টুকরো খবর
দখল-জটে জেরবার ময়নাগুড়ি
—নিজস্ব চিত্র।
দিনরাত মোটর সাইকেলের দাপাদাপি। কোথাও রাস্তা দখল করে দাঁড়িয়ে বাস। কোথাও অটো রিকশা। পথচারী রাস্তা পারপার করবেন উপায় নেই। অস্বস্তিকর পরিস্থিতিতে নাকাল মায়নাগুড়ির স্কুল পড়ুয়া থেকে যাত্রী। প্রশাসনের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও কাজ হয়নি। শহরের দুর্গাবাড়ি মোড় থেকে ট্রাফিক মোড়, সিনেমা হল মোড় থেকে ট্রাফিক মোড়, উল্টো দিকে ট্রাফিক মোড় থেকে নতুন বাজার গুরুত্বপূর্ণ তিনটি রাস্তা বিপজ্জনক হয়ে উঠেছে। সমাধানের দাবিতে ইতিমধ্যে তাঁরা আন্দোলন করেছেন। কিন্তু লাভ হয়নি। ফুটপাত নেই। কিছু এলাকায় রাস্তার উপরে উঠে এসেছে দোকান ঘর। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের চোখের সামনে ওই ঘটনা ঘটে চললেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পেশায় আইনজীবী বীণা চৌধুরী বলেন, “সকালে হেঁটে যাওয়া যায় না। বাস দাঁড়িয়ে থাকে। তার উপরে বাইকের দাপাদাপি। ট্রাফিক নিয়ম বলে যে কিছু আছে এখানে দাঁড়িয়ে মালুম হয় না।” মঙ্গল ও শুক্রবার নতুন বাজারে হাট বসে। ওই দুদিন ভোগান্তি আরও বেড়ে যায়। কী বলছেন প্রশাসনের কর্তারা? ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দুলালী অধিকারী দাবি করেন, “দায় এড়ানোর প্রশ্ন নেই। পুলিশ, পরিবহণ কর্মী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক করে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে সেটা মেনে কিছু ব্যবস্থা হয়েছে।” বিডিও কল্যাণ বড়ুয়া বলেন, “আর বৈঠক হবে না। এ বার পুলিশের সঙ্গে কথা বলে রাস্তায় নেমে যা করার করব।” থানার আইসি অভিজিৎ সরকার বলেন, “কিছু দিনের মধ্যে এর বিরুদ্ধে ব্যবস্থা হবে।”

শিলিগুড়িতে আশ্বাস মন্ত্রীর
তিন বছরের মধ্যে রাজ্যে ২৫০টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালুর আশ্বাস দিলের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। শুক্রবার শিলিগুড়ির দোমাইল এলাকায় পলিটেকনিক কলেজের ছাত্রী হস্টেলের সামনে কারিগরি শিক্ষার আঞ্চলিক অফিসের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, “যখন ক্ষমতায় এসেছি, ১০০টিরও কম কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান ছিল। এখন তা ১৩৫। ৩ বছরে সংখ্যাটা ২৫০-এ নিয়ে যাব। ৫০টি হবে উত্তরবঙ্গে। বিভিন্ন স্কুলেও কারিগরি শিক্ষা বিষয় হিসেবে থাকবে। কেন্দ্রীয় সরকারের দফতর সর্বতোভাবে সাহায্য করেছেন।” তিনি জানান, পূর্ব মেদিনীপুরের একটি স্কুলে অটোমোবাইল বিষয় গত বছর চালু হয়। এক বছরে ৬০ জন ছাত্র শিক্ষা নিয়েছেন। প্রত্যেকেই চাকরি করছেন। তিনি বলেন, “বাম সরকার কারিগরি শিক্ষায় জোর দেয়নি। কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ করেছিল। তাতে ক্ষতি হয়েছে। সেই জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করা হচ্ছে।” অনুষ্ঠানে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির প্রক্রিয়া চালু হয়েছে। এতে উত্তরবঙ্গ অন্য চেহারা নেবে।” কারিগরি শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের পাঁচটি জায়গায় কারিগরি শিক্ষার আঞ্চলিক অফিস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম অফিসটি চালু হল শিলিগুড়িতে। বাকি অফিসগুলি বহরমপুর, বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং আরেকটি জঙ্গলমহলে হবে। মন্ত্রী বলেন, “পরীক্ষা এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় এখন আঞ্চলিক অফিস থেকে দেখা হবে। আগে এই সব কাজের জন্য ছাত্রছাত্রীদের কলকাতায় যেতে হত। ছাত্রছাত্রীরা যাতে কোনওভাবে হয়রানির শিকার না হন সে ব্যাপারে দফতরের আধিকারিকদের কাছে অনুরোধ জানিয়েছি।”

