বেহাল রাস্তা মেরামতি ও বেআইনি গাড়ি চলাচল বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে বসিরহাট মহকুমার দু’জায়গায় বিক্ষোভ দেখালেন বাসিন্দা। অবরোধ হল বেড়াচাঁপা বাজারে ও হিঙ্গলগঞ্জে। অবরোধের জেরে দু’জায়গাতেই নাকাল হলেন সাধারণ মানুষ। বেড়াচাঁপা বাজারে অবরোধে দেগঙ্গার বিডিও গিয়ে বিক্ষোভকারীদের রাস্তার মেরামতির প্রতিশ্রুতি দিতে অবরোধ ওঠে। অন্যদিকে রাতে অবরোধ ওঠে হিঙ্গলগঞ্জে।
ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, গত কয়েক মাস ধরে বেড়াচাঁপা থেকে হাড়োয়া যাওয়ার রাস্তার অবস্থা একেবারেই বেহাল। জায়গায় জায়গায় গর্ত তৈরি হয়েছে। বহু জায়গায় পিচ উঠে গিয়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জখম হচ্ছেন যাত্রীরা। এ দিন সকালে বেড়াচাঁপা বাজারের কাছে রাস্তায় তৈরি গর্তে জল জমে থাকায় গভীরতা বুঝতে না পেরে উল্টে যায় এক মোটরসাইকেল আরোহী। এর কিছু পরে উল্টোদিক থেকে আসা একটি মোটরভ্যান একই ভাবে উল্টে গেলে দু’জন যাত্রী গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। |
এই ঘটনার পর স্থানীয় মানুষ বিক্ষোভে নেমে পড়েন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিন রাস্তার কারণে মানুষজন জখম হচ্ছেন। গাড়ির ক্ষতি হচ্ছে। কিন্তু পঞ্চায়েত, বিডিও বা প্রশাসনের কোনও হুঁশ নেই। তাঁদের দাবি, যতক্ষণ না বিডিও বা পূর্ত ও সড়ক দফতরের কোনও আধিকারিক এসে রাস্তা সারানোর প্রতিশ্রুতি দেবেন ততক্ষণ অবরোধ চলবে। বেগতিক দেখে দুপুরে ঘটনাস্থলে যান দেগঙ্গার বিডিও অনিন্দিতা ভৌমিক। আপাতত যাতায়াতের সুবিধার্থে ইট ফেলে মেরামতি ও পরে পাকাপাকি মেরামতির আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
অন্যদিকে, এ দিন সকালে হিঙ্গলগঞ্জে বেআইনি গাড়ি চলাচল বন্ধ করার দাবি জানিয়ে বাস মালিকেরা গাড়ি দিয়ে রাস্তা আটকে অবরোধ শুরু করেন। তাঁদের বক্তব্য, এমনিতেই জ্বালানির প্রচুর দাম বাড়ার কারণে তাঁদের বাস চালাতে ক্ষতি হচ্ছে। তার উপর বিভিন্ন রুটে বেআইনি গাড়ি বেড়ে যাওয়ায় তাঁদের পক্ষ বাস চালানোই দুরূহ হয়ে উঠেছে। তাঁদের দাবি, অবিলম্বে বেআইনি গাড়ি বন্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। |