উন্নয়ন প্রশ্নে দ্বন্দ্ব কংগ্রেস-তৃণমূলে
বাম আমলে যে উন্নয়ন কাজ হয়েছে এখন তাও হচ্ছে না বলে পরষ্পরের বিরুদ্ধে অভিযোগ তুলল শিলিগুড়ি পুরসভায় ক্ষমতাসীন জোট-শরিক কংগ্রেস-তৃণমূল। বস্তুত, বিভিন্ন ক্ষেত্রেই পুর পরিষেবার বেহাল পরিস্থিতির জন্য কে কতটা দায়ী তা নিয়ে দু’পক্ষের কোন্দল তুঙ্গে উঠেছে। শুক্রবার শিলিগুড়ি পুরসভার তৃণমূল কাউন্সিলরদের তরফে মেয়র গঙ্গোত্রী দত্তকে চিঠি দিয়ে বিল্ডিং, পার্কিং, কর সংগ্রহ-সহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতির অভিযোগ তোলা হয়। মেয়রের তৎপরতার অভাবে অনেক উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ তোলেন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা, পূর্ত এবং ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ কৃষ্ণ পাল-সহ অন্যান্যরা। মেয়রের পাল্টা জবাব, “জোট শরিক তৃণমূলকে নিয়েই আমরা বোর্ড চালাচ্ছি। তৃণমূল যদি কোনও ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তোলে তবে সেই দায় তাঁদেরও। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মেয়র ও কংগ্রেসের মেয়র পারিষদদের বদনাম করার চেষ্টা হচ্ছে।” রঞ্জনবাবু জানান, পুরসভার শূন্য পদে লোক নিয়োগ, বকেয়া পুর কর সংগ্রহ, বস্তি উন্নয়নের বিভিন্ন উন্নয়ন কাজ পিছিয়ে পড়েছে।
শিলিগুড়ি কর্পোরেশনে মেয়রকে ডেপুটেশন দিচ্ছেন তৃণমূল কাউন্সিলররা। ছবি: বিশ্বরূপ বসাক।
তাঁর কথায়, “কয়েক মাসের বার্ধ্যক্যভাতা পুজোর মুখেও বাসিন্দারা পাচ্ছেন না। বাম আমলেও এ সব ক্ষেত্রে যে উন্নয়ন কাজ হত এখন সেটাও হচ্ছে না। উন্নয়ন কাজের পরিমাণ শূন্যতে চলে এসেছে।” রঞ্জনবাবু জানান, মেয়র পারিষদের বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। অথচ সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে গত ২৯ সেপ্টেম্বর কংগ্রেসের কাউন্সিলররা বোর্ড মিটিং ভেস্তে দিয়েছেন। মেয়র জানিয়েছেন, তাঁরা সিপিএমের সঙ্গে হাত মেলাননি। তবে জোটের বোর্ড হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে শরিকদের বাধায় অনেক কাজ করা সম্ভব হচ্ছে না। তৃণমূলের মেয়র পারিষদদের অধীনে পূর্ত, পানীয় জল, সাফাই, পরিবেশ, স্বনির্ভর, পরিকল্পনার মতো যে সব বিভাগ রয়েছে তার কাজ নিয়েও তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। এ দিন তৃণমূলের কাউন্সিলরদের চিঠি দেওয়ার বিষয়টি তিনি কংগ্রেসের কাউন্সিলর এবং দলের সঙ্গে আলোচনা করবেন। তবে রঞ্জনবাবু সিপিএমের হয়ে সাফাই গাইছেন কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন মেয়র। জেলা তৃণমূলের মুখপাত্র কৃষ্ণ পাল বলেন, “মেয়রের নেতৃত্বেই বোর্ড চলছে। কোনও ক্ষেত্রে কিছু হলে দলের অধিনায়ক হিসাবে তাঁকেই দায় নিতে হবে। মাঠে কোন খেলোয়াড় কী করলেন তার দায় শেষ পর্যন্ত অধিনায়কের উপরেই বর্তায়। বিভিন্ন দফতরের মেয়র পারিষদরা থাকলেও যাদের কাজ ঠিক হচ্ছে কি না তা মেয়রকেই বুঝে নিতে হবে।” কৃষ্ণবাবু জানান, বোর্ড মিটিং ভেস্তে যাওয়ায় পুজোর মুখে সুষ্ঠু পরিষেবা দিতে তাঁরা দ্রুত মুলতুবি সভা ডাকার আর্জি জানান চেয়ারম্যানকে। বৈঠক না হওয়ায় বেশ কিছু রাস্তা ঘাট সংস্কারের কাজ আটকে রয়েছে। রঞ্জনবাবু জানান, সম্প্রতি অগণতান্ত্রিক উপায়ে বোর্ড মিটিং ভেস্তে দিয়েছে কংগ্রেস ও সিপিএম। বারবার শহরের বিভিন্ন অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রক্রিয়া শুরু করেও বন্ধ করে দেওয়া হয়েছে। মহাবীরস্থানের একটি অবৈধ নির্মাণ-সহ বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের মেয়র পারিষদরা উপস্থিত থেকে অবৈধ নির্মাণ ভাঙতে অভিযান করেছেন। অথচ তা পরে বন্ধ করে দেওয়া হয়। পার্কিং ফি সংগ্রহের বরাত পাওয়া ঠিকাদারদের একাংশ পুরসভার প্রাপ্য প্রায় ২২ লক্ষ টাকা না মেটায়নি। মেয়র পারিষদরা মিলে তাদের সকলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো সিদ্ধান্ত নিলেও মাত্র এক জনের বিরুদ্ধে তা করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মেয়র একার সিদ্ধান্তে কয়েক দফায় তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। মেয়রের দাবি, উন্নয়ন কাজ কিছু হচ্ছে না যদি কেউ বলেন তা ঠিক নয়। তিনি বলেন, “তৃণমূল বলছে দলের অধিনায়ক হিসাবে আমাকেই ব্যর্থতার দায় নিতে হবে। তাদের মনে রাখা উচিত মাঠে কোনও খেলোয়াড় ভাল খেলতে না পারলে দর্শক বাহবা দেন না।” তা ছাড়া সম্প্রতি নকশা অনুমোদন ছাড়াই ১১ টি ভবনের নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন ওঠে। ডেপুটি মেয়র নিজেই তো ওই সমস্ত কাজ খতিয়ে দেখতে গিয়েছিলেন। সমস্ত তৃণমূলের সঙ্গে আলোচনা করেই করা হয় বলে মেয়রের দাবি। অন্য দিকে ১২ অক্টোবর মুলতুবি সভা করার কথা পুর কমিশনারকে জানিয়েছেন চেয়ারম্যান নান্টু পাল। চেয়ারম্যানের অপসারণ চেয়ে বামেরা যে দাবি তুলেছেন সেই মতো বিশেষ সভা ১৫ দিনের মধ্যে ডাকার কথা থাকলেও নান্টুবাবু পুজোর মুখে তা ডাকার পক্ষে নন। তাতে ১৫ দিন অতিক্রমের পর পরের ৭ দিনের মধ্যে পুর কমিশনার সভা ডাকতে পারবেন। বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম বলেন, “আমরা এখনও চাই কংগ্রেস-তৃণমূল জোট বোর্ড চালাক। অথচ তারা নিজেদের মধ্যে কোন্দল করছেন। বাসিন্দাদের সুষ্ঠু পুর পরিষেবা দিতে তাদের নজর নেই। ২৯ সেপ্টেম্বর বোর্ড মিটিং শুরুই হয়নি। তাই মুলতুবি সভা ডাকলে আমরা থাকছি না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.