উত্তর ২৪ পরগনায় চালু কৃষি বিপণন কেন্দ্র
ড়েদের দৌরাত্ম্য এড়াতে উত্তর ২৪ পরগনার তিন জায়গায় চালু হল কৃষি বিপণন কেন্দ্র। কৃষকেরা যাতে সরাসরি তাঁদের সব্জি বা ফসল এনে বিক্রি করতে পারেন, সেই কারণে দত্তপুকুরের গঙ্গাপুর-বটতলা, বসিরহাটের রুইয়া এবং সন্দেশখালির ধামাখালিতে সোমবার ওই কেন্দ্রগুলি চালু করা হল।
গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের টাকায় নির্মিত ওই তিনটি কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। অনুষ্ঠান হয় গঙ্গাপুর-বটতলায়। একই সঙ্গে ওই মঞ্চ থেকে সুব্রতবাবু জেলার ১২টি আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্পের উদ্বোধনও করেন। আরও দু’টি জল প্রকল্পের শিলান্যাসও করা হয়। অনুষ্ঠানে সুব্রতবাবু ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো, দুই তৃণমূল সাংসদ এবং ১০ জন বিধায়ক। ছিলের জেলা প্রশাসনের কর্তারা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাটের ভরসায় না থেকে এ বার থেকে ওই কেন্দ্রগুলিতে সংলগ্ন এলাকার চাষিরা এসে রোজই ফসল বিক্রি করতে পারবেন। এতে তাঁদের ফসলের পরিবহণ খরচ কমবে। ফড়েদের ভরসাতেও তাঁদের থাকতে হবে না। প্রতিটি কেন্দ্রে ১৪০টি করে ঘর থাকছে।
দত্তপুকুরে কৃষি বিপণন কেন্দ্রের উদ্বোধন। ছবি: শান্তনু হালদার।
ছাদ থাকার জন্য রোদ-বৃষ্টিতে ভুগতে হবে না চাষিদের। মানুষও অপেক্ষাকৃত কম দামে সব্জি কিনতে পারবেন। জেলায় এমন কেন্দ্র এই প্রথম।
এ দিন বসিরহাট, স্বরূপনগর, হাসনাবাদ, বাদুড়িয়া-সহ জেলার ১২টি এলাকায় আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে সুব্রতবাবু রাজ্যের প্রাক্তন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী তথা সিপিএমের বর্তমান জেলা সম্পাদক গৌতম দেবের সমালোচনা করেন। সুব্রতবাবু বলেন, “এই জেলায় আর্সেনিক সমস্যা প্রবল। কিন্তু গৌতমবাবু কিছুই করেননি। অথচ, গৌতমবাবুর বাড়ি এই জেলারই টাকিতে। এ জেলায় আর্সেনিক আক্রান্ত শতাধিক মানুষ ক্যান্সারে মারা গিয়েছেন। যিনি নিদেনপক্ষে দত্তপুকুর বা টাকিতেও পরিশুদ্ধ পানীয় জল দিতে পারেন না, তাঁর আর ৫০ বছর কথা বলা উচিত নয়।” আগামী ২০২০ সালের মধ্যে জেলার সর্বত্র আর্সেনিকমুক্ত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ারও অঙ্গীকার করেন সুব্রতবাবু।
সুব্রতবাবুর অভিযোগ উড়িয়ে দিয়েছেন গৌতমবাবু। তাঁর দাবি, “আমাদের আমলে এই জেলা-সহ গোটা রাজ্যে বেশ কিছু আর্সেনিকমুক্ত পানীয় জলপ্রকল্প চালু করা হয়েছিল। সেই পরিশুদ্ধ জল এখনও মানুষ পাচ্ছেন। এ দিন যে জলপ্রকল্পগুলির উদ্বোধন করা হল, তার কাজ শুরু হয়েছিল আমাদের আমলেই। সেগুলি এখন শেষ করে কৃতিত্ব নিচ্ছেন সুব্রতবাবুরা।” জেলা জনস্বাস্থ্য কারিগরি দফতরের নির্বাহী বাস্তুকার চন্দ্রশেখর ভৌমিক জানান, ১২টি জলপ্রকল্পের সুফল ৪৯টি মৌজার প্রায় দেড় লক্ষ মানুষ পেতে চলেছেন। তাঁর বক্তব্যে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের কেন্দ্রীয় সিদ্ধান্তেরও সমালোচনা করেন সুব্রতবাবু। এ প্রসঙ্গে তিনি নীল-বিদ্রোহেরও উল্লেখ করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.