এ বার ৪৮ বছরে বালুরঘাটের অভিযাত্রী ক্লাব |
ভিড় টানতে |
অপু-দুর্গা- কাশবন-ট্রেন নিয়ে পথের পাঁচালির থিম। শামুকখোল
পাখির দল-সহ ৮০টি মডেল। সঙ্গে কৃষ্ণনগরের দেবী দুর্গা অস্ত্রহীন। |
|
গর্বের বিষয় |
|
চিন্তার বিষয় |
একসঙ্গে আড্ডা, খাওয়া। বিদেশ থেকে সদস্যরা পুজোয় সামিল হন। ৫০০ জন দুঃস্থকে সাহায্য। |
মাঠে দর্শনার্থীরা বিশ্রাম নিতেন, এ বার মাঠ জুড়ে মণ্ডপ। এতে যানজট এবং ভিড়ের সমস্যা হতে পারে। |
অঙ্কিতা বসু, ছাত্রী |
ষষ্ঠী থেকে চারদিন মণ্ডপে আনন্দে কেটে যায়। দশমীতে সবাই মিলে নাচতে নাচতে বিসর্জন উৎসব। দারুণ লাগে। |
কানুচন্দ্র দাস, প্রবীণ |
পাড়ার কয়েক জন পুজো শুরু করেছিলাম। ৭২ বছর বয়সেও পুজোয় আছি। পুজোয় সকলের সঙ্গে একাত্ম হয়ে ভালই লাগে। |
|
দেবজিৎ রায়, সম্পাদক |
|
এ বার থিমের পুজো। দর্শনার্থীর যাতে সমস্যা না হয়,
সে জন্য ভিউ ও জট সামলাতে দল গড়া হয়েছে। |
|
|
বাজেট ৮ লক্ষ |