বেহাল পথ, ক্ষোভ
ছবিটি তুলেছেন রাজু সাহা।
পিচের চাদর উড়েছে অনেকদিন আগে। খানাখন্দে ভরেছে গোটা রাস্তা। গর্তে পড়ে জখম হচ্ছেন পথচারী। সাইকেল নিয়েও যাবেন উপায় নেই। শামুকতলা থেকে চেপানির ৩১ সি জাতীয় সড়ক পর্যন্ত জলপাইগুড়ি জেলা পরিষদের প্রায় ৬ কিমি পাকা সড়ক এতটাই বিপজ্জনক হয়ে ওঠায় বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পরিস্থিতির কথা কয়েকবার জানানোর পরেও ব্যবস্থা নেওয়া হয়নি। জেলা পরিষদের সভাধিপতি দীপ্তি দত্ত বলেন, “ওই রাস্তার অবস্থার কথা জানি। কিন্তু টাকার অভাবে কাজ করতে পারছি না। গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে মেরামতের কাজ করার প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।” স্থানীয় বাসিন্দারা জানান, গত এক বছর থেকে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। গত তিন মাসের বৃষ্টিতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়েছে। কয়েকমাস আগে রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ আন্দোলন করে শামুকতলা ক্ষুদ্র হাট ব্যবসায়ী সমিতি। কিন্তু তার পরেও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন তাঁরা। ক্ষুদ্র হাট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই রাস্তার উপরে নির্ভরশীল কামাখ্যাগুড়ি, মহাকালগুড়ি, শামুকতলা, কোহিনূর, রায়ডাক, তুরতুরি খন্ড সহ সাতটি গ্রাম পঞ্চায়েতের ২ লক্ষেরও বেশি মানুষ। পরিস্থিতির কথা অস্বীকার করেননি আলিপুরদুয়ার-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা দাস। তিনি বলেন, “রাস্তার বেহাল দশার কথা জেলা পরিষদের কর্তাদের জানানো হয়েছে।”

কেপমারি, অধরা দোষী
এক ব্যক্তির ৩০ হাজার টাকা কেপমারির ২৪ ঘণ্টা পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ওই ব্যক্তির নাম কিশোর রায়নাথ। বাড়ি পূর্ব বিবেকানন্দপল্লিতে। বৃহস্পতিবার দুপুরে তিনি সেবক রোডের একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ৩০ হাজার টাকা তুলে ব্যাগে রাখেন। আদালতের একটি কাজ সেরে তিনি শিলিগুড়ি হালপাতালের সামনে ওষুধ কিনতে যান। বাইকে বসেই তিনি দেখতে পান হ্যান্ডেলে নোংরা লেগে রয়েছে। তা পরিষ্কার করার জন্য ওষুধের দোকানে কাগজ আনতে যান। ফিরে দেখেন বাইকের একটি হ্যান্ডেলে ঝোলানো ব্যাগটি নেই। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই দুষ্কৃতীরা গ্রেফতার হবে বলে আশা করছি।” অন্য কয়েকটি কেপমারির সঙ্গে যুক্ত সন্দেহে বৃহস্পতিবার বিধান মার্কেট থেকে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা দফতরের কর্মীরা। তাঁরা জানান, ধৃতের নাম মদন দাস। তার বাড়ি এনজেপি এলাকায়।

