টুকরো খবর |
ভাইকে খুনের অভিযোগে গ্রেফতার দাদা
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
সপ্তম শ্রেণির পড়ুয়া ভাইকে খুনের অভিযোগে গ্রেফতার হল দাদা। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে গাইঘাটা থানার মণ্ডলপাড়া এলাকায়। পুলিশ জানায়, নিহতের নাম সুখেন্দু মণ্ডল (১৩)। নিহতের বাবা বলাইকৃষ্ণবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ দাদা শুভেন্দুর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণ্ডলপাড়ার বাসিন্দা সুখেন্দু মণ্ডলপাড়া হাইস্কুলের ছাত্র। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় বলাইকৃষ্ণবাবু যখন বাড়ি ছিলেন না তখন সুখেন্দুর দাদা শুভেন্দু ভাইকে পিটিয়ে পুকুরে ফেলে দেয়। বলাইকৃষ্ণবাবু বাড়ি ফিরে ছোট ছেলেকে দেখতে না পেয়ে এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার সকালে নিজেদের পুকুরেই তিনি সুখেন্দুর মৃতদেহ ভেসে উঠতে দেখেন। এরপর শুভেন্দু নিজেই ভাইকে মেরে ফেলার কথা স্বীকার করে বলে বলাইবাবুর দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু ট্রাকে খালাসির কাজ করে। প্রায়ই সে নেশা করে এসে সবাইকে মারধর করত। মারের ভয়ে বলাইবাবুর স্ত্রী ও মেজো ছেলে অন্যত্র থাকেন। তবে কী কারণে ছোটভাই শুভেন্দুকে সে খুন করল তা পরিষ্কার নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
|
উদ্ধার নিখোঁজ মহিলার দেহ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
নিখোঁজ মহিলার পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে দেগঙ্গার চাঁদকাটি গ্রামের একটি ধানখেত থেকে তসলিমা বিবির (২৬) দেহ উদ্ধার হয়। তাঁর বাড়িও ওই গ্রামেই। পুলিশ জানিয়েছে, মৃতের গলায় গভীর ক্ষতচিহ্ন এবং দুই হাত পিছমোড়া করে বাঁধা ছিল। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান অন্য কোনও জায়গায় তসলিমাকে খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে। খুনের মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, চার বছর আগে বসিরহাটের বড়গোবরা গ্রামে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি তিন বছরের মেয়েও রয়েছে। বিয়ের পরে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দু’ বছর আগে ছাড়াছাড়ি হয়ে যায়। সেই থেকে তসলিমা মেয়েকে নিয়ে বাপের বাড়িতে ছিলেন। তাঁর ভাইয়েরা পুলিশকে জানান, গত তিন দিন ধরে বোনের কোনও খোঁজ পাচ্ছিলেন না তাঁরা। এ দিন সকালে গ্রামের এক মহিলা মাঠে যাওয়ার সময় তসলিমাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। তবে বোন নিখোঁজ হওয়ার পরে কেন তাঁরা পুলিশকে জানাননি সে ব্যাপারে ভাইদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
|
থানায় মিথ্যা অভিযোগ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
পাঁচ জনের নামে অপহরণ করে খুনের মিথ্যা অভিযোগ দায়ের করানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ব্যারাকপুরের তালপুকুর গ্রাম থেকে বসিরহাটের চাঁপাপুকুর দত্তপাড়ার বাসিন্দা বিষ্ণুপদ সিংহরায় নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তালপুকুরে বিষ্ণুপদবাবুর শ্বশুরবাড়ি। পুলিশের দাবি, জেরায় ধৃত কবুল করেছেন, তিনি কয়েক জনের টাকা আত্মসাত করে গা ঢাকা দিয়েছিলেন। তাই পরিকল্পনা করে স্ত্রীকে দিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করান। