিয়েছি।” আইএনটিটিইউসি’র মাথাভাঙা মহকুমা সভাপতি আলিজার রহমান বলেন, “ওঁর অভিযোগ মারাত্মক। পুরো বিষয়টির তদন্ত হওয়া দরকার। এদিন কর্মীরা ধর্মঘটে সামিল হওয়ায় তিন শতাধিক কেন্দ্রের পরিষেবা ব্যাহত হয়েছে। এটাকেও আমরা সমর্থন করি না।” অভিযুক্ত শিকারপুর গ্রাম পঞ্চায়েত সদস্য নজরুল হক বলেছেন, “ভিত্তিহীন অভিযোগ। ওই রকম কোনও ঘটনাই ঘটেনি। তদন্ত হলে পরিস্কার হবে। আমি দলের গোষ্ঠী রাজনীতির শিকার হয়েছি।” দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। মাথাভাঙ্গা-১ ব্লকের সিডিপিও রাজকুমার মোদি বলেন, “অভিযোগ পেয়েছি। কর্মীদের আন্দোলনের জেরে ৫০টি কেন্দ্রে খাবার বিলি হয়নি। আলোচনার মাধ্যমে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। পুলিশ নবনীতাদেবীর অভিযোগ খতিয়ে দেখা শুরু করেছে।
|
নিয়মিত পেনশনের দাবিতে আন্দোলনে এনবিএসটিসি’র পেনশনাসর্র্ অ্যাসোসিয়েশন। শুক্রবার কোচবিহার হাসপাতাল চৌপথিতে ওই দাবিতে অবস্থান বিক্ষোভ করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের অভিযোগ, নিগমের অবসরপ্রাপ্ত কর্মীরা গত নভেম্বর মাস থেকে জুলাই পর্যন্ত ৫০ শতাংশ পেনশন পেয়েছেন। অগস্ট, সেপ্টেম্বরের কোনও টাকাও মেলেনি। বারবার দাবি জানানোর পরেও কর্তৃপক্ষ উদ্যোগী হচ্ছে না।
|
ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করে ডিজেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি সহ এফডিআইয়ের বিরোধিতা করে মালদহে পথে নামল মহিলা তৃনমূল কংগ্রেস। শুক্রবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুরে ওই প্রতিবাদ সভা ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী সাবিত্রী মিত্র- ছাড়াও জেলার নেতানেত্রীরা উপস্থিত ছিলেন।
|
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার |
একটি পিস্তল এবং ৫ রাউন্ড গুলি সমেত দুই দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের চাঁচলের নদিসিক এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের ধরা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম রিপন আলি ও হেলাল আলি। রিপন চাঁচলের ও হেলাল নদিসিক এলাকার বাসিন্দা। |