এ বার ৫০ বছরে কোচবিহারের মৈত্রী সঙ্ঘ |
ভিড় টানতে |
মেদিনীপুরের শিল্পীর তৈরি বেলুড় মঠের আদলে মণ্ডপ। পাশের দিঘিতে বিবেকানন্দ রক।
কৃষ্ণনগরের শিল্পী গড়ছেন ডাকের সাজের প্রতিমা। |
|
গর্বের বিষয় |
|
চিন্তার বিষয় |
বস্ত্র বিতরণ। দরিদ্র নারায়ণ সেবা। বাড়তি সংযোজন সপ্তমী-নবমী সকলের একসঙ্গে খাওয়ার বন্দোবস্ত। |
আবহাওয়া ঠিক না থাকলে পুরো পরিকল্পনা অনুযায়ী মণ্ডপ সজ্জার কাজ শেষ করা মুশকিল হতে পারে। |
কল্যাণী বণিক, ছাত্রী |
পুজো মানে মজা, হুল্লোড়। তবে মজা করতে গিয়ে অন্য কারও যাতে কোনও সমস্যা না হয় তা ভাবতে হবে। |
অর্চনা সরকার, বধূ |
এবার ৫০ বছর বলে অনুভূতি অন্যরকম। আর এ বার সপ্তমী থেকে নবমী একসঙ্গে খাওয়ার ব্যবস্থা হবে বলে ভাল লাগছে। |
|
দুলাল সাহা, সম্পাদক |
|
সুবর্ণজয়ন্তী বর্ষে আবহাওয়া বাদ না সাধলে দর্শনার্থীদের
আমাদের এ বারের পুজোর কথা মনে রাখতে হবে। |
|
|
বাজেট ৩০ লক্ষ |