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিষ্ণুপদবাবু চাল ব্যবসায়ী। খোলাপোতার কয়েক জনের থেকে কয়েক লক্ষ টাকা ধার করেছিলেন। পাওনাদাররা তাগাদা দেওয়ায় কয়েক মাস আগে বিষ্ণুপদবাবু শ্বশুরবাড়িতে গা ঢাকা দেন। মাস দুয়েক আগে তাঁর স্ত্রী সুদীপাদেবী পুলিশের কাছে টাকার জন্য তাঁর স্বামীকে অপহরণ করে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন খোলাপোতার ৫ জনের বিরুদ্ধে। পরে বসিরহাট আদালতেও একই অভিযোগ জানান। তদন্তে পুলিশ জানতে পারে, বিষ্ণুপদবাবু ও তাঁর স্ত্রী পরিকল্পনা করে ওই মিথ্যা অভিযোগ করেছেন। পুলিশ বিষ্ণুপদবাবুকে গ্রেফতার করলেও সুদীপাদেবীকে ধরতে পারেনি। তিনি পলাতক বলে পুলিশ জানিয়েছে।
|
প্রতারণার অভিযোগ, বাগদায় ধৃত ৬
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
|
এক গ্রাহকের কাছ থেকে প্রতারণার অভিযোগ পেয়ে এক আর্থিক সংস্থার দুই কর্তাব্যক্তি-সহ ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার উত্তর ২৪ পরগনার বাগদা থানার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম সুধাংশু বাইন, নিতাই দেবনাথ, শিবু রায়, সুনীল মজুমদার, স্বপন দত্ত ও সত্যেন রায়। এ দিন ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সুধাংশু বাইনের ১৪ দিনের জেলহাজত ও বাকিদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাগদার হেলেঞ্চায় শতকরা ২ টাকা সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রচুর টাকা তুলেছিল ওই সংস্থা। |
|
সংস্থাটি প্রতিশ্রুতি দিয়েছিল। একজন গ্রাহক যতদিন খুশি তাঁদের সংস্থার টাকা রাখতে পারবেন। যখন গ্রাহক চাইবেন তখন তাঁকে আসল ফেরত দেওয়া হবে। গ্রাহকদের দাবি, এই ভাবে সংস্থাটি প্রায় ১১ কোটি টাকা তোলে। গ্রাহকদের অভিযোগ, প্রথম প্রথম ঠিকমতো টাকা দিলেও সম্প্রতি সংস্থাটি টাকা দিচ্ছিল না। ক্ষুব্ধ গ্রাহকেরা কয়েকদিন আগে হেলেঞ্চায় সংস্থার দফতরে তালা ঝুলিয়ে দেন। কয়েকজন কর্তাকে মারধরও করেন। কয়েকজন পালিয়ে যান। শুক্রবার পুলিশের কাছে সংস্থার কর্তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়।
|
—নিজস্ব চিত্র।
|
পাউরুটি বিক্রেতা খুনে ধৃত আরও এক
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
পাউরুটি বিক্রেতা নিতাই দাসকে খুনের অভিযোগে বৃহস্পতিবার ছয়ঘরিয়া পঞ্চায়েত এলাকা থেকে বাপ্পা দেবনাথ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ভোরে খলিতপুরের বাসিন্দা নিতাই বাবুর মৃতদেহ পাওয়া যায় চন্দ্রকান্ত মোড় এলাকায়। এর আগে পুলিশ অসিত আচার্য নামে এক যুবককে গ্রেফতার করেছিল। অভিযুক্তরা টাকা ছিনতাই করতে গিয়েই নিতাইবাবুকে খুন করেছিল বলে পুলিশের অনুমান।
|
বন্দি পালানোয় শো-কজ দুই কর্মীকে
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁ উপ-সংশোধনাগার থেকে বন্দি পালানোর ঘটনায় শো-কজ করা হল দুই কর্মীকে। সংশোধনাগারের কন্ট্রোলার দীপ্ত গড়াই এবং নিরাপত্তা বিভাগের কর্মী সাবির আহমেদকে বৃহস্পতিবার এই আদেশ দেন মহকুমা শাসক অভিজিৎ ভট্টাচার্য।
|
তৃণমূলের মিছিল
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
তৃণমূলের ডাকা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী মিছিলে প্রায় ৭ কিলোমিটার হাঁটলেন কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার বিকেলে স্বরূপনগরের তেঁতুলিয়া থেকে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মিছিল শুরু হয়। দলীয় নেতৃত্বের দাবি, পদযাত্রায় যোগ দিয়েছিলেন হাজার পাঁচেক কর্মী-সমর্থক। |
|