আন্দোলনের ডাক বামেদের
মূল্যবৃদ্ধি ও বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শিলিগুড়িতে লাগাতার আন্দোলনের ডাক দিল বামফ্রন্ট। শুক্রবার ওই কর্মসূচি ঘোষণা করেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য তথা প্রাক্তন পুরসমন্ত্রী অশোক ভট্টাচার্য এবং দলের ভারপ্রাপ্ত জেলা সম্পাদক জীবেশ সরকার। এদিনই সিপিএমের নকশালবাড়ি জোনাল কমিটির পক্ষ থেকে বাইক র্যালি বের করা হয়। তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষের অফিসে স্মারকলিপি দিয়ে রাস্তা সারাইয়ের দাবি করেন। অশোকবাবু বলেন, “একদিকে রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা হয়েছে। অপরদিকে দীর্ঘদিন ধরে জাতীয়, রাজ্য এবং পুরসভার সড়ক বেহাল হয়ে থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মানুষ চরম অসুবিধেয় পড়েছেন। প্রতিবাদে লাগাতার আন্দোলন চলবে।” জীবেশবাবু বলেন, “পুরসভায় উন্নয়ন স্তব্ধ। দায় কে নেবেন তা নিয়ে নিত্য লড়াই করছে তৃণমূল ও কংগ্রেস। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব।”

বৈঠকে গৌতম
তৃণমূল কংগ্রেস সমর্থিত চা শ্রমিক সংগঠনের কাজকর্ম নিয়ে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভানেত্রী দোলা সেন-সহ জেলা নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জানান, তৃণমূলের দুটি চা শ্রমিক সংগঠন ডুয়ার্সে সক্রিয় রয়েছে। এই দুটি সংগঠনকে আলাদা না রেখে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, ঢেকলাপাড়া চা বাগান-সহ তিনটি ছোট বাগানে এ বার বোনাস দেওয়া হচ্ছে না। সরকারের তরফে উৎসব ভাতা দেওয়া হবে।

খুনে কারাদণ্ড
ফালাকাটায় একটি খুনের মামালায় তিন যুবককে ১০ বছরের কারাদন্ডের আদেশ দিল আদালত। শুক্রবার আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে ওই রায় ঘোষণা করা হয়েছে। ২০০৭ সালের ২৪ জানুয়ারি ফালাকাটার গোপনগর এলাকায় বাড়িতে খুন হন উপেন গোপ। অভিযোগ ছিল, স্থানীয় তাপস বিশ্বাস, মিন্টু বসু এবং গদেন গোপ উপেনবাবুপ বাড়িতে ঢুকে তাঁর মেয়ের নামে নানা অপবাদ দেন। উপেনবাবু এবং তাঁর স্ত্রীকে মারধর করা হয়। এর জেরেই উপেনবাবু মারা যান। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। তাঁরা উচ্চ আদালতে যাবেন বলে অভিযুক্তপক্ষের আইনজীবী হীতেন ঘোষ জানান।

চাপানউতোর শুরু
আদিবাসী বিকাশ পরিষদ এবং পরিষদ থেকে বহিষ্কৃত গোষ্ঠীর মধ্যে একটি দফতর তৈরি নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। ডুয়ার্সের নাগরাকাটার নন্দুমোড়ে পরিষদের সাংগঠনিক দফতর প্রায় দেড় বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি পরিষদ থেকে বহিষ্কৃত জন বারলা গোষ্ঠী দফতরের সংস্কার শুরু করে। গত বৃহস্পতিবার মালবাজার মহকুমা শাসককে দফতরের কাজ বন্ধ রাখার আর্জি জানান পরিষদের রাজ্য কমিটির নেতা তেজকুমার টোপ্পো। মহকুমা শাসক নারায়ণ বিশ্বাস কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এই চাপানউতোরের জেরে শুক্রবার দুপক্ষই ফের নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের করেছে।

প্রধানের পদত্যাগ
পদত্যাগ করলেন শিলিগুড়ি আঠারখাই পঞ্চায়েতের সিপিএম প্রধান দক্ষবালা বর্মন। শুক্রবার তিনি এ কথা জানান। তাঁর বিরুদ্ধে দলের ১৪ জন সদস্য অনাস্থা এনেছেন। সিপিএমের দার্জিলিং জেলার ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার বলেন, “ওঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। দলের নীতিও মানছেন না তিনি। তাঁকে পদত্যাগ করতে বলা হয়। তা না করায় অনাস্থা আনা হয়। শুনছি তিনি পদত্যাগ করছেন।”

অপহরণ, গ্রেফতার
নাবালিকাকে অপহরণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে এনজেপি ফাঁড়ি এলাকায়। গত বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই নাবালিকাকে অপহরণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.